ETV Bharat / bharat

Congress President Election: বৃহস্পতিবার সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী অথরিটি - Ashok Gehlot

প্রায় দু’দশক পর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচন (AICC President Election) হওয়ার সম্ভাবনা ৷ বৃহস্পতিবার অর্থাৎ, 22 সেপ্টেম্বর কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী অথরিটি সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ (Notification for AICC President Election) করবে ৷

Congress will Issue Notification for AICC President Election on Thursday
Congress will Issue Notification for AICC President Election on Thursday
author img

By

Published : Sep 21, 2022, 3:58 PM IST

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: বৃহস্পতিবার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচনের (AICC President Election) বিজ্ঞপ্তি পেশ করবে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী অথরিটি (Notification for AICC President Election) ৷ তার পরেই দীর্ঘদিন যাবৎ এই পদে থাকা সোনিয়া গান্ধির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া জোরকদমে শুরু হয়ে যাবে ৷ প্রায় দু’দশক পর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যে আসনের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷

শশী থারুর সম্প্রতি বিদায়ী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সঙ্গে বৈঠক করেছিলেন ৷ তার পরেই শশী থারুর (Shashi Tharoor) কংগ্রেসের সভাপতি পদের অন্যতম দাবিদার হিসাবে উঠে আসেন ৷ এমনকি তিনি যে মনোনয়ন পেশ করবেন, তাও নিশ্চিত ৷ প্রথমে শোনা যাচ্ছিল, অশোক গেহলতকে সভাপতি পদে মনোনয়ন পেশ করতে বলেছিল শীর্ষনেতৃত্ব ৷ কিন্তু, কংগ্রেস সূত্রে খবর, তিনি সভাপতি হতে চান না-বলেই হাইকমান্ডকে জানিয়েছেন ৷

তবে, রাহুল গান্ধিকেও (Rahul Gandhi) কংগ্রেসের একটি পক্ষ সভাপতি হওয়ার জন্য অনুরোধ করেছিলেন ৷ কিন্তু, সূত্রের খবর, রাহুল সেই অনুরোধ প্রত্যাখান করেছেন ৷ আর তা যদি হয়ে থাকে সেক্ষেত্রে শশী থারুরের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নবনির্বাচিত সভাপতি হওয়া সময়ের অপেক্ষা ৷ তবে, সভাপতি পদের নির্বাচনে মনোনয়ন পেশে কোনও বাধা নেই বলেই জানানো হয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী অথরিটির (Congress Central Election Authority) তরফে ৷ এমনকি সেক্ষেত্রে সোনিয়া গান্ধি বা রাহুল গান্ধির অনুমতি লাগবে না ৷

আরও পড়ুন: 22 বছর পর ফের কি কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনী লড়াই দেখা যাবে !

24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কংগ্রেস সভাপতি নির্বাচনের মনোনয়ন পেশ করা যাবে ৷ 1 অক্টোবর জমা পড়া মনোনয়নপত্র যাচাই করা হবে ৷ আর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন 8 অক্টোবর ৷ 17 অক্টোবর এই নির্বাচন হবে ৷ আর সেটা তখনই হবে যখন, একের বেশি মনোনয়ন জমা পড়বে ৷ আর নির্বাচন হলে ভোট গণনা ও ফলপ্রকাশ হবে 19 অক্টোবর ৷

আরও পড়ুন: শশীর হাত ধরে কি কাটবে কংগ্রেসের আঁধার নিশি, গেহলত কতটা ভালো পাইলট?

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: বৃহস্পতিবার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচনের (AICC President Election) বিজ্ঞপ্তি পেশ করবে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী অথরিটি (Notification for AICC President Election) ৷ তার পরেই দীর্ঘদিন যাবৎ এই পদে থাকা সোনিয়া গান্ধির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া জোরকদমে শুরু হয়ে যাবে ৷ প্রায় দু’দশক পর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যে আসনের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷

শশী থারুর সম্প্রতি বিদায়ী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সঙ্গে বৈঠক করেছিলেন ৷ তার পরেই শশী থারুর (Shashi Tharoor) কংগ্রেসের সভাপতি পদের অন্যতম দাবিদার হিসাবে উঠে আসেন ৷ এমনকি তিনি যে মনোনয়ন পেশ করবেন, তাও নিশ্চিত ৷ প্রথমে শোনা যাচ্ছিল, অশোক গেহলতকে সভাপতি পদে মনোনয়ন পেশ করতে বলেছিল শীর্ষনেতৃত্ব ৷ কিন্তু, কংগ্রেস সূত্রে খবর, তিনি সভাপতি হতে চান না-বলেই হাইকমান্ডকে জানিয়েছেন ৷

তবে, রাহুল গান্ধিকেও (Rahul Gandhi) কংগ্রেসের একটি পক্ষ সভাপতি হওয়ার জন্য অনুরোধ করেছিলেন ৷ কিন্তু, সূত্রের খবর, রাহুল সেই অনুরোধ প্রত্যাখান করেছেন ৷ আর তা যদি হয়ে থাকে সেক্ষেত্রে শশী থারুরের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নবনির্বাচিত সভাপতি হওয়া সময়ের অপেক্ষা ৷ তবে, সভাপতি পদের নির্বাচনে মনোনয়ন পেশে কোনও বাধা নেই বলেই জানানো হয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী অথরিটির (Congress Central Election Authority) তরফে ৷ এমনকি সেক্ষেত্রে সোনিয়া গান্ধি বা রাহুল গান্ধির অনুমতি লাগবে না ৷

আরও পড়ুন: 22 বছর পর ফের কি কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনী লড়াই দেখা যাবে !

24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কংগ্রেস সভাপতি নির্বাচনের মনোনয়ন পেশ করা যাবে ৷ 1 অক্টোবর জমা পড়া মনোনয়নপত্র যাচাই করা হবে ৷ আর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন 8 অক্টোবর ৷ 17 অক্টোবর এই নির্বাচন হবে ৷ আর সেটা তখনই হবে যখন, একের বেশি মনোনয়ন জমা পড়বে ৷ আর নির্বাচন হলে ভোট গণনা ও ফলপ্রকাশ হবে 19 অক্টোবর ৷

আরও পড়ুন: শশীর হাত ধরে কি কাটবে কংগ্রেসের আঁধার নিশি, গেহলত কতটা ভালো পাইলট?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.