ETV Bharat / bharat

Consensual Sex with a minor is rape: নাবালিকার সম্মতিতে যৌন সম্পর্ক ধর্ষণই, মত তেলাঙ্গানা হাইকোর্টের

তেলাঙ্গানা হাইকোর্ট (Telangana High Court) জানিয়েছে, নাবালিকার (minor raped) সম্মতিতে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে তাকে ধর্ষণ হিসেবেই ধরা হবে (Consensual Sex with a minor is considered as a rape)৷

CONSENSUAL SEX WITH A MINOR IS CONSIDERED AS A RAPE: TELANGANA HIGH COURT
নাবালিকার সম্মতিতে যৌন সম্পর্ককেও ধর্ষণ হিসেবেই ধরা হবে: আদালত
author img

By

Published : Apr 1, 2022, 2:22 PM IST

তেলাঙ্গানা, 1 এপ্রিল: নাবালিকার সম্মতিতে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা হলেও তা ধর্ষণ হিসেবেই গৃহীত হবে (Consensual Sex with a minor is considered as a rape)৷ জানাল তেলাঙ্গানা হাইকোর্ট (Telangana High Court)৷

এক প্রতিবেশীর কুকীর্তিতে অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক নাবালিকার (minor raped) গর্ভপাতে অনুমতি দিয়ে এই পর্যবেক্ষণ দিয়েছে আদালত ৷ 15 বছরের কিশোরীকে ভুল বুঝিয়ে জোর করে তার বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে নিজের যৌন ইচ্ছেপূরণ করে তার প্রতিবেশী ৷ এরপর নিগৃহীতা গর্ভবতী হয়ে পড়লে তার গর্ভপাতের জন্য তাকে নিয়ে নিলুফার হাসপাতালে যান তাঁর মা ৷ তবে আদালতের নির্দেশ ছাড়া তারা গর্ভপাত করবে না বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷

এরপর তেলাঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন নাবালিকার মা ৷ আদালত জানায়, 15 বছরের কিশোরী গর্ভবতী হওয়ায় তাঁকে নানা মানসিক ও শারীরিক সমস্যার মধ্যে পড়তে হবে ৷ হাইকোর্টের যুক্তি, ওই নাবালিকা যদি স্বেচ্ছায় তার প্রতিবেশীর সঙ্গে গিয়ে থাকে, যদি এটি সম্মতিসূচক যৌন সম্পর্ক স্থাপনও হয়ে থাকে, তবুও এটিকে ধর্ষণ হিসেবেই ধরা হবে ৷

আরও পড়ুন: Matia Rape Case : পাঁচদিন পর মাটিয়া ধর্ষণ-কাণ্ডে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের, উঠছে প্রশ্ন

তেলাঙ্গানা হাইকোর্টের (Consensual Sex with a minor is rape) বক্তব্য, "অন্তঃসত্ত্বা নাবালিকা সম্মানের সঙ্গে বাঁচার অধিকার হারাবে, গর্ভবতী হওয়ায় শারীরিক ও মানসিক প্রভাব পড়বে তার উপর ৷ ধর্ষণের কারণে অপ্রত্যাশিত প্রেগন্যান্সি নির্মূল করা যেতে পারে ৷ তবে তার আগে আমাদের ওই কিশোরীর সঙ্গে কথা বলতে হবে ৷ 20 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় যেহেতু তার আদালতে আসা সম্ভবপর নয়, তাই নিলুফার হাসপাতালের সুপারকে নিজের মতামত জানাতে পারে সে ৷ তার ও তার মায়ের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলা উচিত সুপারের ৷ গর্ভপাত করা যাবে কি না, সবদিক খতিয়ে দেখে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ৷ যদি দু‘পক্ষই রাজি থাকে, তাহলে আর বিলম্ব না করে গর্ভপাত করে ফেলতে হবে ৷"

বাঞ্জারা হিলসের বাসিন্দা বছর 15-র কিশোরী অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে ৷ সে বাবা-মায়ের সঙ্গে থাকত ৷ তার 26 বছরের প্রতিবেশীর বিরুদ্ধেই অভিযোগ ৷ সে বিবাহিত এবং দুই সন্তানের বাবা ৷ নভেম্বর মাসে ব্যক্তিগত কিছু কাজের জন্য নাবালিকার বাড়িতে গিয়েছিল সেই যুবক ৷ সে মেয়েটির মাকে দিদি বলে সম্বোধন করত ৷ রোজ মেয়েটির বাবা-মা যখন কাজে যেত, তখন জোর করে সেই কিশোরীকে বাড়ি থেকে অন্যত্র নিয়ে গিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করত সেই যুবক ৷ এই ভাবে সে দিনের পর দিন যৌন হেনস্থা করেছে সেই নাবালিকার ৷ মেয়েটি খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই কারওকে কিছু জানাতে পারেনি ৷

আরও পড়ুন: Child Sexual Abuse : মামা বলে ডাকত মেয়েটি, নদিয়ায় শিশুকে যৌন হেনস্থার অভিযোগে শ্রীঘরে সিভিক ভলান্টিয়ার

