ETV Bharat / bharat

Jawaharlal Nehru Anniversary: সংসদে নেহরুকে শ্রদ্ধা জানাতে গরহাজির কেন্দ্রীয় মন্ত্রীরা, নিন্দায় সরব কংগ্রেস-তৃণমূল

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন যদিও সাফ জানিয়েছেন, কেন্দ্রের এই আচরণে একটুও বিস্মিত নন তিনি ৷ টুইটারে ডেরেক লেখেন, ‘‘আজ কাল আর কিছুই বিস্মিত করে না ৷ সংসদ-সহ দেশের মহান প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়াই আসল উদ্দেশ্য ৷’’

author img

By

Published : Nov 14, 2021, 5:41 PM IST

congress-tmc-slams-centre-for-skipping-jawaharlal-nehrus-anniversary-in-parliament
রবিবার সংসদে নেহরুকে শ্রদ্ধা জানাতে হাজির কংগ্রেস সাংসদরা ।

নয়াদিল্লি, 14 নভেম্বর: এক লাইনে দায়সারা শ্রদ্ধা জানানোর অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে । এবার জন্মবার্ষিকীতে দেশের প্রথম প্রধানমন্ত্রী তথা দেশের স্বাধীনতার অন্যতম কারিগর জওহরলাল নেহরুকে অপমান করার অভিযোগ উঠল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । প্রতি বছর 14 নভেম্বর সংসদে বিশেষ শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন হয় ৷ ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানানো হয় নেহরুকে ৷ এবার সেখানে কেন্দ্রের কোনও প্রথম সারির মন্ত্রীকে তো দেখা যায়নি-ই, দেখা মেলেনি রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লারও ৷

রবিবার নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষে সংসদে হাজির হন কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা । কিন্তু শাসকদল বিজেপির তরফে কাউকে দেখা যায়নি । তাতেই ক্ষোভ উগরে দেন সকলে । কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ টুইটারে লেখেন, ‘সংসদের সেন্ট্রাল হলে যাঁদের ছবি ঝুলছে, প্রথা মেনে তাঁদের জন্মবার্ষিকী পালিত হয় ৷ আজ সংসদে এক আসাধারণ দৃশ্য দেখলাম ৷ লোকসভার স্পিকার অনুপস্থিত ৷ গরহাজির রাজ্যসভার চেয়ারম্যানও ৷ একজন মন্ত্রীও নেই ৷ এর থেকে নিষ্ঠুর কি কিছু হতে পারে ?’’

আরও পড়ুন: ED-CBI : পাঁচ বছর পর্যন্ত ইডি, সিবিআই প্রধানদের মেয়াদ বাড়ল

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন যদিও সাফ জানিয়েছেন, কেন্দ্রে এই আচরণে একটুও বিস্মিত নন তিনি ৷ টুইটারে ডেরেক লেখেন, ‘‘আজ কাল আর কিছুই বিস্মিত করে না ৷ সংসদ-সহ দেশের মহান প্রতিষ্ঠানগুলিতে ধ্বংস করে দেওয়াই আসল উদ্দেশ্য ৷’’

  • Extraordinary scene today in Parliament at the traditional function to mark the birth anniversary of those whose portraits adorn the Central Hall. Speaker Lok Sabha absent. Chairman Rajya Sabha absent. Not a single Minister present. Can it get more atrocious than this?!

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) November 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন সকালে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রের তরফে একমাত্র ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং বর্মা হাজির ছিলেন ৷ যদিও সনিয়া গান্ধি-সহ কংগ্রেস, তৃণমূল এবং বিরোধী শিবিরের অনেক সাংসদই হাজির ছিলেন ৷ 1966 সালের 5 মে সংসদভবনের সেন্ট্রাল হলে নেহরুর ওই ছবিটির উদ্বোধন করেন দেশের তৎকালীন রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণ ৷ তারপর থেকে প্রতি বছরই জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের প্রথা চলে আসছে ৷ সব দলের মন্ত্রী-সাংসদরাই তাতে অংশ নেন ৷ এই প্রথম তাতে ছেদ পড়ল ৷

আরও পড়ুন: Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, বাড়ি থেকে সরকারি কাজের ফরমান

তবে এই প্রথম নয়, সাম্প্রতিক কালে একাধিক বার নেহরুর অবমাননার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে ৷ দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ তার জন্য বিশেষ পোস্টার তৈরি করে সংসদে টাঙানো হয় । কিন্তু তাতে মহাত্মা গান্ধি, সর্দার প্যাটেল, সুভাষচন্দ্র, ভগৎ সিং, আম্বেডকরের পাশাপাশি বিনায়ক সাভারকরের ছবি থাকলেও, নেহরুর ছবি রাখা হয়নি । তা নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়ে কেন্দ্র ।

