নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: দেশে নতুন করে করোনাভাইরাসে (Coronavirus in India) আক্রান্ত হলেন 5,664 জন ৷ এর ফলে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4,45,34,188 (Covid 19 in India)৷ বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও ৷
রবিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, বর্তমানে দেশে অ্যাক্টিভ করোনা রোগী রয়েছেন 47,922 জন (Active Covid cases rise)৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 5,664 জন ৷ আর এই সময়কালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 35 জনের ৷ এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হওয়ায় চিন্তা তৈরি হয়েছে কেরালা নিয়ে ৷ গত 24 ঘণ্টায় কেরালায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 21 জন ৷ দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,28,337 ৷
দেশে মোট করোনায় সংক্রমণের 0.11 শতাংশ হল সক্রিয় করোনা রোগী ৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বেড়েছে 1,074 ৷ যে পাঁচটি রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা সর্বাধিক সেগুলি হল, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্নাটক ও অসম ৷ তবে একইসঙ্গে বেড়েছে সুস্থতার হারও ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বর্তমানে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার 98.71 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 4,555 জন ৷
আরও পড়ুন: কোভিড 19 আক্রান্ত প্রাপ্তবয়স্কদের আলঝাইমার রোগ হওয়ার ঝুঁকি বেশি ! বলছে গবেষণা
2020 সালের 7 অগস্ট দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 20 লাখ ৷ 23 অগস্ট সেটাই হয় 30 লাখ ৷ এবং 5 সেপ্টেম্বর হয় 40 লাখ এবং 16 সেপ্টেম্বর হয় 50 লাখ ৷ এরপর 28 সেপ্টেম্বর এই সংখ্যাটা 60 লাখ ছাড়িয়ে যায় এবং 11 অক্টোবর হয় 70 লাখ, 29 অক্টোবর হয় 80 লাখ, 20 নভেম্বর হয় 90 লাখ. ও 19 ডিসেম্বর এই সংখ্যাটা এক কোটি ছাড়িয়ে যায় ৷ গত বছর 4 মে 2 কোটি ও 23 জুন সংখ্যাটা 3 কোটি ছাড়িয়ে যায় ৷ আর চলতি বছর 25 জানুয়ারি দেশে কোভিড আক্রান্তের সংখ্যা 4 কোটি পেরিয়ে যায় ৷ গত 7 দিনে ভারতে 38,829 জন করোনা আক্রান্ত হয়েছে ৷ এখনও পর্যন্ত দেশে 2,165,654টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