নয়াদিল্লি, 15 জুন: একদিন একটু নামার পর ফের চড়চড়িয়ে উঠল দেশের করোনাভাইরাসে সংক্রমণের গ্রাফ (Coronavirus in India)৷ এ বার দৈনিক সংক্রমণ প্রায় 9 হাজারের কাছে ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 8,822 জন ৷ গতকালের থেকে এই সংখ্যাটা 3,089 বেশি (Corona in India)৷
পরপর তিনদিন দৈনিক সংক্রমণ 8 হাজারের উপরে থাকার পর গতকাল কিছুটা কমেছিল সংক্রমণ (new Covid cases)৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 6,594 জন ৷ তবে সেই সংখ্যাটাই আজ অনেকটা বেড়েছে ৷ বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 8,822 জন ৷ বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 15 জনের ৷ এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,24,792 ৷
দেশে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 53,637 ৷ গত 24 ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন 5,718 জন ৷ এর ফলে দেশে করোনাকে জয় করলেন মোট 4,26,67,088 জন ৷
আরও পড়ুন: Coronavirus in India: কিছুটা কমল করোনার সংক্রমণ, গত 24 ঘণ্টায় আক্রান্ত 6594
সংক্রমণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে দিল্লি ও মহারাষ্ট্রে ৷ মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 2,956 জন ৷ দিল্লিতে আক্রান্ত হয়েছেন 1,118 জন ৷ এছাড়াও সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে তামিলনাড়ু, গোয়া, পশ্চিমবঙ্গ, তেলাঙ্গানা, গুজরাত ও অন্ধ্রপ্রদেশে ৷