নয়াদিল্লি, 14 জুন: কিছুটা কমল কোভিড সংক্রমণ (Coronavirus in India)৷ পরপর তিনদিন দৈনিক সংক্রমণ আট হাজারের উপরে থাকার পর কিছুটা স্বস্তি দিয়ে এ বার প্রায় সাড়ে ছয় হাজারে নেমে এল সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 6,594 জন ৷ গতকালের থেকে এই সংখ্যাটা 18.4 শতাংশ কম ৷ গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন 8,084 জন ৷ পরপর তিনদিন সংক্রমিতের সংখ্যা ছিল আট হাজারের উপরে (new Covid 19 cases)৷
গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও 6 জনের ৷ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা 5,24,777 ৷ বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 50,548 ৷ গতকালের থেকে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়েছে 2,553 ৷
গত 24 ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন 4,035 জন ৷ এর ফলে দেশে এখনও পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন 4,26,61,370 জন ৷ সুস্থতার হার 98.67% ৷
আরও পড়ুন: Corona in India: পরপর 3 দিন করোনার সংক্রমণ 8 হাজারের উপরে, চতুর্থ ঢেউ ?
ওমিক্রনের নয়া ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এসেছে মুম্বই থেকে ৷ সেখানে প্রথমবার চারজনের শরীরে মিলেছে এই ভাইরাস ৷ গতকাল 3,21,873 জনের করোনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত দেশে মোট 1,95,35,70,360টি টিকার ডোজ দেওয়া হয়েছে (Corona India)৷