ETV Bharat / bharat

রাহুলকে ‘ভারতে বিপর্যয়ের শেষতম ব্যক্তি’ বলায় নির্মলার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস কংগ্রেসের - কংগ্রেস

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে ‘ভারতে বিপর্যয়ের শেষতম ব্যক্তি’ বলে কটাক্ষ করেছিলেন নির্মলা সীতারমন৷ শনিবার লোকসভার অধিবেশন চলাকালীন তিনি এই কটাক্ষ করেন৷ এই নিয়েই কংগ্রেসের তরফে তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস দেওয়া হয়েছে৷

নির্মলা সীতারমন
নির্মলা সীতারমন
author img

By

Published : Feb 13, 2021, 7:05 PM IST

দিল্লি, 13 ফেব্রুয়ারি : লোকসভায় পর পর দু’দিন দু’টি স্বাধীকার ভঙ্গের নোটিস এনেছিল ভারতীয় জনতা পার্টি৷ এবার শাসক দলের বিরুদ্ধেই জমা পড়ল স্বাধীকার ভঙ্গের নোটিস৷ এই ক্ষেত্রে নোটিস দিয়েছে কংগ্রেস৷ স্বাধীকার ভঙ্গের নোটিস জমা পড়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে৷

শনিবার লোকসভায় ছিল বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ের শেষ দিন৷ এদিন লোকসভায় বাজেট অধিবেশন নিয়ে জবাবি ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ সেই ভাষণে তিনি আক্রমণ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে৷ ওয়েনাড়ের সাংসদকে ‘বিপর্যয়ের শেষদিনের ব্যক্তি’ বলে কটাক্ষ করেন৷

তারই প্রেক্ষিতে নির্মলা সীতারমনের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস নিয়ে এল কংগ্রেস৷ লোকসভায় এই নোটিস দিয়েছেন কংগ্রেস সাংসদ টিএম পার্থপান৷ তাঁর দাঁবি, একজন নির্বাচিত সদস্যকে এভাবে বলা আসলে সংসদের স্বাধীকার ভঙ্গ করা৷ কোনও বিরোধী স্বরকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়ার এই প্রবণতাকে বৃদ্ধি পেতে দেওয়া যাবে না৷

এর আগে শুক্রবার রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস এনেছিল বিজেপি৷ বৃহস্পতিবার লোকসভায় ভাষণ দিতে গিয়ে দলের সদস্যদের উদ্দেশ্যে নীরবতা পালনের নির্দেশ দিয়েছিলেন রাহুল৷ কৃষক আন্দোলন করতে গিয়ে মৃত কৃষকদের জন্য এই নীরবতা পালন বলে জানিয়েওছিলেন তিনি৷ তাই তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস দেয় বিজেপি৷

আরও পড়ুন : ‘‘ভারতে বিপর্যয়ের শেষদিনের ব্যক্তি’’, রাহুলকেকটাক্ষ সীতারমনের

প্রসঙ্গত, এদিন নির্মলা সীতারমন কড়া ভাষায় আক্রমণ করেছিলেন রাহুল গান্ধির৷ অভিযোগ করেছিলেন যে একাধিক ইশুতে রাহুল গান্ধি ‘ভুয়ো’ ব্যাখ্যা দিচ্ছেন৷ দেশকে টুকরো করার চেষ্টা চলছে৷ দেশের সাংবিধানিক প্রধানকে ক্রমাগত অপমান করছেন রাহুল৷ দেশকেও অপমান করছেন৷

দিল্লি, 13 ফেব্রুয়ারি : লোকসভায় পর পর দু’দিন দু’টি স্বাধীকার ভঙ্গের নোটিস এনেছিল ভারতীয় জনতা পার্টি৷ এবার শাসক দলের বিরুদ্ধেই জমা পড়ল স্বাধীকার ভঙ্গের নোটিস৷ এই ক্ষেত্রে নোটিস দিয়েছে কংগ্রেস৷ স্বাধীকার ভঙ্গের নোটিস জমা পড়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে৷

শনিবার লোকসভায় ছিল বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ের শেষ দিন৷ এদিন লোকসভায় বাজেট অধিবেশন নিয়ে জবাবি ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ সেই ভাষণে তিনি আক্রমণ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে৷ ওয়েনাড়ের সাংসদকে ‘বিপর্যয়ের শেষদিনের ব্যক্তি’ বলে কটাক্ষ করেন৷

তারই প্রেক্ষিতে নির্মলা সীতারমনের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস নিয়ে এল কংগ্রেস৷ লোকসভায় এই নোটিস দিয়েছেন কংগ্রেস সাংসদ টিএম পার্থপান৷ তাঁর দাঁবি, একজন নির্বাচিত সদস্যকে এভাবে বলা আসলে সংসদের স্বাধীকার ভঙ্গ করা৷ কোনও বিরোধী স্বরকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়ার এই প্রবণতাকে বৃদ্ধি পেতে দেওয়া যাবে না৷

এর আগে শুক্রবার রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস এনেছিল বিজেপি৷ বৃহস্পতিবার লোকসভায় ভাষণ দিতে গিয়ে দলের সদস্যদের উদ্দেশ্যে নীরবতা পালনের নির্দেশ দিয়েছিলেন রাহুল৷ কৃষক আন্দোলন করতে গিয়ে মৃত কৃষকদের জন্য এই নীরবতা পালন বলে জানিয়েওছিলেন তিনি৷ তাই তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস দেয় বিজেপি৷

আরও পড়ুন : ‘‘ভারতে বিপর্যয়ের শেষদিনের ব্যক্তি’’, রাহুলকেকটাক্ষ সীতারমনের

প্রসঙ্গত, এদিন নির্মলা সীতারমন কড়া ভাষায় আক্রমণ করেছিলেন রাহুল গান্ধির৷ অভিযোগ করেছিলেন যে একাধিক ইশুতে রাহুল গান্ধি ‘ভুয়ো’ ব্যাখ্যা দিচ্ছেন৷ দেশকে টুকরো করার চেষ্টা চলছে৷ দেশের সাংবিধানিক প্রধানকে ক্রমাগত অপমান করছেন রাহুল৷ দেশকেও অপমান করছেন৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.