সুরাত, 24 মে : ইনজেকশন দিচ্ছেন একজন বিজেপি বিধায়ক ৷ যাঁর আবার চিকিৎসা সংক্রান্ত কোনও অভিজ্ঞতাই নেই ৷ গুজরাতের সুরাতের একটি কোভিড কেয়ার সেন্টারে এমনই ঘটনা ঘটেছে ৷ এর জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে রাজ্য বিজেপি ৷
ওই বিধায়কের নাম জালাভাদিয়া ৷ তিনি গুজরাতের কামরেজ কেন্দ্রের বিধায়ক ৷ তাঁকেই একজন কোভিড রোগীকে রেমডিসিভির ইনজেকশন দিতে দেখা গিয়েছে ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই কংগ্রেসের তরফে বিজেপির সমালোচনা করা হয়েছে ৷ কংগ্রেস নেতা জয়রাজসিং পারমারের কটাক্ষ, এর থেকে শিক্ষা নেওয়া উচিত গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী নিতিন প্যাটেলের ৷ বিজেপি নেতা-কর্মীদের ইনজেকশন দেওয়ার প্রশিক্ষণ দেওয়া উচিত ৷ এতে রাজ্যের হাসপাতালগুলিতে মেডিক্যাল স্টাফের ঘাটতি কিছুটা কমবে ৷
এই ঘটনায় অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন ওই বিধায়ক ৷ তাঁর দাবি, তিনি কোনও রোগীকে ইনজেকশন দেননি ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, সুরাতের ওই কোভিড কেয়ার সেন্টারে তিনি নিজে গত 40 দিন ধরে পরিষেবা দিচ্ছেন ৷ এখনও পর্যন্ত সেখান থেকে 200 জনকে সুস্থ করা হয়েছে ৷
আরও পড়ুন : কিছুটা কমল সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার; চিন্তা বাড়াচ্ছে মৃত্যু
কংগ্রেসকে পালটা আক্রমণ করে তিনি জানিয়েছেন যে কংগ্রেসের উচিত সমালোচনা না করে ভালো কাজ করা ৷