ETV Bharat / bharat

Adani Port : আদানিদের বন্দরে পাকিস্তানি জাহাজ থেকে তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার - মুন্দ্রা বন্দর

ফের খবরে আদানিদের বন্দর ৷ গত সেপ্টেম্বর মাসে শিল্পপতি গৌতম আদানির মুন্দ্রা বন্দর থেকে উদ্ধার করা হয়েছিল 20 হাজার কোটি টাকার মাদক ৷ এবার একটি পাকিস্তানি জাহাজ থেকে উদ্ধার করা হল তেজস্ক্রিয় পদার্থ ৷

containers carrying hazardous cargo seized at mundra port of adani group
Adani Port : আদানিদের বন্দরে পাকিস্তানি জাহাজ থেকে উদ্ধার তেজস্ক্রিয় পদার্থ
author img

By

Published : Nov 19, 2021, 7:36 PM IST

নয়াদিল্লি, 19 নভেম্বর : মাদকের পর এবার তেজস্ক্রিয় পদার্থ ৷ ফের আদানি গোষ্ঠীর বন্দর থেকে পণ্যবাহী জাহাজের সামগ্রী বাজেয়াপ্ত করল শুল্ক দফতর ও ডিআরআই (Directorate of Revenue Intelligence) ৷ আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (APSEZ) কর্তৃপক্ষের তরফে শুক্রবার একথা জানানো হয়েছে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে গুজরাতে ৷ শিল্পপতি গৌতম আদানির মুন্দ্রা বন্দর থেকে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ আটক করা হয় ৷ করাচি থেকে আসা ওই জাহাজটির গন্তব্য ছিল চিনের সাংহাই ৷

আরও পড়ুন : NCB seized drugs : ফের শিরোনামে এনসিবি, এবার 1127 কেজি মাদক উদ্ধার ওয়াংখেড়েদের

শুক্রবার এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে আদানি গোষ্ঠী ৷ তাদের তরফে জানানো হয়, ওই জাহাজে যে বিপজ্জনক কোনও পদার্থ রয়েছে, এমন তথ্য সংশ্লিষ্ট নথিতে ছিল না ৷ অথচ সেখান থেকে যে পণ্য উদ্ধার করা হয়েছে, বিপজ্জনক পণ্যের তালিকায় তার স্থান রয়েছে সপ্তম শ্রেণিতে ৷ যা আদতে তেজস্ক্রিয় পদার্থ ৷ আদানি গোষ্ঠীর তরফে বলা হয়েছে, ‘‘2021 সালের 18 নভেম্বর মুন্দ্রা বন্দরে যৌথ অভিযান চালায় শুল্ক দফতর ও ডিআরআই ৷ তারা একাধিক কনটেনার বাজেয়াপ্ত করে ৷ সেগুলি একটি বিদেশি জাহাজে রাখা ছিল ৷ ওই কনটেনারগুলিতে বিপজ্জনক (তেজস্ক্রিয়) পদার্থ ভর্তি করা হয়েছিল ৷’’

আরও পড়ুন : Heroin Seized : গুজরাত উপকূলে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, বাজারদর 150 থেকে 250 কোটি

আদানিদের দাবি, এই জাহাজের গন্তব্য মুন্দ্রা বা ভারতের অন্য কোনও বন্দর ছিল না ৷ করাচি থেকে চিনের সাংহাই শহরে যাওয়ার কথা ছিল জাহাজটির ৷ কিন্তু, তদন্তের স্বার্থেই মুন্দ্রা বন্দরে জাহাটিকে খালি করা হয় ৷ জাহাজের সমস্ত পণ্য সেখানে নামিয়ে দেয় সংশ্লিষ্ট দুই সরকারি সংস্থা ৷ এই কাজে শুল্ক দফতর ও ডিআরআই-কে সবরকম সহযোগিতা করা হচ্ছে বলেও আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে ৷ পাশাপাশি, এই তৎপরতার জন্য শুল্ক দফতর ও ডিআরআই-কে সেলামও জানিয়েছে তারা ৷ প্রসঙ্গত, চলতি বছরেরই সেপ্টেম্বর মাসে আদানিদের এই বন্দরে একটি জাহাজ থেকে প্রায় 3 হাজার কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয় ৷ যার বাজারমূল্য প্রায় 20 হাজার কোটি টাকা !

