ETV Bharat / bharat

Congress on Modi Govt 9 years: 9 বছরে মোদি সরকার একটিও কথা রাখেনি, আক্রমণ কংগ্রেসের - Modi Government on completion of 9 years

আজ কেন্দ্রের মোদি সরকারের ন'বছর পূর্তি ৷ 2014 সালে এদিন কংগ্রেসকে হঠিয়ে ভারতের মসনদে এসেছিল বিজেপি সরকার ৷ এরপর 2019 সালে দ্বিতীয়বারও তারাই সরকার গড়েছে ৷ আরও একবার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
মোদি সরকারের 9 বছর
author img

By

Published : May 26, 2023, 12:15 PM IST

Updated : May 26, 2023, 1:34 PM IST

নয়াদিল্লি, 26 মে: আজ মোদি সরকারের ন'বছর পূর্তি ৷ এ নিয়ে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে বিঁধল বিরোধী কংগ্রেস ৷ কংগ্রেস সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে নিয়ে একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করে ৷ তাতে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে । দেশের সামগ্রিক উন্নয়ন থেকে শুরু কতরে নানা বিষয়ে তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস ।

মোদি সরকারের এই ন'বছরের শাসনকালকে 'ব্যর্থ' বলে উল্লেখ করেছে দেশের প্রাচীনতম দলটি ৷ তাদের মতে, এই সময়টি দেশের জন্য দুর্দশার 9টি বছর ৷ এই 9 বছরে মানুষ মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বেকারত্বের সঙ্গে লড়েছে ৷ আর একনায়কতন্ত্রের সিদ্ধান্তের সঙ্গেও যুঝতে হয়েছে ৷ মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে মোদি সরকার ক্ষমতায় এসেছে ৷ তারা এই ন'বছরে একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি ৷ শুধু তারিখের পর তারিখ দিয়ে গিয়েছে ৷ এর উদাহরণ হিসেবে কংগ্রেস উল্লেখ করেছে- সরকার গড়ার আগে বিজেপি কথা দিয়েছিল, 2022 সালে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে ৷ 2022 সালে দেশের সব নাগরিক নিজের বাড়ি পাবে ৷ প্রতি বছর 2 কোটি কর্মসংস্থান ৷ কালোটাকা উদ্ধার করে 15 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ৷ তবে 9 বছর শেষে কাজের কাজ হয়নি ৷

কংগ্রেস আরও লিখেছে, মোদি সরকারের মিথ্যে গুনতে বসলে তা গুনতে গুনতে অনেক অনেক দিন কেটে যাবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করেননি ৷ উলটে দেশকে সমস্যার মধ্যে ফেলেছে । মোদির নোটবন্দির সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বিরোধী কংগ্রেস অর্থব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ৷ নোট জমা দিতে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে ৷ এরপর জিএসটি ৷ একে কংগ্রেস 'গব্বর সিং ট্যাক্স' বলে অভিহিত করেছে ৷ সামাজিক মাধ্যমে মোদির এই সিদ্ধান্তকে নিয়ে লিখেছে, গব্বর সিংয়ের ট্যাক্সে ব্যবসায়ীদের ক্ষতির মুখোমুখি হতে হয়েছে ৷

  • आज मोदी सरकार को 9 साल हो गए। ये 'नाकामी के 9 साल' हैं। देश की बदहाली के 9 साल हैं।

    इन 9 वर्षों में लोगों को महंगाई, बेरोजगारी और तानाशाही फैसलों की मार झेलनी पड़ी।

    जुमलों के दम पर सत्ता में आई मोदी सरकार ने अपना एक भी वादा पूरा नहीं किया। बस तारीख पर तारीख देते रहे।

