ETV Bharat / bharat

Prashant Kishor : পিকেকে দলে নেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস

ভোটকুশলী প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগদান করতে চান ৷ দলের সদস্য হয়েই কাজ করতে চান ৷ এমনটাই খবর মিলেছে সূত্র মারফত ৷ কিন্তু কংগ্রেস তাঁকে দলে নেবে কি না, সেই উত্তর এখনও অধরা ৷

Congress leaders in two camps over Prashant Kishor being given membership in party
Prashant Kishor : প্রশান্তকে দলে নেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস
author img

By

Published : Sep 11, 2021, 6:24 PM IST

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর : ভোটকুশলী প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) কি কংগ্রেসে (Congress) নেওয়া উচিত ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রাহুল-সোনিয়া-প্রিয়াঙ্কাকে ৷ দলের মধ্যেই এই নিয়ে বিভাজন স্পষ্ট হয়ে গিয়েছে ৷ একদল মনে করছে যে, 2024 সালের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) কথা ভেবে প্রশান্তকে দলে নেওয়া উচিত ৷ আর অন্যপক্ষ এই ধরনের কোনও সিদ্ধান্তের চরম বিরোধিতা শুরু করেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি নয়াদিল্লিতে রাহুল গান্ধির (Rahul Gandhi) বাসভবনে হাজির হয়েছিলেন প্রশান্ত কিশোর ৷ সেখানে দীর্ঘক্ষণ তিনি বৈঠক করেন রাহুলের সঙ্গে ৷ সেই বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও (Priyanka Gandhi)উপস্থিত ছিলেন ৷ সূত্রের খবর, বৈঠক থেকেই ফোন যায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) কাছে ৷ সোনিয়া ফোনে কথা বলেন পিকের সঙ্গে ৷

আরও পড়ুন : Vijay Rupani : গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা বিজয় রূপানির

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে প্রশান্ত কিশোরের সঙ্গে ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে রাহুল-প্রিয়াঙ্কার ৷ কিন্তু পরে সূত্র মারফত জানা যায়, প্রশান্তকে কংগ্রেসে নেওয়া হতে পারে ৷ সেই জল্পনা এখনও চলছে ৷ এখনও প্রশান্ত কংগ্রেসে যোগদান করেননি ৷

কিন্তু কেন এই টালবাহানা ? কেন দলের একটা অংশ প্রশান্তের যোগদানে আপত্তি তুলছেন ? কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, প্রশান্ত কিশোর 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন ৷ তা নিয়ে দলের অন্দরে আলোচনা হয়েছে ৷ সেখানে প্রশান্তের পরিকল্পনা নিয়ে অনেক নেতার তরফে আপত্তি তোলা হয়েছে ৷

আরও পড়ুন : Hathras rape-murder case: নিরাপত্তা না পেয়ে মোদি-যোগীকে দোষারোপ হাথরস কাণ্ডের আইনজীবীর

কংগ্রেসের ওয়ার্কিং কমিটির এক সদস্য জানিয়েছেন যে দলে প্রশান্তর ভূমিকা কী হবে, তা নিয়েই বিবাদ শুরু হয়েছে দলের অন্দরে ৷ বিশেষ করে পিকে চান বিজেপির (BJP) বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়ে এগিয়ে চলুক কংগ্রেস ৷ কিন্তু দলের অনেক নেতা এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ৷ কারণ, ওই নেতারা নিরপেক্ষ ভূমিকায় থেকে বিজেপির মোকাবিলা করার পক্ষপাতী ৷

সাম্প্রতিক কালে কংগ্রেসের সবচেয়ে বড় বিতর্ক হয়েছিল জি-23কে নিয়ে ৷ যেখানে কংগ্রেসের 23 জন নেতা চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধিকে ৷ ওই নেতাদের একজনের বক্তব্য, তাঁরা যে পরামর্শ দিয়েছিলেন দলের নেত্রীকে ৷ প্রশান্তও একই কথা বলেছেন ৷ এর মধ্যে নতুনত্ব কিছু নেই ৷ তাই প্রশান্তর কংগ্রেসে কোনও কাজ নেই বলে মনে করছেন অনেকে ৷

আরও পড়ুন : Tripura Politics : ত্রিপুরায় বিজেপি ‘গুন্ডাদের’ হাতে আক্রান্ত সিপিএম, দেশজুড়ে প্রতিবাদের হুঁশিয়ারি কারাতের

আবার অন্য একটি পক্ষ মানছেন যে প্রশান্ত বর্তমান সময়ের ভিত্তিতেই পরামর্শ দিয়েছেন ৷ এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে আক্রমণাত্মক মনোভাব নিতেই হবে ৷

