ETV Bharat / bharat

কোভিড টিকা পেতে একদিনেই আবেদন 1.33 কোটির - কোভিড টিকা

কোভিড টিকা পেতে একদিনেই আবেদন জানালেন 1.33 কোটি মানুষ ৷ নাম নথিভুক্ত করার জন্য কোউইন অ্যাপ খোলা হয়েছে বুধবারই ৷

Coronavirus: Around 1.33 Crore Apply For Covid Vaccination
কোভিড টিকা পেতে একদিনেই আবেদন 1.33 কোটির
author img

By

Published : Apr 29, 2021, 9:13 AM IST

নয়াদিল্লি, 29 এপ্রিল: কোভিড টিকা নেওয়ার জন্য সরকারের নির্দিষ্ট করা ওয়েবসাইটে এক দিনেই নাম নথিভুক্ত করলেন প্রায় 1.33 কোটি মানুষ ৷ বুধবারই নাম নথিভুক্ত করার প্রক্রিয়া জনগণের জন্য খুলে দেওয়া হয় কোউইন অ্যাপে ৷

1 এপ্রিল থেকে দেশে 18 বছরের উপর সবাই করোনা টিকা নিতে পারবেন বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ৷ বুধবার থেকে শুরু হয়েছে নাম নথিভুক্তকরণ ৷ প্রথমে এক মিনিটে প্রায় 27 লক্ষ মানুষ ঢুকে পড়ায় ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দিলেও, পরে তা ঠিক হয়ে যায় ৷ সরকারি একটি সূত্র জানিয়েছে, আরও অ্যাপয়েন্টমেন্ট স্লট শিগগিরই দেওয়া হবে ৷ যদি বর্তমানে স্লট না থাকে,তাহলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে হবে ৷ মানুষকে ধৈর্য ধরার আবদন জানানো হয়েছে ৷ তবে প্রথম দিনেই 1.33 কোটি মানুষ টিকার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছে বলে জানিয়েছে ওই সূত্র ৷

আরও পড়ুন কোভিড বিধি মেনে ভোটদানের আবেদন মোদির, বাংলায় টুইট অমিতের

জানুয়ারি মাস থেকে ভারতে শুরু হয়েছে কোভিড টিকাকরণ ৷ প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়ার পর বয়ষ্ক ও 45 বছরের উপরে শারীরিক অসুস্থতা থাকা মানুষদের টিকাকরণ হয়েছে ৷ এরপর 45 বছরের উপরে সবার জন্য টিকা দেওয়া শুরু হয় ৷ আর এ বার 18 বছরের বেশি সবার টিকাকরণ শুরু হচ্ছে 1 মে থেকে ৷

নয়াদিল্লি, 29 এপ্রিল: কোভিড টিকা নেওয়ার জন্য সরকারের নির্দিষ্ট করা ওয়েবসাইটে এক দিনেই নাম নথিভুক্ত করলেন প্রায় 1.33 কোটি মানুষ ৷ বুধবারই নাম নথিভুক্ত করার প্রক্রিয়া জনগণের জন্য খুলে দেওয়া হয় কোউইন অ্যাপে ৷

1 এপ্রিল থেকে দেশে 18 বছরের উপর সবাই করোনা টিকা নিতে পারবেন বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ৷ বুধবার থেকে শুরু হয়েছে নাম নথিভুক্তকরণ ৷ প্রথমে এক মিনিটে প্রায় 27 লক্ষ মানুষ ঢুকে পড়ায় ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দিলেও, পরে তা ঠিক হয়ে যায় ৷ সরকারি একটি সূত্র জানিয়েছে, আরও অ্যাপয়েন্টমেন্ট স্লট শিগগিরই দেওয়া হবে ৷ যদি বর্তমানে স্লট না থাকে,তাহলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে হবে ৷ মানুষকে ধৈর্য ধরার আবদন জানানো হয়েছে ৷ তবে প্রথম দিনেই 1.33 কোটি মানুষ টিকার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছে বলে জানিয়েছে ওই সূত্র ৷

আরও পড়ুন কোভিড বিধি মেনে ভোটদানের আবেদন মোদির, বাংলায় টুইট অমিতের

জানুয়ারি মাস থেকে ভারতে শুরু হয়েছে কোভিড টিকাকরণ ৷ প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়ার পর বয়ষ্ক ও 45 বছরের উপরে শারীরিক অসুস্থতা থাকা মানুষদের টিকাকরণ হয়েছে ৷ এরপর 45 বছরের উপরে সবার জন্য টিকা দেওয়া শুরু হয় ৷ আর এ বার 18 বছরের বেশি সবার টিকাকরণ শুরু হচ্ছে 1 মে থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.