ইন্দোর ( মধ্যপ্রদেশ), 18 জানুয়ারি : মোটা অঙ্কের টাকা সমেত ইন্ডোরে এসটিএফে-র হাতে ধরা পড়ল যুগল ৷ তাদের কাছ থেকে 19 হাজার 600 মার্কিন ডলার উদ্ধার হয়েছে ৷ ভারতে যার আর্থিক মূল্য 14 লাখ টাকা ৷
আরও পড়ুন: শহরে ফের স্টোনম্যান ?
জানা গিয়েছে, ওই যুগল টাকাগুলি অচেনা এক ব্যক্তিকে দেওয়ার পরিকল্পনা করেছিল ৷ সূত্র মারফত খবর পেয়ে গোয়েন্দারা ঘটনাস্থানে যান ৷ হাতেনাতে পাকড়াও করেন তাদের ৷ টাকার পাশাপাশি পুলিশ তাদের কাছ থেকে একটি বাইক উদ্ধার করেছে ৷
এসটিএফ দলটি যথাসাধ্য তদন্ত শুরু করছে ৷ একই সঙ্গে এর সঙ্গে কোনও আন্তর্জাতিক পর্যায়ের চক্র জড়িয়ে রয়েছে কি না তাও খতিয়ে দেখছে তারা ৷