কিছুদিন পর বিষয়টি সে বাবা-মাকে জানায় ৷ তার শারীরিক কিছু সমস্যাও ধরা পড়ে ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানান যে, সেই নাবালিকা অন্তঃসত্ত্বা ৷ পুলিশ পক্সো ধারায় মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

তেলাঙ্গানা, 1 এপ্রিল: নাবালিকার সম্মতিতে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা হলেও তা ধর্ষণ হিসেবেই গৃহীত হবে (Consensual Sex with a minor is considered as a rape)৷ জানাল তেলাঙ্গানা হাইকোর্ট (Telangana High Court)৷

এক প্রতিবেশীর কুকীর্তিতে অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক নাবালিকার (minor raped) গর্ভপাতে অনুমতি দিয়ে এই পর্যবেক্ষণ দিয়েছে আদালত ৷ 15 বছরের কিশোরীকে ভুল বুঝিয়ে জোর করে তার বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে নিজের যৌন ইচ্ছেপূরণ করে তার প্রতিবেশী ৷ এরপর নিগৃহীতা গর্ভবতী হয়ে পড়লে তার গর্ভপাতের জন্য তাকে নিয়ে নিলুফার হাসপাতালে যান তাঁর মা ৷ তবে আদালতের নির্দেশ ছাড়া তারা গর্ভপাত করবে না বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷

এরপর তেলাঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন নাবালিকার মা ৷ আদালত জানায়, 15 বছরের কিশোরী গর্ভবতী হওয়ায় তাঁকে নানা মানসিক ও শারীরিক সমস্যার মধ্যে পড়তে হবে ৷ হাইকোর্টের যুক্তি, ওই নাবালিকা যদি স্বেচ্ছায় তার প্রতিবেশীর সঙ্গে গিয়ে থাকে, যদি এটি সম্মতিসূচক যৌন সম্পর্ক স্থাপনও হয়ে থাকে, তবুও এটিকে ধর্ষণ হিসেবেই ধরা হবে ৷

আরও পড়ুন: Matia Rape Case : পাঁচদিন পর মাটিয়া ধর্ষণ-কাণ্ডে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের, উঠছে প্রশ্ন

তেলাঙ্গানা হাইকোর্টের (Consensual Sex with a minor is rape) বক্তব্য, "অন্তঃসত্ত্বা নাবালিকা সম্মানের সঙ্গে বাঁচার অধিকার হারাবে, গর্ভবতী হওয়ায় শারীরিক ও মানসিক প্রভাব পড়বে তার উপর ৷ ধর্ষণের কারণে অপ্রত্যাশিত প্রেগন্যান্সি নির্মূল করা যেতে পারে ৷ তবে তার আগে আমাদের ওই কিশোরীর সঙ্গে কথা বলতে হবে ৷ 20 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় যেহেতু তার আদালতে আসা সম্ভবপর নয়, তাই নিলুফার হাসপাতালের সুপারকে নিজের মতামত জানাতে পারে সে ৷ তার ও তার মায়ের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলা উচিত সুপারের ৷ গর্ভপাত করা যাবে কি না, সবদিক খতিয়ে দেখে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ৷ যদি দু‘পক্ষই রাজি থাকে, তাহলে আর বিলম্ব না করে গর্ভপাত করে ফেলতে হবে ৷"

বাঞ্জারা হিলসের বাসিন্দা বছর 15-র কিশোরী অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে ৷ সে বাবা-মায়ের সঙ্গে থাকত ৷ তার 26 বছরের প্রতিবেশীর বিরুদ্ধেই অভিযোগ ৷ সে বিবাহিত এবং দুই সন্তানের বাবা ৷ নভেম্বর মাসে ব্যক্তিগত কিছু কাজের জন্য নাবালিকার বাড়িতে গিয়েছিল সেই যুবক ৷ সে মেয়েটির মাকে দিদি বলে সম্বোধন করত ৷ রোজ মেয়েটির বাবা-মা যখন কাজে যেত, তখন জোর করে সেই কিশোরীকে বাড়ি থেকে অন্যত্র নিয়ে গিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করত সেই যুবক ৷ এই ভাবে সে দিনের পর দিন যৌন হেনস্থা করেছে সেই নাবালিকার ৷ মেয়েটি খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই কারওকে কিছু জানাতে পারেনি ৷

আরও পড়ুন: Child Sexual Abuse : মামা বলে ডাকত মেয়েটি, নদিয়ায় শিশুকে যৌন হেনস্থার অভিযোগে শ্রীঘরে সিভিক ভলান্টিয়ার

কিছুদিন পর বিষয়টি সে বাবা-মাকে জানায় ৷ তার শারীরিক কিছু সমস্যাও ধরা পড়ে ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানান যে, সেই নাবালিকা অন্তঃসত্ত্বা ৷ পুলিশ পক্সো ধারায় মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.