ETV Bharat / bharat

Congress Agitation: আজ সত্যাগ্রহ, দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের - Satyagraha in front of Gandhi statues

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি ৷ আজ সারাদিন ধরে সত্যাগ্রহ পালন হবে প্রতিটি রাজ্য এবং জেলায় (Congress Satyagraha in front of Gandhi statue) ৷

Rahul Gandhi
কংগ্রেস নেতা রাহুল গান্ধি
author img

By

Published : Mar 26, 2023, 10:00 AM IST

নয়াদিল্লি, 26 মার্চ: আজ দিনভর 'সত্যাগ্রহ' পালন করবে কংগ্রেস ৷ রবিবার গান্ধি মূর্তির পাদদেশে বসবেন কংগ্রেস নেতারা ৷ সব রাজ্য এবং জেলার প্রতিটি কংগ্রেসের প্রধান কার্যালয়ে কংগ্রেসের নেতা-কর্মীরা সত্যাগ্রহ করবেন ৷ লোকসভা থেকে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়েছে ৷ তার প্রতিবাদে কংগ্রেসের দিনভর এই কর্মসূচি (The Congress will hold a day-long 'Satyagraha' in front of Gandhi statues at all states and district headquarters) ৷

জানা গিয়েছে, আজ সকাল 10টা থেকে সত্যাগ্রহ শুরু হবে ৷ চলবে বিকেল 5টা পর্যন্ত ৷ রাজধানীতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা রাজঘাটে ধরনায় বসবেন ৷ শুক্রবার রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ বৃহস্পতিবার রাহুল গান্ধিকে সুরাতের জেলা দায়রা আদালত ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে ৷ তাঁকে 2 বছরের সাজার নির্দেশ দেয় ৷ এরপর অবশ্য রাহুল গান্ধি জামিন পেয়ে যান ৷ 2019 সালে লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে মোদি সম্পর্কিত একটি মন্তব্যের জেরে এই গুজরাতের বিজেপি বিধায়ক মানহানির মামলা করেছিলেন ৷

  • Delhi |Congress leaders Priyanka Gandhi Vadra, Jairam Ramesh, KC Venugopal and other leaders leave from the residence of party president Mallikarjun Kharge

    Congress party is holding a day-long Sankalp Satyagraha at Rajghat to protest against disqualification of Rahul Gandhi as… pic.twitter.com/lFDm23ZleK

    — ANI (@ANI) March 26, 2023 " '="" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর ফলে 53 বছর বয়সি চার বারের বিধায়ক 8 বছরের জন্য বিধানসভা নির্বাচনে লড়তে পারবেন না ৷ যদি না তিনি উচ্চআদালতে গিয়ে এই জেলা দায়রা আদালতের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ পান ৷ তবে তিনি এই ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আঙুল তুলেছেন ৷ সাংসদ পদ খারিজ হওয়ার পর শনিবার প্রথম সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ সেখানে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তাঁকে ভয় পেয়েছেন ৷ তিনি লোকসভায় আাদনিকে নিয়ে পরবর্তী বক্তৃতা দিতেন ৷ তার আগে রাহুলের সাংসদ পদ বাতিল হয়েছে ৷ তবে তিনি একা নন ৷ সত্যের পথে, লড়াইয়ের পথে লক্ষ লক্ষ কংগ্রেস নেতা-কর্মী ও অন্য দলগুলিরও তাঁর সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন নেতা রাহুল ৷

আরও পড়ুন: কর্ণাটকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, টিকিট পেলেন সিদ্দারামাইয়া-শিবকুমার

নয়াদিল্লি, 26 মার্চ: আজ দিনভর 'সত্যাগ্রহ' পালন করবে কংগ্রেস ৷ রবিবার গান্ধি মূর্তির পাদদেশে বসবেন কংগ্রেস নেতারা ৷ সব রাজ্য এবং জেলার প্রতিটি কংগ্রেসের প্রধান কার্যালয়ে কংগ্রেসের নেতা-কর্মীরা সত্যাগ্রহ করবেন ৷ লোকসভা থেকে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়েছে ৷ তার প্রতিবাদে কংগ্রেসের দিনভর এই কর্মসূচি (The Congress will hold a day-long 'Satyagraha' in front of Gandhi statues at all states and district headquarters) ৷

জানা গিয়েছে, আজ সকাল 10টা থেকে সত্যাগ্রহ শুরু হবে ৷ চলবে বিকেল 5টা পর্যন্ত ৷ রাজধানীতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা রাজঘাটে ধরনায় বসবেন ৷ শুক্রবার রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ বৃহস্পতিবার রাহুল গান্ধিকে সুরাতের জেলা দায়রা আদালত ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে ৷ তাঁকে 2 বছরের সাজার নির্দেশ দেয় ৷ এরপর অবশ্য রাহুল গান্ধি জামিন পেয়ে যান ৷ 2019 সালে লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে মোদি সম্পর্কিত একটি মন্তব্যের জেরে এই গুজরাতের বিজেপি বিধায়ক মানহানির মামলা করেছিলেন ৷

  • Delhi |Congress leaders Priyanka Gandhi Vadra, Jairam Ramesh, KC Venugopal and other leaders leave from the residence of party president Mallikarjun Kharge

    Congress party is holding a day-long Sankalp Satyagraha at Rajghat to protest against disqualification of Rahul Gandhi as… pic.twitter.com/lFDm23ZleK

    — ANI (@ANI) March 26, 2023 " '="" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর ফলে 53 বছর বয়সি চার বারের বিধায়ক 8 বছরের জন্য বিধানসভা নির্বাচনে লড়তে পারবেন না ৷ যদি না তিনি উচ্চআদালতে গিয়ে এই জেলা দায়রা আদালতের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ পান ৷ তবে তিনি এই ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আঙুল তুলেছেন ৷ সাংসদ পদ খারিজ হওয়ার পর শনিবার প্রথম সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ সেখানে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তাঁকে ভয় পেয়েছেন ৷ তিনি লোকসভায় আাদনিকে নিয়ে পরবর্তী বক্তৃতা দিতেন ৷ তার আগে রাহুলের সাংসদ পদ বাতিল হয়েছে ৷ তবে তিনি একা নন ৷ সত্যের পথে, লড়াইয়ের পথে লক্ষ লক্ষ কংগ্রেস নেতা-কর্মী ও অন্য দলগুলিরও তাঁর সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন নেতা রাহুল ৷

আরও পড়ুন: কর্ণাটকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, টিকিট পেলেন সিদ্দারামাইয়া-শিবকুমার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.