এখন দেখার এই লড়াই কে জেতে ৷ যদিও শেষ সিদ্ধান্ত নেবেন কংগ্রেস হাইকমান্ড ৷ তবুও উত্তরের অপেক্ষায় দেশের রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Uttar Pradesh BJP : নজরে উত্তরপ্রদেশ, ভোটের আগে যোগী রাজ্যের সংগঠনে ব্যাপক রদবদল বিজেপির

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর : ভোটকুশলী প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) কি কংগ্রেসে (Congress) নেওয়া উচিত ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রাহুল-সোনিয়া-প্রিয়াঙ্কাকে ৷ দলের মধ্যেই এই নিয়ে বিভাজন স্পষ্ট হয়ে গিয়েছে ৷ একদল মনে করছে যে, 2024 সালের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) কথা ভেবে প্রশান্তকে দলে নেওয়া উচিত ৷ আর অন্যপক্ষ এই ধরনের কোনও সিদ্ধান্তের চরম বিরোধিতা শুরু করেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি নয়াদিল্লিতে রাহুল গান্ধির (Rahul Gandhi) বাসভবনে হাজির হয়েছিলেন প্রশান্ত কিশোর ৷ সেখানে দীর্ঘক্ষণ তিনি বৈঠক করেন রাহুলের সঙ্গে ৷ সেই বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও (Priyanka Gandhi)উপস্থিত ছিলেন ৷ সূত্রের খবর, বৈঠক থেকেই ফোন যায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) কাছে ৷ সোনিয়া ফোনে কথা বলেন পিকের সঙ্গে ৷

আরও পড়ুন : Vijay Rupani : গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা বিজয় রূপানির

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে প্রশান্ত কিশোরের সঙ্গে ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে রাহুল-প্রিয়াঙ্কার ৷ কিন্তু পরে সূত্র মারফত জানা যায়, প্রশান্তকে কংগ্রেসে নেওয়া হতে পারে ৷ সেই জল্পনা এখনও চলছে ৷ এখনও প্রশান্ত কংগ্রেসে যোগদান করেননি ৷

কিন্তু কেন এই টালবাহানা ? কেন দলের একটা অংশ প্রশান্তের যোগদানে আপত্তি তুলছেন ? কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, প্রশান্ত কিশোর 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন ৷ তা নিয়ে দলের অন্দরে আলোচনা হয়েছে ৷ সেখানে প্রশান্তের পরিকল্পনা নিয়ে অনেক নেতার তরফে আপত্তি তোলা হয়েছে ৷

আরও পড়ুন : Hathras rape-murder case: নিরাপত্তা না পেয়ে মোদি-যোগীকে দোষারোপ হাথরস কাণ্ডের আইনজীবীর

কংগ্রেসের ওয়ার্কিং কমিটির এক সদস্য জানিয়েছেন যে দলে প্রশান্তর ভূমিকা কী হবে, তা নিয়েই বিবাদ শুরু হয়েছে দলের অন্দরে ৷ বিশেষ করে পিকে চান বিজেপির (BJP) বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়ে এগিয়ে চলুক কংগ্রেস ৷ কিন্তু দলের অনেক নেতা এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ৷ কারণ, ওই নেতারা নিরপেক্ষ ভূমিকায় থেকে বিজেপির মোকাবিলা করার পক্ষপাতী ৷

সাম্প্রতিক কালে কংগ্রেসের সবচেয়ে বড় বিতর্ক হয়েছিল জি-23কে নিয়ে ৷ যেখানে কংগ্রেসের 23 জন নেতা চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধিকে ৷ ওই নেতাদের একজনের বক্তব্য, তাঁরা যে পরামর্শ দিয়েছিলেন দলের নেত্রীকে ৷ প্রশান্তও একই কথা বলেছেন ৷ এর মধ্যে নতুনত্ব কিছু নেই ৷ তাই প্রশান্তর কংগ্রেসে কোনও কাজ নেই বলে মনে করছেন অনেকে ৷

আরও পড়ুন : Tripura Politics : ত্রিপুরায় বিজেপি ‘গুন্ডাদের’ হাতে আক্রান্ত সিপিএম, দেশজুড়ে প্রতিবাদের হুঁশিয়ারি কারাতের

আবার অন্য একটি পক্ষ মানছেন যে প্রশান্ত বর্তমান সময়ের ভিত্তিতেই পরামর্শ দিয়েছেন ৷ এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে আক্রমণাত্মক মনোভাব নিতেই হবে ৷

এখন দেখার এই লড়াই কে জেতে ৷ যদিও শেষ সিদ্ধান্ত নেবেন কংগ্রেস হাইকমান্ড ৷ তবুও উত্তরের অপেক্ষায় দেশের রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Uttar Pradesh BJP : নজরে উত্তরপ্রদেশ, ভোটের আগে যোগী রাজ্যের সংগঠনে ব্যাপক রদবদল বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.