বেঙ্গালুরু, 7 মে: আগামী 10 মে রাজ্য়ের বিধানসভা নির্বাচন ৷ তার আগে শেষ মুহূর্তের প্রচার সমাবেশ থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রচারের সময়সীমা যতই কমছে রাজনৈতিক বক্তব্যে ঝাঁঝ ততই বাড়াচ্ছে বিজেপি ৷ কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার অভিযোগ করেন, ভারত থেকে কর্ণাটককে 'বিচ্ছিন্ন' করার জন্য প্রকাশ্যে সরব হয়েছে কংগ্রেস ৷ এর ফলে বিচ্ছিন্নতাবাদী শক্তিরা মদত পাচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী ৷
এদিনও রোড-শোয়ে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ যদিও সর্বভারতীয় নিট (NEET) পরীক্ষা থাকায় রোড-শোয়ের সময় এবং দূরত্বও কমিয়ে দেন মোদি ৷ পরে নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে আক্রমণ করে তিনি অভিযোগ করেন, "টুকরে-টুকরে গ্যাংযের রোগ কংগ্রেসের শীর্ষ স্তরে পৌঁছে গিয়েছে।" সেইসঙ্গে তিনি বলেন, "যখন ভারত বিরোধী বা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করার কথা আসে, তখন কংগ্রেসের 'রাজপরিবার' সবার আগে থাকবে।" শুধু তাই নয়, তিনি কর্ণাটকের রাজনীতির ময়দানে বেশ কিছু গুরুতর বিষয় নিয়ে কথা বলতে চাইছেন বলে জানান মোদি ৷ নিজের 'হৃদয়ে অনেক ব্যথা'র কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এই ধরনের খেলাকে কখনই ক্ষমা করবেন না। এই পরিবার (কংগ্রেস), দেশের রাজনীতিতে প্রভাব ফেলতে, বিদেশী শক্তিকে হস্তক্ষেপ করতে ক্রমাগত উৎসাহিত করছে ৷"
এদিন মইসুরু জেলার জনসভায় ভাষণ দেওয়ার সময়, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে গোপনে বিদেশী কূটনীতিকদের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও দাবি করেন মোদি। যারা ভারতকে ঘৃণা করে, বারবার ভারতের সার্বভৌমত্বকে অপমান করে, দেশের অসম্মান হয় এমন কর্মকাণ্ডে লিপ্ত হন, তাদের সঙ্গে কংগ্রেসের সখ্যতা বেশি বলে জানান তিনি ৷ এর জন্য দল এবং নেতৃত্ব লজ্জিত নন বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "এই কর্ণাটক নির্বাচনে কংগ্রেসের শাহী পরিবার এক ধাপ এগিয়ে সমস্ত সীমা শুধু লঙ্ঘন করেনি, দেশের ভাবাবেগেও আঘাত করেছে ৷" সেই সঙ্গে মোদি বলেন, "শুধু কর্ণাটক নয়, আমি পুরো দেশকে বলতে চাই, এই নির্বাচনে কংগ্রেস নেতারা শনিবার কর্ণাটকে এসে বলেছেন, যে তাঁরা কর্ণাটকের সার্বভৌমত্ব রক্ষা করতে চাইছেন। তাঁরা এত বছর ধরে সংসদে বসেছে, তাঁরা ভারতের সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিয়েছে, এরপরও তাঁরা এই কথা বলেছে !"
প্রধানমন্ত্রীর কথায়, "যখন একটি দেশ স্বাধীন হয় তখন সেই দেশকে সার্বভৌম দেশ বলা হয়। কংগ্রেস যা বলছে তার অর্থ হল যে তারা বিশ্বাস করে কর্ণাটক ভারত থেকে আলাদা !” যদিও এক্ষেত্রে কারও নাম উল্লেখ করেননি মোদি ৷ এরপরই অবশ্য কংগ্রেসের এই বক্তব্য জনগণ অনুমোদন করছেন কি না, জানতে চাওয়ার পাশাপাশি এই ধরনের বক্তব্যের জন্য কংগ্রেসকে মানুষ শাস্তি দেবে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "কংগ্রেস কর্ণাটককে ভারত থেকে আলাদা করার জন্য খোলাখুলিভাবে বলছে ৷ আমি কখনই ভাবিনি যে টুকরে-টুকরে গ্যাংয়ের রোগ কংগ্রেসের শীর্ষ স্তরে পৌঁছে যাবে ৷"
কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা কন্নড় যোদ্ধাদের অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মোদি ৷ এর ব্যাখ্য করে মোদি জানান, কংগ্রেসের বক্তব্য ভারতের স্বাধীনতার জন্য যে কন্নড়বাসীরা অবদান রেখেছে, তাঁদের দেশপ্রেমের অবমাননা করেছে কংগ্রেস। মোদি বলেন, "প্রতিটি কর্ণাটকবাসীর জন্য, কর্ণাটক মা এবং তাকে 'ভারত মা'-এর কন্যা হিসাবে বর্ণনা করা হয়েছে। আমি তাঁদের অনুভূতি অনুভব করতে পারি। কর্ণাটকের অনুভূতিকে অপমান করা রাজ্যের সংস্কৃতি এবং গর্বকে অপমান করার সামিল ৷"
আরও পড়ুন: জি-20 সামিটের আগে পুলওয়ামায় উদ্ধার প্রচুর বিস্ফোরক