ETV Bharat / bharat

Road Accident in Vadodara: পথদুর্ঘটনায় মৃত তিন সন্তান ও বাবা-মা; প্রাণে বাঁচল নাবালক - পথদুর্ঘটনায় মৃত তিন সন্তান বাবা মা

বিয়েবাড়ি থেকে অটোয় ফিরছিলেন বাবা, মা ও তাঁদের চার সন্তান ৷ রাস্তায় একটি গাড়ি অটোটিকে মুখোমুখি ধাক্কা মারে ৷ তাতে মৃত্যু হয় বাবা, মা ও তাঁদের তিন সন্তানের ৷ প্রাণে বেঁচে যায় এক নাবালক (Vadodara Road Accident lone survivor eight year old boy) ৷

Road Accident
পথ দুর্ঘটনা
author img

By

Published : Feb 25, 2023, 8:45 AM IST

Updated : Feb 25, 2023, 9:54 AM IST

ভাদোদরা, 25 ফেব্রুয়ারি: মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ গিয়েছে পরিবারের বাকি সদস্যদের । কিন্তু নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল নাবালক। তার বয়স 8 বছর ৷ একটি গাড়ি অটো-রিকশাকে ধাক্কা মারে ৷ তাতেই এক দম্পতি ও তাঁদের তিন সন্তানের মৃত্যু হয় ৷ দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাদোদরায় নারায়ণ ওয়াড়ির কাছে ৷ পুলিশ জানিয়েছে, তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৷ বাকি দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য সায়াজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

পরিবারটি একটি বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে ফিরছিল ৷ তারা অটোয় ছিল ৷ সেই সময় পাদরা থেকে একটি গাড়ি আসে এবং অটোটিকে মুখোমুখি ধাক্কা মারে ৷ মৃতরা সবাই পাদরার লোলা গ্রামের বাসিন্দা৷ পরিবারের একজনই প্রাণে বেঁচেছেন ৷ সে আট বছরের আরিয়ান অরবিন্দ নায়ক ৷ সে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে গিয়েছে ৷ তবে পুলিশ চালককে ধরতে তল্লাশি চালাচ্ছে ৷

আরও পড়ুন: মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় প্রাণ গেল 14 জনের, আহত বহু

গুজরাতের আরেকটি পৃথক দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে ৷ এঁদের মধ্যে একজন পথচারী ৷ জখম হয়েছেন 4 জন ৷ এই দুর্ঘটনাটিও বৃহস্পতিবার রাতের ৷ ধারওয়াড় তালুকের তেগুরা গ্রামে একটি গাড়ি ট্রাকের পিছনে ধাক্কা মারে এবং ট্রাকটির প্রায় ভিতরে ঢুকে যায় ৷ এদিকে শুক্রবার রাত 9টা নাগাদ মধ্যপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 14 জন ৷ জখম ব্যক্তির সংখ্যা 50 ৷ রাজ্যের সিদ্ধিতে রেওয়া-সাতনা সীমানায় মোহানিয়া টানেলের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দু'টি বাসে ধাক্কা মারে ৷

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ আহতদের সঙ্গে সঙ্গে কাছাকাছি একটি হাসপাতালে ভরতি করা হয়৷ সূত্রে জানা গিয়েছে, যাত্রী বোঝাই বাস দু'টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি জনসভা থেকে ফিরছিল ৷ পুলিশ জানিয়েছে, একটি বাস ওই ধাক্কা সামলাতে না পেরে উলটে যায় ৷ 45 জন আহতদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের জন্য 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য 2 লক্ষ টাকা এবং তুলনায় কম চোট পাওয়া ব্যক্তিদের জন্য 1লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ৷

ভাদোদরা, 25 ফেব্রুয়ারি: মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ গিয়েছে পরিবারের বাকি সদস্যদের । কিন্তু নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল নাবালক। তার বয়স 8 বছর ৷ একটি গাড়ি অটো-রিকশাকে ধাক্কা মারে ৷ তাতেই এক দম্পতি ও তাঁদের তিন সন্তানের মৃত্যু হয় ৷ দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাদোদরায় নারায়ণ ওয়াড়ির কাছে ৷ পুলিশ জানিয়েছে, তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৷ বাকি দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য সায়াজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

পরিবারটি একটি বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে ফিরছিল ৷ তারা অটোয় ছিল ৷ সেই সময় পাদরা থেকে একটি গাড়ি আসে এবং অটোটিকে মুখোমুখি ধাক্কা মারে ৷ মৃতরা সবাই পাদরার লোলা গ্রামের বাসিন্দা৷ পরিবারের একজনই প্রাণে বেঁচেছেন ৷ সে আট বছরের আরিয়ান অরবিন্দ নায়ক ৷ সে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে গিয়েছে ৷ তবে পুলিশ চালককে ধরতে তল্লাশি চালাচ্ছে ৷

আরও পড়ুন: মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় প্রাণ গেল 14 জনের, আহত বহু

গুজরাতের আরেকটি পৃথক দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে ৷ এঁদের মধ্যে একজন পথচারী ৷ জখম হয়েছেন 4 জন ৷ এই দুর্ঘটনাটিও বৃহস্পতিবার রাতের ৷ ধারওয়াড় তালুকের তেগুরা গ্রামে একটি গাড়ি ট্রাকের পিছনে ধাক্কা মারে এবং ট্রাকটির প্রায় ভিতরে ঢুকে যায় ৷ এদিকে শুক্রবার রাত 9টা নাগাদ মধ্যপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 14 জন ৷ জখম ব্যক্তির সংখ্যা 50 ৷ রাজ্যের সিদ্ধিতে রেওয়া-সাতনা সীমানায় মোহানিয়া টানেলের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দু'টি বাসে ধাক্কা মারে ৷

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ আহতদের সঙ্গে সঙ্গে কাছাকাছি একটি হাসপাতালে ভরতি করা হয়৷ সূত্রে জানা গিয়েছে, যাত্রী বোঝাই বাস দু'টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি জনসভা থেকে ফিরছিল ৷ পুলিশ জানিয়েছে, একটি বাস ওই ধাক্কা সামলাতে না পেরে উলটে যায় ৷ 45 জন আহতদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের জন্য 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য 2 লক্ষ টাকা এবং তুলনায় কম চোট পাওয়া ব্যক্তিদের জন্য 1লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ৷

Last Updated : Feb 25, 2023, 9:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.