ETV Bharat / bharat

করোনায় আক্রান্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়, সংক্রমিত বাইকুলা জেলের আরও 38 বন্দি - corona infected 39 inmates of byculla jail

বাইকুলা মহিলা জেলের তরফে জানানো হয়, শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়সহ 39জন বন্দি করোনায় আক্রান্ত ।

corona infected sheena bora murder case accused indrani mukherjea
করোনায় আক্রান্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়
author img

By

Published : Apr 21, 2021, 1:09 PM IST

মুম্বই, 21 এপ্রিল : শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়সহ বাইকুলা জেলের 39 জন বন্দি করোনায় আক্রান্ত । বুধবার এমনই জানাল জেল কর্তৃপক্ষ ।

2012 সালে আর্থিক বিবাদের জেরে মেয়ে শিনা বোরাকে খুনের অভিযোগ ওঠে ইন্দ্রাণী মুখোপাধ্যায়, স্বামী পিটার মুখোপাধ্যায় ও প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার বিরুদ্ধে । 2015 এর অগস্ট মাসে মুম্বইয়ের বাইকুলা মহিলা জেলে বন্দি হন ইন্দ্রাণী ।

করোনা সংক্রমণে মহারাষ্ট্রের অবস্থা শোচনীয় । বেশ কিছুদিন আগে শারীরিক অবনতির কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন ইন্দ্রাণী । কিন্তু জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয় তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, কোনও সমস্যা নেই ।

আরও পড়ুন : পিটার মুখোপাধ্যায়কে জামিন মুম্বই হাইকোর্টের

এরপর আজ বাইকুলা মহিলা জেলের তরফে জানানো হয়, ইন্দ্রাণী মুখোপাধ্যায়সহ 39 জন বন্দি করোনায় আক্রান্ত ।

মুম্বই, 21 এপ্রিল : শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়সহ বাইকুলা জেলের 39 জন বন্দি করোনায় আক্রান্ত । বুধবার এমনই জানাল জেল কর্তৃপক্ষ ।

2012 সালে আর্থিক বিবাদের জেরে মেয়ে শিনা বোরাকে খুনের অভিযোগ ওঠে ইন্দ্রাণী মুখোপাধ্যায়, স্বামী পিটার মুখোপাধ্যায় ও প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার বিরুদ্ধে । 2015 এর অগস্ট মাসে মুম্বইয়ের বাইকুলা মহিলা জেলে বন্দি হন ইন্দ্রাণী ।

করোনা সংক্রমণে মহারাষ্ট্রের অবস্থা শোচনীয় । বেশ কিছুদিন আগে শারীরিক অবনতির কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন ইন্দ্রাণী । কিন্তু জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয় তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, কোনও সমস্যা নেই ।

আরও পড়ুন : পিটার মুখোপাধ্যায়কে জামিন মুম্বই হাইকোর্টের

এরপর আজ বাইকুলা মহিলা জেলের তরফে জানানো হয়, ইন্দ্রাণী মুখোপাধ্যায়সহ 39 জন বন্দি করোনায় আক্রান্ত ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.