ETV Bharat / bharat

Coronavirus India : দেশে সামান্য কমল করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যু - করোনাভাইরাস আপডেট

দেশে কিছুটা কমল করোনার (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত 43 হাজার 393 জন ৷ সংক্রমণ গতকালের থেকে কমলেও মৃত্যু বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন 911 জন ৷

Corona in India
করোনা
author img

By

Published : Jul 9, 2021, 9:53 AM IST

Updated : Jul 9, 2021, 10:59 AM IST

নয়াদিল্লি, 8 জুলাই : দেশে কিছুটা কমল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 393 জন ৷ সংক্রমণ গতকালের থেকে কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 911 জন ৷ গতকাল মৃত্যু হয়েছিল 817 জনের ৷

গত মঙ্গলবার অনেকটাই কমেছিল করোনা ভাইরাসের সংক্রমণ ৷ সে দিন আক্রান্ত হন 34 হাজার 703 জন ৷ গত 111 দিনের সংক্রমণের মধ্যে সেটাই ছিল সর্বনিম্ন ৷ তবে বুধবার তা এক লাফে বেড়ে 43 হাজার 733 জন হয়ে যায় ৷ বৃহস্পতিবারও সামান্য বাড়ে সংক্রমণ ৷ আক্রান্ত হন 45 হাজার 892 জন ৷ সেই সংখ্যাটা আজ কিছুটা কমেছে ৷ শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 393 জন ৷ তবে সংক্রমণ কমলেও করোনায় মৃত্যু গতকালের থেকে আজ বেড়েছে ৷ শুক্রবার করোনায় মারা গিয়েছিলেন 817 জন ৷ তবে গত 24 ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন 911 জন ৷

আরও পড়ুন: দেশে অক্সিজেনের হাল-হকিকৎ জানতে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি

স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 7 লাখ 52 হাজার 950 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 5 হাজার 939 জনের ৷ আজ সক্রিয় আক্রান্তের সংখ্যাও সামান্য কমেছে ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 5 হাজার 939 জন ৷

গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 44 হাজার 459 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 98 লাখ 88 হাজার 284 জন ৷ দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে 97.19 শতাংশ ৷

এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 36 কোটি 89 লাখ 91 হাজার 22টি ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 33 লাখ 81 হাজার 671 জনের টিকাকরণ হয়েছে ৷ বর্তমানে কোভিশিল্ড, কোভ্য়াকসিন, স্পুটনিক ভি ও মডার্না - এই চারটি টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে দেশে ৷ এ দিকে, লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর এ বার হোটেল ও লজ খোলার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ তবে নন-কনটেইনমেন্ট জোনেই খোলা যাবে হোটেল ৷

আরও পড়ুন: কোভিড-ব্যর্থতা ঢাকতে হর্ষ বর্ধনকে বলির পাঁঠা করেছেন মোদি, কটাক্ষ অধীরের

এ দিকে, করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউয়ের (Third Wave) জন্য আগাম তৎপরতা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ দেশজুড়ে অক্সিজেনের (Oxygen) পরিস্থিতি কী, তা খতিয়ে দেখতে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ দেশে বর্তমানে কতটা মেডিক্যাল অক্সিজেন পাওয়া যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণের বৃদ্ধি ঘটাতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে পর্যালোচনা করবেন নমো ৷

নয়াদিল্লি, 8 জুলাই : দেশে কিছুটা কমল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 393 জন ৷ সংক্রমণ গতকালের থেকে কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 911 জন ৷ গতকাল মৃত্যু হয়েছিল 817 জনের ৷

গত মঙ্গলবার অনেকটাই কমেছিল করোনা ভাইরাসের সংক্রমণ ৷ সে দিন আক্রান্ত হন 34 হাজার 703 জন ৷ গত 111 দিনের সংক্রমণের মধ্যে সেটাই ছিল সর্বনিম্ন ৷ তবে বুধবার তা এক লাফে বেড়ে 43 হাজার 733 জন হয়ে যায় ৷ বৃহস্পতিবারও সামান্য বাড়ে সংক্রমণ ৷ আক্রান্ত হন 45 হাজার 892 জন ৷ সেই সংখ্যাটা আজ কিছুটা কমেছে ৷ শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 393 জন ৷ তবে সংক্রমণ কমলেও করোনায় মৃত্যু গতকালের থেকে আজ বেড়েছে ৷ শুক্রবার করোনায় মারা গিয়েছিলেন 817 জন ৷ তবে গত 24 ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন 911 জন ৷

আরও পড়ুন: দেশে অক্সিজেনের হাল-হকিকৎ জানতে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি

স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 7 লাখ 52 হাজার 950 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 5 হাজার 939 জনের ৷ আজ সক্রিয় আক্রান্তের সংখ্যাও সামান্য কমেছে ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 5 হাজার 939 জন ৷

গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 44 হাজার 459 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 98 লাখ 88 হাজার 284 জন ৷ দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে 97.19 শতাংশ ৷

এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 36 কোটি 89 লাখ 91 হাজার 22টি ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 33 লাখ 81 হাজার 671 জনের টিকাকরণ হয়েছে ৷ বর্তমানে কোভিশিল্ড, কোভ্য়াকসিন, স্পুটনিক ভি ও মডার্না - এই চারটি টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে দেশে ৷ এ দিকে, লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর এ বার হোটেল ও লজ খোলার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ তবে নন-কনটেইনমেন্ট জোনেই খোলা যাবে হোটেল ৷

আরও পড়ুন: কোভিড-ব্যর্থতা ঢাকতে হর্ষ বর্ধনকে বলির পাঁঠা করেছেন মোদি, কটাক্ষ অধীরের

এ দিকে, করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউয়ের (Third Wave) জন্য আগাম তৎপরতা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ দেশজুড়ে অক্সিজেনের (Oxygen) পরিস্থিতি কী, তা খতিয়ে দেখতে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ দেশে বর্তমানে কতটা মেডিক্যাল অক্সিজেন পাওয়া যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণের বৃদ্ধি ঘটাতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে পর্যালোচনা করবেন নমো ৷

Last Updated : Jul 9, 2021, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.