নয়াদিল্লি, 30 এপ্রিল : কোভিডের দ্বিতীয় ঢেউ সামলাতে ব্যর্থ নরেন্দ্র মোদি ও তাঁর সরকার ৷ কেন্দ্রের ‘অযোগ্যতা’ই ভারতে অতিমারির ভয়বহতার কারণ ৷ বিদেশি সংবাদমাধ্যমের এই ধরনের ‘একপেশে’ বিশ্লেষণ অবিলম্বে বন্ধ করতে হবে ৷ এই বিষয়ে বিভিন্ন দেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৷
বৃহস্পতিবার ভারতীয় রাষ্ট্রদূতদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন বিদেশ মন্ত্রী ৷ সেখানেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মোদি সরকারের ব্যর্থতার চিত্র (করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায়) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়শঙ্কর ৷ সূত্র মারফত অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷
প্রসঙ্গত, ভারতের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছে বিদেশের একাধিক সংবাদপত্র ও টেলিভিশন চ্য়ানেল ৷ সেই তালিকায় রয়েছে নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, লে মন্দে এবং স্ট্রেইটস টাইমসের মতো নামী সংবাদপত্র ৷ করোনা আবহে ভারতে যেভাবে নির্বাচনী প্রক্রিয়া চালানো হয়েছে, কুম্ভমেলার আয়োজন করা হয়েছে, তার উল্লেখ করে মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছে বিদেশের একাধিক টেলিভিশন চ্য়ানেলও ৷
আন্তর্জাতিক মহলে সংবাদমাধ্যমের এই সমালোচনা মোদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এমন প্রেক্ষাপটে বিদেশমন্ত্রীর বৈঠক ও ভারতীয় রাষ্ট্রদূতদের প্রতি তাঁর নির্দেশ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷
আরও পড়ুন : 40-এর নীচে বেশি ওজনে প্রাণঘাতী হতে পারে করোনা, দাবি সমীক্ষায়
যদিও সরকারিভাবে দাবি করা হয়েছে, কোভিড পরিস্থিতির মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে কীভাবে প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী আমদানি করা যায়, তাই নিয়ে আলোচনা করতেই ভারতীয় রাষ্ট্রদূতদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিদেশ মন্ত্রী ৷
প্রায় এক ঘণ্টা লম্বা এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও বিভাগের আধিকারিকরা ৷