    जैसे-
    •…

    — Congress (@INCIndia) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর অগ্নবীর প্রকল্প নিয়েও আক্রমণ শানিয়েছে কংগ্রেস ৷ এই প্রসঙ্গে তাদের অভিযোগ, অগ্নিবীরের জন্য অনেক তরুণের স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছে ৷ তারা যখন প্রতিবাদ করছিল, তখন তাদের ভয় দেখানো হয় যে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হবে ৷ উল্লেখ্য, এই প্রথম নয় প্রথম থেকেই অগ্নীবীর প্রকল্প নিয়ে আক্রমণ করেছে কংগ্রেস । এবার মোদি সরকারের নবম বর্ষপূর্তিতেও এই প্রসঙ্গে আক্রমণ করল কংগ্রেস।

আরও পড়ুন: নতুন সংসদ ভবনের অনুষ্ঠান বয়কট! ঐক্যবদ্ধ কংগ্রেস-তৃণমূল সহ 19টি দল

বাদ যায়নি বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানের প্রসঙ্গ ৷ এ নিয়ে কংগ্রেস কটাক্ষ করে, কেউ প্রতিবাদ করলেই তাকে দাবিয়ে দিতে হবে ৷ জেলে ভরে দেওয়া হবে, বুলডোজার চালিয়ে দেবে ৷ ইডি, সিবিআইয়ের ভয় দেখাও ৷ অর্থ দিয়ে সরকার কিনে নিয়ে লোকতন্ত্রের হত্যা করে দাও ৷ পাশাপাশি ন'বছরের সময়কালে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে ইতিমধ্যে উত্তাল হয়েছে সংসদ থেকে শুরু করে দেশ ৷ কংগ্রেসের অভিযোগ, দেশের বন্দর থেকে শুরু করে বিমানবন্দর, বড় বড় প্রজেক্ট মোদির 'মিত্র'কে বিক্রি করে দেওয়া হয় ৷

চিন-ভারত আন্তর্জাতিক সীমান্ত সমস্যার সমাধান মেলেনি ৷ প্রায়শই অরুণাচল প্রদেশ, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় চিনের পিএলএ বাহিনীর জবরদখলের খবর সামনে আসে ৷ এ প্রসঙ্গে কংগ্রেস মনে করিয়ে দেয়, আগে চিনকে লাল চোখ দেখানোর কথা শোনা গিয়েছিল ৷ শেষে তা লাল শার্টে গিয়ে পৌঁছে গিয়েছে বলে কটাক্ষ কংগ্রেসের ।

নয়াদিল্লি, 26 মে: আজ মোদি সরকারের ন'বছর পূর্তি ৷ এ নিয়ে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে বিঁধল বিরোধী কংগ্রেস ৷ কংগ্রেস সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে নিয়ে একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করে ৷ তাতে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে । দেশের সামগ্রিক উন্নয়ন থেকে শুরু কতরে নানা বিষয়ে তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস ।

মোদি সরকারের এই ন'বছরের শাসনকালকে 'ব্যর্থ' বলে উল্লেখ করেছে দেশের প্রাচীনতম দলটি ৷ তাদের মতে, এই সময়টি দেশের জন্য দুর্দশার 9টি বছর ৷ এই 9 বছরে মানুষ মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বেকারত্বের সঙ্গে লড়েছে ৷ আর একনায়কতন্ত্রের সিদ্ধান্তের সঙ্গেও যুঝতে হয়েছে ৷ মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে মোদি সরকার ক্ষমতায় এসেছে ৷ তারা এই ন'বছরে একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি ৷ শুধু তারিখের পর তারিখ দিয়ে গিয়েছে ৷ এর উদাহরণ হিসেবে কংগ্রেস উল্লেখ করেছে- সরকার গড়ার আগে বিজেপি কথা দিয়েছিল, 2022 সালে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে ৷ 2022 সালে দেশের সব নাগরিক নিজের বাড়ি পাবে ৷ প্রতি বছর 2 কোটি কর্মসংস্থান ৷ কালোটাকা উদ্ধার করে 15 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ৷ তবে 9 বছর শেষে কাজের কাজ হয়নি ৷

