ETV Bharat / bharat

দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা কমল - ভারতের কোরোনা সংক্রমণ

গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় সংক্রমিত 43 হাজার 82 জন ৷ মৃত্যু হয়েছে 492 জনের ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 27, 2020, 11:13 AM IST

দিল্লি, 27 নভেম্বর : বিগত কয়েকদিনের পরিসংখ্যান অনুযায়ী দেশে দৈনিক সংক্রমণের হার কিছুটা কমেছে । গত 24 ঘণ্টায় দেশে সংক্রমিত 43 হাজার 82 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 44 হাজার 489 জন । একদিন মৃত্যু 492 জনের যা গতকালের তুলনায় কমেছে ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 524 ।

এনিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 93 লাখ 9 হাজার 788 জন । সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 55 হাজার 555 । দেশে মোট মৃতের সংখ্যা 1 লাখ 35 হাজার 715 জন । এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 87 লাখ 18 হাজার 517 জন । গতকাল সুস্থ হয়েছেন 39 হাজার 379 জন ।

দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে ৷ সেখানে আক্রান্তের সংখ্যা 18 লাখ 2 হাজার 365 ৷ মৃত্যু হয়েছে 46 হাজার 813 জনের । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ৷ সেখানে আক্রান্ত 8 লাখ 79 হাজার 560 ৷ তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ সেখানে আক্রান্তের সংখ্যা 8 লাখ 65 হাজার 705 জন ৷

দিল্লি, 27 নভেম্বর : বিগত কয়েকদিনের পরিসংখ্যান অনুযায়ী দেশে দৈনিক সংক্রমণের হার কিছুটা কমেছে । গত 24 ঘণ্টায় দেশে সংক্রমিত 43 হাজার 82 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 44 হাজার 489 জন । একদিন মৃত্যু 492 জনের যা গতকালের তুলনায় কমেছে ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 524 ।

এনিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 93 লাখ 9 হাজার 788 জন । সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 55 হাজার 555 । দেশে মোট মৃতের সংখ্যা 1 লাখ 35 হাজার 715 জন । এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 87 লাখ 18 হাজার 517 জন । গতকাল সুস্থ হয়েছেন 39 হাজার 379 জন ।

দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে ৷ সেখানে আক্রান্তের সংখ্যা 18 লাখ 2 হাজার 365 ৷ মৃত্যু হয়েছে 46 হাজার 813 জনের । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ৷ সেখানে আক্রান্ত 8 লাখ 79 হাজার 560 ৷ তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ সেখানে আক্রান্তের সংখ্যা 8 লাখ 65 হাজার 705 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.