ETV Bharat / bharat

Indian Driving Licence: এইসব দেশে আপনি ভারতীয় ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারেন

বিদেশের মাটিতেও ভারতের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে আপনি চালাতে পারেন গাড়ি ৷ দেখে নিন কোন কোন দেশ রয়েছে সেই তালিকায় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 11:03 PM IST

হায়দরাবাদ, 13 নভেম্বর: বিদেশে ঘুরতে যে সকলেরই মন চায় ৷ এই ভ্রমণকে স্মরণীয় অভিজ্ঞতা বলা চলে ৷ অন্য দেশে গিয়ে সেখানকার সংস্কৃতি, ঐতিহ্য, সৌন্দর্য্যকে চাক্ষুস করা না ভোলার মতোই এক স্মৃতি ৷ তবে অন্য দেশে ঘুরতে গেলে, সেখানকার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে সেখানকার পরিবহণ ব্যবস্থা ব্যবহার করতে হয় ৷ কিন্তু কেউ যদি নিজে গাড়ি ভাড়া করে সেখানে চালান সেটা এক অন্য অভিজ্ঞতা হয় ৷ কিন্তু সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সও প্রয়োজন ৷ কিন্তু ভারতীয় নাগরিক হয়ে আপনি বিদেশের মাটিতে আপনার ড্রাইভিং লাইসেন্স পাবেন কী করে ? এমন কিছু কিছু দেশ আছে যেখানে ভারতের ড্রাইভিং লাইসেন্সও বৈধ ৷ দেখে নেওয়া যাক সেই তালিকা-

মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র বেশিরভাগ প্রদেশেই ভারতীয় ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি গাড়ি ভাড়া নিয়ে তা চালাতে পারেন ৷ ইংলিসে লেখা থাকতে হবে সেই লাইসেন্সের যাবতীয় তথ্য ৷ ভারতেও সেই লাইসেন্সের বৈধ মেয়াদ থেকতে হবে ৷ ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনাকে I-94 ফর্মও নিতে হবে ৷ তাতে আপনি কবে আমেরিকায় এসেছেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য ৷ তথ্য ঠিক থাকলে আপনি এখানে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে গাড়ি ভাড়া নিতে পারবেন ৷

জার্মানি

ভারতের ড্রাইভিং লাইসেন্স জার্মানিতে 6 মাস বৈধ ৷ তবে যাবতীয় তথ্য জার্মান ভাষায় ট্রান্সলেট করা থাকতে হবে ৷

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার কয়েকটি প্রান্তেও বৈধ ভারতের ড্রাইভিং লাইসেন্স ৷ নিউ সাউথ ওয়েলস, কইনসল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়ারক মতো কিছু প্রান্তে তিন মাস বৈধ থাকে ভারতের ড্রাইভিং লাইসেন্স ৷ এছাড়াও রাজধানী অঞ্চলেও এই ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য ৷ কিছুকিছু এলাকায় আবার 1 বছর পর্যন্ত এর বৈধতা থাকে ৷ ইংলিশে লেখা থাকতে হবে সব তথ্য ৷

ব্রিটেন

ব্রিটেনে ভারতের ড্রাইভিং লাইসেন্সের বৈধতা 1 বছরের ৷ তবে নির্দিষ্ট কিছু প্রকারের গাড়ি চালানোরই অনুমতি মেলে ৷

কানাডা

ভারতের ড্রাইভিং লাইসেন্সের বৈধতা কানাডায় 60 দিন ৷ তথ্য লেখা থাকতে হবে ইংলিশে ৷ দেশে প্রবেশের সময়েই সেই তথ্য দেখাতে হবে ৷

নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ভারতের ড্রাইভিং লাইসেন্স নিয়ে এক বছর গাড়ি চালানো যেতে পারে ৷ এই সময় পেরলে স্থানীয় বা আন্তর্জাতিক পারমিটের প্রয়োজন ৷ চালকের বয়স 21 বছর হতে হবে কম করে ৷ ইংলিসে লেখা থাকতে হবে সব তথ্য ৷ নিউজিল্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ট্রান্সলেটও করানো যেতে পারে যাবতীয় তথ্য ৷

ভুটান

ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ৷ সে কারণে স্বাভাবিক ভাবেই ভারতের ড্রাইভিং লাইসেন্স নিয়ে সেখানে গাড়ি চালানো যায় ৷ পাসপোর্ট, ভোটার আইডির মতো নথিও সঙ্গে রাখতে হবে ৷

এছাড়াও, ফ্রান্স, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইৎজারল্যান্ডের মতো দেশেও ভারতীয় ড্রাইভিং লাইসেন্স বৈধ ৷ তবে বিশেষজ্ঞরা পরামর্শ দেন জটিলতা এড়াতে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের ৷ এছাড়াও বিদেশে ভিসা, পাসপোর্টের মতো নথি সঙ্গে রাখা উচিত সর্বদা ৷

আরও পড়ুন:

  1. মার্কিন সংস্থা ডিএফসি থেকে 553 মিলিয়ন ফান্ড পাচ্ছে আদানির কলম্বো বন্দর প্রকল্প

হায়দরাবাদ, 13 নভেম্বর: বিদেশে ঘুরতে যে সকলেরই মন চায় ৷ এই ভ্রমণকে স্মরণীয় অভিজ্ঞতা বলা চলে ৷ অন্য দেশে গিয়ে সেখানকার সংস্কৃতি, ঐতিহ্য, সৌন্দর্য্যকে চাক্ষুস করা না ভোলার মতোই এক স্মৃতি ৷ তবে অন্য দেশে ঘুরতে গেলে, সেখানকার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে সেখানকার পরিবহণ ব্যবস্থা ব্যবহার করতে হয় ৷ কিন্তু কেউ যদি নিজে গাড়ি ভাড়া করে সেখানে চালান সেটা এক অন্য অভিজ্ঞতা হয় ৷ কিন্তু সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সও প্রয়োজন ৷ কিন্তু ভারতীয় নাগরিক হয়ে আপনি বিদেশের মাটিতে আপনার ড্রাইভিং লাইসেন্স পাবেন কী করে ? এমন কিছু কিছু দেশ আছে যেখানে ভারতের ড্রাইভিং লাইসেন্সও বৈধ ৷ দেখে নেওয়া যাক সেই তালিকা-

মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র বেশিরভাগ প্রদেশেই ভারতীয় ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি গাড়ি ভাড়া নিয়ে তা চালাতে পারেন ৷ ইংলিসে লেখা থাকতে হবে সেই লাইসেন্সের যাবতীয় তথ্য ৷ ভারতেও সেই লাইসেন্সের বৈধ মেয়াদ থেকতে হবে ৷ ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনাকে I-94 ফর্মও নিতে হবে ৷ তাতে আপনি কবে আমেরিকায় এসেছেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য ৷ তথ্য ঠিক থাকলে আপনি এখানে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে গাড়ি ভাড়া নিতে পারবেন ৷

জার্মানি

ভারতের ড্রাইভিং লাইসেন্স জার্মানিতে 6 মাস বৈধ ৷ তবে যাবতীয় তথ্য জার্মান ভাষায় ট্রান্সলেট করা থাকতে হবে ৷

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার কয়েকটি প্রান্তেও বৈধ ভারতের ড্রাইভিং লাইসেন্স ৷ নিউ সাউথ ওয়েলস, কইনসল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়ারক মতো কিছু প্রান্তে তিন মাস বৈধ থাকে ভারতের ড্রাইভিং লাইসেন্স ৷ এছাড়াও রাজধানী অঞ্চলেও এই ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য ৷ কিছুকিছু এলাকায় আবার 1 বছর পর্যন্ত এর বৈধতা থাকে ৷ ইংলিশে লেখা থাকতে হবে সব তথ্য ৷

ব্রিটেন

ব্রিটেনে ভারতের ড্রাইভিং লাইসেন্সের বৈধতা 1 বছরের ৷ তবে নির্দিষ্ট কিছু প্রকারের গাড়ি চালানোরই অনুমতি মেলে ৷

কানাডা

ভারতের ড্রাইভিং লাইসেন্সের বৈধতা কানাডায় 60 দিন ৷ তথ্য লেখা থাকতে হবে ইংলিশে ৷ দেশে প্রবেশের সময়েই সেই তথ্য দেখাতে হবে ৷

নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ভারতের ড্রাইভিং লাইসেন্স নিয়ে এক বছর গাড়ি চালানো যেতে পারে ৷ এই সময় পেরলে স্থানীয় বা আন্তর্জাতিক পারমিটের প্রয়োজন ৷ চালকের বয়স 21 বছর হতে হবে কম করে ৷ ইংলিসে লেখা থাকতে হবে সব তথ্য ৷ নিউজিল্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ট্রান্সলেটও করানো যেতে পারে যাবতীয় তথ্য ৷

ভুটান

ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ৷ সে কারণে স্বাভাবিক ভাবেই ভারতের ড্রাইভিং লাইসেন্স নিয়ে সেখানে গাড়ি চালানো যায় ৷ পাসপোর্ট, ভোটার আইডির মতো নথিও সঙ্গে রাখতে হবে ৷

এছাড়াও, ফ্রান্স, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইৎজারল্যান্ডের মতো দেশেও ভারতীয় ড্রাইভিং লাইসেন্স বৈধ ৷ তবে বিশেষজ্ঞরা পরামর্শ দেন জটিলতা এড়াতে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের ৷ এছাড়াও বিদেশে ভিসা, পাসপোর্টের মতো নথি সঙ্গে রাখা উচিত সর্বদা ৷

আরও পড়ুন:

  1. মার্কিন সংস্থা ডিএফসি থেকে 553 মিলিয়ন ফান্ড পাচ্ছে আদানির কলম্বো বন্দর প্রকল্প
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.