এদিনে টুইটারে নেহরুর উদ্ধেশে এক লাইন লিখে শ্রদ্ধা জানাতে দেখা যায় শুধুমাত্র মোদি, রাজনাথ সিং এবং নিতিন গডকড়ীকে ।

নয়াদিল্লি, 14 নভেম্বর: এক লাইনে দায়সারা শ্রদ্ধা জানানোর অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে । এবার জন্মবার্ষিকীতে দেশের প্রথম প্রধানমন্ত্রী তথা দেশের স্বাধীনতার অন্যতম কারিগর জওহরলাল নেহরুকে অপমান করার অভিযোগ উঠল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । প্রতি বছর 14 নভেম্বর সংসদে বিশেষ শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন হয় ৷ ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানানো হয় নেহরুকে ৷ এবার সেখানে কেন্দ্রের কোনও প্রথম সারির মন্ত্রীকে তো দেখা যায়নি-ই, দেখা মেলেনি রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লারও ৷

রবিবার নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষে সংসদে হাজির হন কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা । কিন্তু শাসকদল বিজেপির তরফে কাউকে দেখা যায়নি । তাতেই ক্ষোভ উগরে দেন সকলে । কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ টুইটারে লেখেন, ‘সংসদের সেন্ট্রাল হলে যাঁদের ছবি ঝুলছে, প্রথা মেনে তাঁদের জন্মবার্ষিকী পালিত হয় ৷ আজ সংসদে এক আসাধারণ দৃশ্য দেখলাম ৷ লোকসভার স্পিকার অনুপস্থিত ৷ গরহাজির রাজ্যসভার চেয়ারম্যানও ৷ একজন মন্ত্রীও নেই ৷ এর থেকে নিষ্ঠুর কি কিছু হতে পারে ?’’

আরও পড়ুন: ED-CBI : পাঁচ বছর পর্যন্ত ইডি, সিবিআই প্রধানদের মেয়াদ বাড়ল

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন যদিও সাফ জানিয়েছেন, কেন্দ্রে এই আচরণে একটুও বিস্মিত নন তিনি ৷ টুইটারে ডেরেক লেখেন, ‘‘আজ কাল আর কিছুই বিস্মিত করে না ৷ সংসদ-সহ দেশের মহান প্রতিষ্ঠানগুলিতে ধ্বংস করে দেওয়াই আসল উদ্দেশ্য ৷’’

  • Extraordinary scene today in Parliament at the traditional function to mark the birth anniversary of those whose portraits adorn the Central Hall. Speaker Lok Sabha absent. Chairman Rajya Sabha absent. Not a single Minister present. Can it get more atrocious than this?!

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) November 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন সকালে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রের তরফে একমাত্র ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী ভানুপ্রতাপ সিং বর্মা হাজির ছিলেন ৷ যদিও সনিয়া গান্ধি-সহ কংগ্রেস, তৃণমূল এবং বিরোধী শিবিরের অনেক সাংসদই হাজির ছিলেন ৷ 1966 সালের 5 মে সংসদভবনের সেন্ট্রাল হলে নেহরুর ওই ছবিটির উদ্বোধন করেন দেশের তৎকালীন রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণ ৷ তারপর থেকে প্রতি বছরই জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের প্রথা চলে আসছে ৷ সব দলের মন্ত্রী-সাংসদরাই তাতে অংশ নেন ৷ এই প্রথম তাতে ছেদ পড়ল ৷

আরও পড়ুন: Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, বাড়ি থেকে সরকারি কাজের ফরমান

তবে এই প্রথম নয়, সাম্প্রতিক কালে একাধিক বার নেহরুর অবমাননার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে ৷ দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ তার জন্য বিশেষ পোস্টার তৈরি করে সংসদে টাঙানো হয় । কিন্তু তাতে মহাত্মা গান্ধি, সর্দার প্যাটেল, সুভাষচন্দ্র, ভগৎ সিং, আম্বেডকরের পাশাপাশি বিনায়ক সাভারকরের ছবি থাকলেও, নেহরুর ছবি রাখা হয়নি । তা নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়ে কেন্দ্র ।

এদিনে টুইটারে নেহরুর উদ্ধেশে এক লাইন লিখে শ্রদ্ধা জানাতে দেখা যায় শুধুমাত্র মোদি, রাজনাথ সিং এবং নিতিন গডকড়ীকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.