ETV Bharat / bharat

TN chopper crash : হবে তিনটি অস্ত্রোপচার, বেঙ্গালুরুতে স্থানান্তরিত করা হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে - Group Captain to be shifted to Bengaluru for higher treatment

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং-এর (Group Captain Varun Singh) আপাতত তিনটি অস্ত্রোপচার করা হবে ৷ তার জন্য বেঙ্গালুরুর হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সংবাদসংস্থাকে একথা জানিয়েছেন আহত সেনা আধিকারিকের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল কেপি সিং ৷

TN chopper crash
বেঙ্গালুরুতে স্থানান্তরিত করা হল গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে
author img

By

Published : Dec 9, 2021, 5:45 PM IST

কোয়েম্বাটুর, 9 ডিসেম্বর : তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালেই গতকাল থেকে ভর্তি রয়েছেন ৷ উন্নত চিকিৎসার জন্য এবার সেখান থেকে বেঙ্গালুরুতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং-কে (Group Captain Varun Singh) ৷ গতকাল তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত সদস্য তিনি ৷

গতকাল কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও 11 জন সেনা আধিকারিকের ৷ তবে প্রাণে বেঁচে গিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ৷ যদিও তাঁরও শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক ৷ তবে স্থিতিশীল রয়েছেন তিনি ৷ গ্রুপ ক্যাপ্টেনের তিনটি অস্ত্রোপচার করা হবে ৷ তার জন্য বেঙ্গালুরুর হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Group Captain to be shifted to Bengaluru for higher treatment) ৷ সংবাদসংস্থাকে একথা জানিয়েছেন আহত সেনা আধিকারিকের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল কেপি সিং ৷ ইতিমধ্যেই তিনি ওয়েলিংটনে পৌঁছেছেন ৷ যদিও ছেলের স্বাস্থ্যের বিষয়ে কোনও মন্তব্য করতে পারেননি তিনি ৷

আরও পড়ুন : World expresses condolence : সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ আমেরিকা-সহ একাধিক দেশের

গতকালের ঘটনা নিয়ে আজ লোকসভায় বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্য সেনা আধিকারিকদের মৃত্যুতে আজ 2 মিনিটের নীরবতা পালন করা হয় লোকসভায় ৷ পাশাপাশি বরুণ সিংয়ের স্বাস্থ্য নিয়ে জানান, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh) এখন লাইফ সাপোর্টে রয়েছেন ৷ তিনি সাংঘাতিকভাবে পুড়ে গিয়েছেন ৷ তাঁকে সুস্থ করার সব রকম চেষ্টা করা হচ্ছে বলে আশ্বস্ত করেন রাজনাথ সিং ৷

বায়ু সেনার এই আধিকারিক (Air Force officer) তাঁর সাহসিকতার জন্য এ বছরের অগস্ট মাসে 'সৌর্য চক্র' (Shaurya Chakra) পুরস্কার পান ৷ 2020-তে তিনি তেজস ফাইটার এয়ারক্রাফ্ট (Tejas fighter aircraft) চালানোর সময় হঠাৎ এয়ারক্রাফ্টটিতে গুরুতর টেকনিক্যাল গণ্ডগোল দেখা দেয় ৷ কিন্তু আকাশে মাঝপথে সেই সমস্যা সামলে নিরাপদে এয়ারক্রাফ্ট নামিয়ে আনেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ ৷

আরও পড়ুন : CDS General Bipin Rawat : মুখে হাসি, শত্রু মোকাবিলায় ক্ষুরধার; সেনা কপ্টারেই থামল সিডিএস-এর পথচলা

কোয়েম্বাটুর, 9 ডিসেম্বর : তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালেই গতকাল থেকে ভর্তি রয়েছেন ৷ উন্নত চিকিৎসার জন্য এবার সেখান থেকে বেঙ্গালুরুতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং-কে (Group Captain Varun Singh) ৷ গতকাল তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত সদস্য তিনি ৷

গতকাল কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও 11 জন সেনা আধিকারিকের ৷ তবে প্রাণে বেঁচে গিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ৷ যদিও তাঁরও শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক ৷ তবে স্থিতিশীল রয়েছেন তিনি ৷ গ্রুপ ক্যাপ্টেনের তিনটি অস্ত্রোপচার করা হবে ৷ তার জন্য বেঙ্গালুরুর হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Group Captain to be shifted to Bengaluru for higher treatment) ৷ সংবাদসংস্থাকে একথা জানিয়েছেন আহত সেনা আধিকারিকের বাবা অবসরপ্রাপ্ত কর্নেল কেপি সিং ৷ ইতিমধ্যেই তিনি ওয়েলিংটনে পৌঁছেছেন ৷ যদিও ছেলের স্বাস্থ্যের বিষয়ে কোনও মন্তব্য করতে পারেননি তিনি ৷

আরও পড়ুন : World expresses condolence : সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ আমেরিকা-সহ একাধিক দেশের

গতকালের ঘটনা নিয়ে আজ লোকসভায় বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্য সেনা আধিকারিকদের মৃত্যুতে আজ 2 মিনিটের নীরবতা পালন করা হয় লোকসভায় ৷ পাশাপাশি বরুণ সিংয়ের স্বাস্থ্য নিয়ে জানান, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh) এখন লাইফ সাপোর্টে রয়েছেন ৷ তিনি সাংঘাতিকভাবে পুড়ে গিয়েছেন ৷ তাঁকে সুস্থ করার সব রকম চেষ্টা করা হচ্ছে বলে আশ্বস্ত করেন রাজনাথ সিং ৷

বায়ু সেনার এই আধিকারিক (Air Force officer) তাঁর সাহসিকতার জন্য এ বছরের অগস্ট মাসে 'সৌর্য চক্র' (Shaurya Chakra) পুরস্কার পান ৷ 2020-তে তিনি তেজস ফাইটার এয়ারক্রাফ্ট (Tejas fighter aircraft) চালানোর সময় হঠাৎ এয়ারক্রাফ্টটিতে গুরুতর টেকনিক্যাল গণ্ডগোল দেখা দেয় ৷ কিন্তু আকাশে মাঝপথে সেই সমস্যা সামলে নিরাপদে এয়ারক্রাফ্ট নামিয়ে আনেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ ৷

আরও পড়ুন : CDS General Bipin Rawat : মুখে হাসি, শত্রু মোকাবিলায় ক্ষুরধার; সেনা কপ্টারেই থামল সিডিএস-এর পথচলা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.