ETV Bharat / bharat

Congress Candidates List: ছত্তীশগড়, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের

Congress Releases First Candidates List: কংগ্রেস মধ্যপ্রদেশ নির্বাচনের জন্য 144 জন, ছত্তীশগড় নির্বাচনের জন্য 30 জন এবং আগামী মাসে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য আরও 55 জনের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ।

Congress Candidates List
কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 11:35 AM IST

নয়াদিল্লি, 15 অক্টোবর: মধ্যপ্রদেশ, ছত্তীশগড় ও তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করল কংগ্রেস । রবিবার তারা প্রথম তালিকায় মধ্যপ্রদেশ নির্বাচনের জন্য 144 জন প্রার্থী, ছত্তিশগড় নির্বাচনের জন্য 30 জন প্রার্থী এবং আগামী মাসে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য 55 জন প্রার্থী ঘোষণা করেছে ।

মধ্যপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিসিসি প্রধান কমলনাথকে তাঁর ছিন্দওয়ারা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস । প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং-এর ছেলে জয়বর্ধন সিং রাঘিগাঠ আসন থেকে প্রার্থী হয়েছেন । আগের কমলনাথ সরকারের মন্ত্রী ছিলেন তিনি ।

ছত্তীশগড়ে দল তাদের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে তাঁর পাটান বিধানসভা কেন্দ্র থেকে এবং উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেওকে অম্বিকাপুর বিধানসভা আসন থেকে প্রার্থী করেছে । তেলেঙ্গানায় দল প্রদেশ কংগ্রেসের প্রধান অনুমালা রেভান্থ রেড্ডিকে কোদাঙ্গাল বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে এবং সিএলপি নেতা ভাট্টি বিক্রমার্কা মাল্লুকে মাধিরা-এসসি আসন থেকে প্রার্থী করা হয়েছে ।

আরও পড়ল: ভোটার মাত্র 5, ছত্তিশগড়ে দেশের সবচেয়ে ছোট ভোট কেন্দ্র

ছত্তিশগড় বিধানসভা নির্বাচন দুই দফায় 7 এবং 17 নভেম্বর অনুষ্ঠিত হবে, মধ্যপ্রদেশ নির্বাচন 17 নভেম্বর অনুষ্ঠিত হবে । তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন 30 নভেম্বর অনুষ্ঠিত হবে । ফলাফল 3 ডিসেম্বর ঘোষণা করা হবে ।

ছত্তিশগড়ে কংগ্রেস দল ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে পুরনো নেতাদের মধ্যে যোগ্য বিধায়কদের টিকিট বাতিল করা হবে না । হাইপ্রোফাইল আসন বাদে অন্যান্য আসনে প্রার্থী বাছাই দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । যে বিধায়করা বহুবার ধারাবাহিকভাবে নির্বাচনে জিতে আসছেন তাঁদের নির্বাচনের বিষয়ে অনেক সভাও করেছে কংগ্রেস ।

নয়াদিল্লি, 15 অক্টোবর: মধ্যপ্রদেশ, ছত্তীশগড় ও তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করল কংগ্রেস । রবিবার তারা প্রথম তালিকায় মধ্যপ্রদেশ নির্বাচনের জন্য 144 জন প্রার্থী, ছত্তিশগড় নির্বাচনের জন্য 30 জন প্রার্থী এবং আগামী মাসে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য 55 জন প্রার্থী ঘোষণা করেছে ।

মধ্যপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিসিসি প্রধান কমলনাথকে তাঁর ছিন্দওয়ারা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস । প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং-এর ছেলে জয়বর্ধন সিং রাঘিগাঠ আসন থেকে প্রার্থী হয়েছেন । আগের কমলনাথ সরকারের মন্ত্রী ছিলেন তিনি ।

ছত্তীশগড়ে দল তাদের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে তাঁর পাটান বিধানসভা কেন্দ্র থেকে এবং উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেওকে অম্বিকাপুর বিধানসভা আসন থেকে প্রার্থী করেছে । তেলেঙ্গানায় দল প্রদেশ কংগ্রেসের প্রধান অনুমালা রেভান্থ রেড্ডিকে কোদাঙ্গাল বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে এবং সিএলপি নেতা ভাট্টি বিক্রমার্কা মাল্লুকে মাধিরা-এসসি আসন থেকে প্রার্থী করা হয়েছে ।

আরও পড়ল: ভোটার মাত্র 5, ছত্তিশগড়ে দেশের সবচেয়ে ছোট ভোট কেন্দ্র

ছত্তিশগড় বিধানসভা নির্বাচন দুই দফায় 7 এবং 17 নভেম্বর অনুষ্ঠিত হবে, মধ্যপ্রদেশ নির্বাচন 17 নভেম্বর অনুষ্ঠিত হবে । তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন 30 নভেম্বর অনুষ্ঠিত হবে । ফলাফল 3 ডিসেম্বর ঘোষণা করা হবে ।

ছত্তিশগড়ে কংগ্রেস দল ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে পুরনো নেতাদের মধ্যে যোগ্য বিধায়কদের টিকিট বাতিল করা হবে না । হাইপ্রোফাইল আসন বাদে অন্যান্য আসনে প্রার্থী বাছাই দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । যে বিধায়করা বহুবার ধারাবাহিকভাবে নির্বাচনে জিতে আসছেন তাঁদের নির্বাচনের বিষয়ে অনেক সভাও করেছে কংগ্রেস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.