কংগ্রেস আরও লিখেছে, মোদি সরকারের মিথ্যে গুনতে বসলে তা গুনতে গুনতে অনেক অনেক দিন কেটে যাবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করেননি ৷ উলটে দেশকে সমস্যার মধ্যে ফেলেছে । মোদির নোটবন্দির সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বিরোধী কংগ্রেস অর্থব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ৷ নোট জমা দিতে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে ৷ এরপর জিএসটি ৷ একে কংগ্রেস 'গব্বর সিং ট্যাক্স' বলে অভিহিত করেছে ৷ সামাজিক মাধ্যমে মোদির এই সিদ্ধান্তকে নিয়ে লিখেছে, গব্বর সিংয়ের ট্যাক্সে ব্যবসায়ীদের ক্ষতির মুখোমুখি হতে হয়েছে ৷

  • आज मोदी सरकार को 9 साल हो गए। ये 'नाकामी के 9 साल' हैं। देश की बदहाली के 9 साल हैं।

    इन 9 वर्षों में लोगों को महंगाई, बेरोजगारी और तानाशाही फैसलों की मार झेलनी पड़ी।

    जुमलों के दम पर सत्ता में आई मोदी सरकार ने अपना एक भी वादा पूरा नहीं किया। बस तारीख पर तारीख देते रहे।

    जैसे-
    •…

    — Congress (@INCIndia) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর অগ্নবীর প্রকল্প নিয়েও আক্রমণ শানিয়েছে কংগ্রেস ৷ এই প্রসঙ্গে তাদের অভিযোগ, অগ্নিবীরের জন্য অনেক তরুণের স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছে ৷ তারা যখন প্রতিবাদ করছিল, তখন তাদের ভয় দেখানো হয় যে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হবে ৷ উল্লেখ্য, এই প্রথম নয় প্রথম থেকেই অগ্নীবীর প্রকল্প নিয়ে আক্রমণ করেছে কংগ্রেস । এবার মোদি সরকারের নবম বর্ষপূর্তিতেও এই প্রসঙ্গে আক্রমণ করল কংগ্রেস।

আরও পড়ুন: নতুন সংসদ ভবনের অনুষ্ঠান বয়কট! ঐক্যবদ্ধ কংগ্রেস-তৃণমূল সহ 19টি দল

বাদ যায়নি বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানের প্রসঙ্গ ৷ এ নিয়ে কংগ্রেস কটাক্ষ করে, কেউ প্রতিবাদ করলেই তাকে দাবিয়ে দিতে হবে ৷ জেলে ভরে দেওয়া হবে, বুলডোজার চালিয়ে দেবে ৷ ইডি, সিবিআইয়ের ভয় দেখাও ৷ অর্থ দিয়ে সরকার কিনে নিয়ে লোকতন্ত্রের হত্যা করে দাও ৷ পাশাপাশি ন'বছরের সময়কালে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে ইতিমধ্যে উত্তাল হয়েছে সংসদ থেকে শুরু করে দেশ ৷ কংগ্রেসের অভিযোগ, দেশের বন্দর থেকে শুরু করে বিমানবন্দর, বড় বড় প্রজেক্ট মোদির 'মিত্র'কে বিক্রি করে দেওয়া হয় ৷

চিন-ভারত আন্তর্জাতিক সীমান্ত সমস্যার সমাধান মেলেনি ৷ প্রায়শই অরুণাচল প্রদেশ, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় চিনের পিএলএ বাহিনীর জবরদখলের খবর সামনে আসে ৷ এ প্রসঙ্গে কংগ্রেস মনে করিয়ে দেয়, আগে চিনকে লাল চোখ দেখানোর কথা শোনা গিয়েছিল ৷ শেষে তা লাল শার্টে গিয়ে পৌঁছে গিয়েছে বলে কটাক্ষ কংগ্রেসের ।

Last Updated : May 26, 2023, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.