নয়াদিল্লি, 19 নভেম্বর : মাদকের পর এবার তেজস্ক্রিয় পদার্থ ৷ ফের আদানি গোষ্ঠীর বন্দর থেকে পণ্যবাহী জাহাজের সামগ্রী বাজেয়াপ্ত করল শুল্ক দফতর ও ডিআরআই (Directorate of Revenue Intelligence) ৷ আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (APSEZ) কর্তৃপক্ষের তরফে শুক্রবার একথা জানানো হয়েছে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে গুজরাতে ৷ শিল্পপতি গৌতম আদানির মুন্দ্রা বন্দর থেকে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ আটক করা হয় ৷ করাচি থেকে আসা ওই জাহাজটির গন্তব্য ছিল চিনের সাংহাই ৷

আরও পড়ুন : NCB seized drugs : ফের শিরোনামে এনসিবি, এবার 1127 কেজি মাদক উদ্ধার ওয়াংখেড়েদের

শুক্রবার এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে আদানি গোষ্ঠী ৷ তাদের তরফে জানানো হয়, ওই জাহাজে যে বিপজ্জনক কোনও পদার্থ রয়েছে, এমন তথ্য সংশ্লিষ্ট নথিতে ছিল না ৷ অথচ সেখান থেকে যে পণ্য উদ্ধার করা হয়েছে, বিপজ্জনক পণ্যের তালিকায় তার স্থান রয়েছে সপ্তম শ্রেণিতে ৷ যা আদতে তেজস্ক্রিয় পদার্থ ৷ আদানি গোষ্ঠীর তরফে বলা হয়েছে, ‘‘2021 সালের 18 নভেম্বর মুন্দ্রা বন্দরে যৌথ অভিযান চালায় শুল্ক দফতর ও ডিআরআই ৷ তারা একাধিক কনটেনার বাজেয়াপ্ত করে ৷ সেগুলি একটি বিদেশি জাহাজে রাখা ছিল ৷ ওই কনটেনারগুলিতে বিপজ্জনক (তেজস্ক্রিয়) পদার্থ ভর্তি করা হয়েছিল ৷’’

আরও পড়ুন : Heroin Seized : গুজরাত উপকূলে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, বাজারদর 150 থেকে 250 কোটি

আদানিদের দাবি, এই জাহাজের গন্তব্য মুন্দ্রা বা ভারতের অন্য কোনও বন্দর ছিল না ৷ করাচি থেকে চিনের সাংহাই শহরে যাওয়ার কথা ছিল জাহাজটির ৷ কিন্তু, তদন্তের স্বার্থেই মুন্দ্রা বন্দরে জাহাটিকে খালি করা হয় ৷ জাহাজের সমস্ত পণ্য সেখানে নামিয়ে দেয় সংশ্লিষ্ট দুই সরকারি সংস্থা ৷ এই কাজে শুল্ক দফতর ও ডিআরআই-কে সবরকম সহযোগিতা করা হচ্ছে বলেও আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে ৷ পাশাপাশি, এই তৎপরতার জন্য শুল্ক দফতর ও ডিআরআই-কে সেলামও জানিয়েছে তারা ৷ প্রসঙ্গত, চলতি বছরেরই সেপ্টেম্বর মাসে আদানিদের এই বন্দরে একটি জাহাজ থেকে প্রায় 3 হাজার কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয় ৷ যার বাজারমূল্য প্রায় 20 হাজার কোটি টাকা !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.