ETV Bharat / bharat

সোপরে পৌরসভার বৈঠকে জঙ্গি হানা, নিহত পুলিশকর্মী, কাউন্সিলর সহ 4 - জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীরের সোপর পৌরসভার বৈঠকে জঙ্গি হানা ৷ ঘটনায় এক পুলিশকর্মী, 1 কাউন্সিলর এবং 2 সাধারাণ মানুষের মৃত্যু হয়েছে ৷ সেই সঙ্গে আরও 1 কাউন্সিলর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

cop-councillor-killed-in-terror-attack-at-urban-local-body-meet-in-sopore-of-jammu-and-kashmir
সোপরে পৌরসভার বৈঠকে জঙ্গি হানা, নিহত পুলিশকর্মী, কাউন্সিলর সহ 4
author img

By

Published : Mar 29, 2021, 7:30 PM IST

শ্রীনগর, 29 মার্চ : জম্মু ও কাশ্মীরের সোপরে জঙ্গিদের গুলিতে নিহত এক পুলিশ কর্মী, পৌরসভার কাউন্সিলর এবং 2 জন সাধারণ নাগরিক ৷ আজ সোপর টাউনে স্থানীয় পৌরসভার বৈঠক চলাকালীন হামলা চালায় জঙ্গিরা ৷ আচমকা জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ আর তাতেই পুলিশ কর্মী, জনপ্রতিনিধি সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে ৷

পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, কাউন্সিলর বৈঠকের জন্য সবাই জড়ো করতেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে ৷ কিছু বুঝে ওঠার আগেই এক পুলিশ কর্মী মারা যান ৷ তিনি এই বৈঠক যেখানে হচ্ছিল, তার বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ এরপর কাউন্সিলর এবং সেইসঙ্গে 2 জন সাধারণ মানুষ জঙ্গিদের গুলিতে লুটিয়ে পড়েন ৷ ঘটনায় নিহত সোপর পৌরসভার কাউন্সিলরের নাম রেয়াজ আহমেদ ৷ এছাড়াও আরও 1 কাউন্সিলর গুরুতর জখম হয়েছেন ৷

আরও পড়ুন : জঙ্গিদের সাহায্য করার অভিযোগে পুলওয়ামায় গ্রেপ্তার তিনজন

জঙ্গি হামলার পরেই সেখানে বিশাল বাহিনী মোতায়েন করা হয় ৷ গোটা এলাকা ঘিরে ফেলে জওয়ানরা ৷ আশেপাশের এলাকাতেও তল্লাশি অভিযান শুরু করে বাহিনীর একাধিক দল ৷ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছায় ৷ তবে, জঙ্গিরা সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

শ্রীনগর, 29 মার্চ : জম্মু ও কাশ্মীরের সোপরে জঙ্গিদের গুলিতে নিহত এক পুলিশ কর্মী, পৌরসভার কাউন্সিলর এবং 2 জন সাধারণ নাগরিক ৷ আজ সোপর টাউনে স্থানীয় পৌরসভার বৈঠক চলাকালীন হামলা চালায় জঙ্গিরা ৷ আচমকা জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ আর তাতেই পুলিশ কর্মী, জনপ্রতিনিধি সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে ৷

পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, কাউন্সিলর বৈঠকের জন্য সবাই জড়ো করতেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে ৷ কিছু বুঝে ওঠার আগেই এক পুলিশ কর্মী মারা যান ৷ তিনি এই বৈঠক যেখানে হচ্ছিল, তার বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ এরপর কাউন্সিলর এবং সেইসঙ্গে 2 জন সাধারণ মানুষ জঙ্গিদের গুলিতে লুটিয়ে পড়েন ৷ ঘটনায় নিহত সোপর পৌরসভার কাউন্সিলরের নাম রেয়াজ আহমেদ ৷ এছাড়াও আরও 1 কাউন্সিলর গুরুতর জখম হয়েছেন ৷

আরও পড়ুন : জঙ্গিদের সাহায্য করার অভিযোগে পুলওয়ামায় গ্রেপ্তার তিনজন

জঙ্গি হামলার পরেই সেখানে বিশাল বাহিনী মোতায়েন করা হয় ৷ গোটা এলাকা ঘিরে ফেলে জওয়ানরা ৷ আশেপাশের এলাকাতেও তল্লাশি অভিযান শুরু করে বাহিনীর একাধিক দল ৷ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছায় ৷ তবে, জঙ্গিরা সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.