শ্রীনগর, 19 ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জঙ্গিদের গুলিতে শহিদ দুই পুলিশকর্মী । শ্রীনগরের এক চায়ের দোকানের সামনে তাঁদের গুলি করা হয় । ঘটনাস্থানেই প্রাণ হারান দুই পুলিশকর্মী । গুলি চালানোর সেই দৃশ্য ধরা পড়েছে চায়ের দোকানের পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় ।
ওই দুই পুলিশকর্মীকে খুব কাছে থেকে গুলি করে জঙ্গিরা । শেষ তিন দিনে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল । শহিদ সোহেইল ও মহম্মদ ইউসুফ দু'জনেই জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল ছিলেন । তাঁরা শ্রীনগরের বাগহাত বারজ়ুল্লা এলাকার একটি চায়ের দোকানের সামনে ছিলেন । সেই সময়েই তাঁদের উপরে গুলি চালায় জঙ্গিরা ।
আরও পড়ুন : বারামুল্লায় জঙ্গিদের গুলিতে মৃত নাগরিক
সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন । জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছেন নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানরা ।