উত্তর দিনাজপুর, 8 ডিসেম্বর : ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে উত্তর 24 পরগনার বুনিয়াদপুরে বাসের ভিতরেই মৃত্যু হল এক শ্রমিকের । বুধবার দুপুরে এই ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুনিয়াদপুর শহরে (Labour dies in a state bus at Buniyadpur)। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, 29 বছর বয়সী শিবচরণ বর্মন পেশায় নির্মাণ শ্রমিক ৷ তাঁর বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ভেলায় গ্রামে । বুধবার হাসপাতাল থেকে মৃতদেহ প্রথমে বংশীহারি থানায় এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হয় ।
জানা গিয়েছে, গত এক মাস আগে এলাকার বাসিন্দা গোকুল ঘোষের সঙ্গে গুজরাতে যান শিবচরণ । কিন্তু সেখানে যাওয়ার 16 দিনের মাথাতেই একটি বাইক দুর্ঘটনায় ডান পা ভেঙে যায় তাঁর । অবস্থার অবনতি হওয়ায় সোমবার সুরাট থেকে ট্রেনে করে তাঁকে মালদা স্টেশনে নিয়ে আসেন সহকর্মী গোকুল । তবে মালদা থেকে সরকারি বাসে বুনিয়াদপুর নিয়ে আসার সময় বাসের ভেতরেই মৃত্যু হয় শিবচরণের । গোকুলবাবু-সহ এলাকার লোকজন মিলে তাঁকে স্থানীয় রসিদপুর হাসপাতালে নিয়ে যান ঠিকই, কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিবচরণকে মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন : অপুষ্টিতে শিশু মৃত্যু, তড়িঘড়ি বৈঠকে পুরুলিয়া জেলা প্রশাসন
জানা গিয়েছে, প্রায় এক বছর আগে বিয়ে হয় শিবচরণের ৷ বর্তমানে তাঁর স্ত্রী 7 মাসের সন্তানসম্ভবা । গোটা ঘটনার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ । যদিও ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসলে তবেই জানা যাবে মৃত্যুর আসল কারণ ৷ অন্যদিকে হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃতের পরিবার ।