ETV Bharat / bharat

Adhir sent Letter to Birla: আদানি-মোদি ইস্যুতে রাহুলের বক্তব্য বিকৃত করার অভিযোগ, বিড়লাকে চিঠি অধীরের

গত 7 ফেব্রুয়ারি লোকসভায় ভাষণ দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেই ভাষণের একটা অংশ সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন কংগ্রেসের অধীর চৌধুরী (Adhir Chowdhury sent Letter to Om Birla) ৷

Adhir sent Letter to Birla
Adhir sent Letter to Birla
author img

By

Published : Feb 11, 2023, 4:59 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) তরফে আদানি গোষ্ঠী (Adani Group) নিয়ে রিপোর্ট সামনে আসার পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক ৷ এই নিয়ে সরব হয়েছে বিজেপি (BJP) বিরোধী দলগুলি ৷ সংসদে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ কিন্তু তাঁর ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, রাহুলের সেই বক্তব্য বিকৃত করেছেন লোকসভার সেক্রেটারি জেনারেল ৷ বক্তব্য বিকৃতি ও বাক স্বাধীনতাহরণের অভিযোগ এনে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) ।

Adhir sent Letter to Birla
লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন কংগ্রেসের অধীর চৌধুরী

কংগ্রেসের লোকসভার দলনেতা চিঠিতে অভিযোগ করেছেন, "সংবিধানে নির্বাচিত সদস্যদের কথা বলার ক্ষমতা দিয়েছে ভয় বা পক্ষপাত ছাড়া । রাহুল গান্ধি সেটাই করেছিলেন । কিন্তু, তাঁর বক্তৃতার একটি বড় অংশ এমনভাবে সরিয়ে দেওয়া হয়েছে যে পুরো ভাষণটি দুর্বোধ্য হয়ে পড়েছে । সংবিধান নিশ্চিয়তা দেয় যে সংসদে বাক স্বাধীনতা থাকবে । কিন্তু, তা লঙ্ঘন করা হয়েছে । অবিলম্বে ইচ্ছাকৃত ভুল সংশোধন করে প্রকাশ করা হোক ।”

Adhir sent Letter to Birla
লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন কংগ্রেসের অধীর চৌধুরী

গত 7 ফেব্রুয়ারি রাহুল গান্ধি রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে বক্তৃতা করেছিলেন । সেই বক্তৃতা ঘিরেই এই বিকৃতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে চিঠিতে অধীররঞ্জন চৌধুরী ওম বিড়লাকে লিখেছেন, "সংবিধান সংসদে বাক স্বাধীনতার নিশ্চিয়তা দেয় । অনুচ্ছেদ 105(1) এর অধীনে সংসদ সদস্যদের জন্য উপলব্ধ বাক স্বাধীনতা অনুচ্ছেদ 19(1)(a) এর অধীনে নিশ্চিত করে বাক ও মত প্রকাশের স্বাধীনতার । ফলে, জাতীর বৃহত্তর স্বার্থে নির্বাচিত সাংসদরা নানা বিষয়ে কথা বলেন । রাহুল গান্ধিও শাসক দলের বিরুদ্ধে এমন কিছু বলেছেন ৷ জাতির জানা উচিত সত্যিটা । কিন্তু, তা সরিয়ে দেওয়া হয়েছে । তাই, রাহুল গান্ধির ভাষণ সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়া উচিত ।’’

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রী মোদি' কখনও আদানির বিমানে চড়েননি, রাহুলকে কড়া জবাব বিজেপি সাংসদের

কলকাতা, 11 ফেব্রুয়ারি: হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) তরফে আদানি গোষ্ঠী (Adani Group) নিয়ে রিপোর্ট সামনে আসার পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক ৷ এই নিয়ে সরব হয়েছে বিজেপি (BJP) বিরোধী দলগুলি ৷ সংসদে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ কিন্তু তাঁর ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, রাহুলের সেই বক্তব্য বিকৃত করেছেন লোকসভার সেক্রেটারি জেনারেল ৷ বক্তব্য বিকৃতি ও বাক স্বাধীনতাহরণের অভিযোগ এনে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) ।

Adhir sent Letter to Birla
লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন কংগ্রেসের অধীর চৌধুরী

কংগ্রেসের লোকসভার দলনেতা চিঠিতে অভিযোগ করেছেন, "সংবিধানে নির্বাচিত সদস্যদের কথা বলার ক্ষমতা দিয়েছে ভয় বা পক্ষপাত ছাড়া । রাহুল গান্ধি সেটাই করেছিলেন । কিন্তু, তাঁর বক্তৃতার একটি বড় অংশ এমনভাবে সরিয়ে দেওয়া হয়েছে যে পুরো ভাষণটি দুর্বোধ্য হয়ে পড়েছে । সংবিধান নিশ্চিয়তা দেয় যে সংসদে বাক স্বাধীনতা থাকবে । কিন্তু, তা লঙ্ঘন করা হয়েছে । অবিলম্বে ইচ্ছাকৃত ভুল সংশোধন করে প্রকাশ করা হোক ।”

Adhir sent Letter to Birla
লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন কংগ্রেসের অধীর চৌধুরী

গত 7 ফেব্রুয়ারি রাহুল গান্ধি রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে বক্তৃতা করেছিলেন । সেই বক্তৃতা ঘিরেই এই বিকৃতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে চিঠিতে অধীররঞ্জন চৌধুরী ওম বিড়লাকে লিখেছেন, "সংবিধান সংসদে বাক স্বাধীনতার নিশ্চিয়তা দেয় । অনুচ্ছেদ 105(1) এর অধীনে সংসদ সদস্যদের জন্য উপলব্ধ বাক স্বাধীনতা অনুচ্ছেদ 19(1)(a) এর অধীনে নিশ্চিত করে বাক ও মত প্রকাশের স্বাধীনতার । ফলে, জাতীর বৃহত্তর স্বার্থে নির্বাচিত সাংসদরা নানা বিষয়ে কথা বলেন । রাহুল গান্ধিও শাসক দলের বিরুদ্ধে এমন কিছু বলেছেন ৷ জাতির জানা উচিত সত্যিটা । কিন্তু, তা সরিয়ে দেওয়া হয়েছে । তাই, রাহুল গান্ধির ভাষণ সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়া উচিত ।’’

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রী মোদি' কখনও আদানির বিমানে চড়েননি, রাহুলকে কড়া জবাব বিজেপি সাংসদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.