কলকাতা, 11 ফেব্রুয়ারি: হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) তরফে আদানি গোষ্ঠী (Adani Group) নিয়ে রিপোর্ট সামনে আসার পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক ৷ এই নিয়ে সরব হয়েছে বিজেপি (BJP) বিরোধী দলগুলি ৷ সংসদে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ কিন্তু তাঁর ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, রাহুলের সেই বক্তব্য বিকৃত করেছেন লোকসভার সেক্রেটারি জেনারেল ৷ বক্তব্য বিকৃতি ও বাক স্বাধীনতাহরণের অভিযোগ এনে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) ।
কংগ্রেসের লোকসভার দলনেতা চিঠিতে অভিযোগ করেছেন, "সংবিধানে নির্বাচিত সদস্যদের কথা বলার ক্ষমতা দিয়েছে ভয় বা পক্ষপাত ছাড়া । রাহুল গান্ধি সেটাই করেছিলেন । কিন্তু, তাঁর বক্তৃতার একটি বড় অংশ এমনভাবে সরিয়ে দেওয়া হয়েছে যে পুরো ভাষণটি দুর্বোধ্য হয়ে পড়েছে । সংবিধান নিশ্চিয়তা দেয় যে সংসদে বাক স্বাধীনতা থাকবে । কিন্তু, তা লঙ্ঘন করা হয়েছে । অবিলম্বে ইচ্ছাকৃত ভুল সংশোধন করে প্রকাশ করা হোক ।”
গত 7 ফেব্রুয়ারি রাহুল গান্ধি রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে বক্তৃতা করেছিলেন । সেই বক্তৃতা ঘিরেই এই বিকৃতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে চিঠিতে অধীররঞ্জন চৌধুরী ওম বিড়লাকে লিখেছেন, "সংবিধান সংসদে বাক স্বাধীনতার নিশ্চিয়তা দেয় । অনুচ্ছেদ 105(1) এর অধীনে সংসদ সদস্যদের জন্য উপলব্ধ বাক স্বাধীনতা অনুচ্ছেদ 19(1)(a) এর অধীনে নিশ্চিত করে বাক ও মত প্রকাশের স্বাধীনতার । ফলে, জাতীর বৃহত্তর স্বার্থে নির্বাচিত সাংসদরা নানা বিষয়ে কথা বলেন । রাহুল গান্ধিও শাসক দলের বিরুদ্ধে এমন কিছু বলেছেন ৷ জাতির জানা উচিত সত্যিটা । কিন্তু, তা সরিয়ে দেওয়া হয়েছে । তাই, রাহুল গান্ধির ভাষণ সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়া উচিত ।’’
আরও পড়ুন: 'প্রধানমন্ত্রী মোদি' কখনও আদানির বিমানে চড়েননি, রাহুলকে কড়া জবাব বিজেপি সাংসদের