ETV Bharat / bharat

কোভিড রুখতে আজ থেকে দিল্লিতে নাইট কার্ফু

আজ থেকে নাইট কার্ফু শুরু হচ্ছে রাজধানীতে ৷ কোভিডের বাড়-বাড়ন্ত রুখতে এই নাইট কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷

coronavirus Night Curfew In Delhi From 10 pm To 5 am Starting from Today
কোভিড রুখতে আজ থেকে দিল্লিতে নাইট কার্ফু
author img

By

Published : Apr 6, 2021, 12:06 PM IST

Updated : Apr 6, 2021, 12:36 PM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল: কোভিড রুখতে আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে নাইট কার্ফু ৷ আগামী 30 এপ্রিল পর্যন্ত রোজ রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত রাজধানীতে কার্ফু জারি থাকবে ৷ সরকারের তরফে আজ এ কথা জানানো হয়েছে ৷ রাজধানীতে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর থেকে এটাই দিল্লি সরকারের নেওয়া সবচেয়ে কড়া পদক্ষেপ ৷

শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন যে, দিল্লিতে কোভিড 19-এর চতুর্থ ঢেউ এসেছে, তবে এখনও লকডাউন করার কথা কিছু ভাবা হয়নি ৷ গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানান তিনি ৷ সোমবার দিল্লিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 3,548 জন ৷ রাজধানীতে করোনায় মৃত্যু হয়েছে আরও 15 জনের ৷

আরও পড়ুন: করোনা বাগে আনতে মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাউন, নাইট কার্ফু

আধিকারিকরা জানিয়েছেন, নাইট কার্ফুর সময় যানচলাচল স্তব্ধ করা হবে না ৷ যাঁরা টিকা নিতে যাচ্ছেন, তাঁদের ই-পাস সহযোগে যাওয়ার অনুমোদন দেওয়া হবে ৷ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও রিটেইলারদের রেশন, সবজি, দুধ, ওষুধ আনতে হলে ওই পাস দেখিয়েই তাঁরা যেতে পারবেন ৷

নয়াদিল্লি, 6 এপ্রিল: কোভিড রুখতে আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে নাইট কার্ফু ৷ আগামী 30 এপ্রিল পর্যন্ত রোজ রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত রাজধানীতে কার্ফু জারি থাকবে ৷ সরকারের তরফে আজ এ কথা জানানো হয়েছে ৷ রাজধানীতে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর থেকে এটাই দিল্লি সরকারের নেওয়া সবচেয়ে কড়া পদক্ষেপ ৷

শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন যে, দিল্লিতে কোভিড 19-এর চতুর্থ ঢেউ এসেছে, তবে এখনও লকডাউন করার কথা কিছু ভাবা হয়নি ৷ গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানান তিনি ৷ সোমবার দিল্লিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 3,548 জন ৷ রাজধানীতে করোনায় মৃত্যু হয়েছে আরও 15 জনের ৷

আরও পড়ুন: করোনা বাগে আনতে মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাউন, নাইট কার্ফু

আধিকারিকরা জানিয়েছেন, নাইট কার্ফুর সময় যানচলাচল স্তব্ধ করা হবে না ৷ যাঁরা টিকা নিতে যাচ্ছেন, তাঁদের ই-পাস সহযোগে যাওয়ার অনুমোদন দেওয়া হবে ৷ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও রিটেইলারদের রেশন, সবজি, দুধ, ওষুধ আনতে হলে ওই পাস দেখিয়েই তাঁরা যেতে পারবেন ৷

Last Updated : Apr 6, 2021, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.