নয়াদিল্লি, 16 অক্টোবর : বিক্ষুব্ধরা দলের সাংগঠনিক নির্বাচন চেয়েছিলেন ৷ উলটে পালটা জবাব পেলেন হাইকমান্ড সোনিয়া গান্ধির (Sonia Gandhi) কাছ থেকে ৷ শনিবার নয়াদিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে (Congress Working Committee Meeting) সোনিয়া জানালেন, আপাতত তিনিই পূর্ণ সময়ের সভানেত্রী ৷ পাশাপাশি জানিয়ে দিলেন, তিনি স্বচ্ছতায় বিশ্বাস করেন ৷ কিছু বলার থাকলে তিনি দলের অন্দরেই বলবেন ৷ সংবাদমাধ্যমের সাহায্য নিয়ে তিনি কাউকে বার্তা দিতে চান না ৷
আরও পড়ুন : Congress : স্থায়ী সভাপতি বাছতে কংগ্রেসে শীঘ্রই সাংগঠনিক নির্বাচনের সম্ভাবনা
প্রসঙ্গত, 2019-এর লোকসভা নির্বাচনের (Loksabha Election 2019) পরাজয়ের দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ ছেড়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তার পর থেকে অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধি ৷ কিন্তু গত বছর থেকেই কংগ্রেসে (Congress) সাংগঠনিক নির্বাচন চেয়ে সরব দলের নেতাদের একাংশ ৷ যাঁরা এই দাবি তুলেছেন, তাঁদের জি-23 বলা হচ্ছে ৷ কারণ, 23 জন নেতা এই দাবিতে চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধিকে ৷ সেই তালিকায় গুলাম নবি আজাদ, আনন্দ শর্মার মতো বর্ষীয়ান কংগ্রেস নেতাও ছিলেন ৷ এই পরবর্তী সময়েও একই দাবিতে সরব হয়েছিলেন ৷
আরও পড়ুন : Amit Shah : সাভারকরের সমালোচকদের লজ্জিত হওয়া উচিত : অমিত শাহ
রাজনৈতিক মহলের মতে, নিজেকেই আপাতত স্থায়ী সভাপতি হিসেবে ঘোষণা করে, বিক্ষুব্ধদেরই জবাব দিলেন সোনিয়া ৷ বুঝিয়ে দিলেন কংগ্রেসের রাশ এখনও রয়েছে তাঁর হাতেই ৷ আর দলের অন্দরের কথা সংবাদমাধ্যমে বলা নিয়ে যে তাঁর আপত্তি রয়েছে, সেটাও বুঝিয়ে দিলেন ৷ এছাড়া কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের কড়া সমালোচনা করেছেন কংগ্রেসের হাইকমান্ড ৷ দেশের অভ্যন্তরের পরিস্থিতি সামলাতে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন তিনি ৷ বিদেশ নীতিতে মোদি সরকার ব্যর্থ বলে তাঁর অভিযোগ ৷
-
Opening remarks of Congress President Smt. Sonia Gandhi at the CWC meeting:- pic.twitter.com/74K4qjGkZS
— Congress (@INCIndia) October 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Opening remarks of Congress President Smt. Sonia Gandhi at the CWC meeting:- pic.twitter.com/74K4qjGkZS
— Congress (@INCIndia) October 16, 2021Opening remarks of Congress President Smt. Sonia Gandhi at the CWC meeting:- pic.twitter.com/74K4qjGkZS
— Congress (@INCIndia) October 16, 2021
আরও পড়ুন : Singhu Border Killing : সিঙ্ঘু সীমানায় খুনের ঘটনায় আত্মসমর্পণ এক নিহং শিখের, উচ্চ পর্যায়ের বৈঠক খট্টরের
একই সঙ্গে দলের উদ্দেশে তিনি আগামিদিনে জোরদার লড়াই করার বার্তা দিয়েছেন ৷ কংগ্রেসের পুরো সংগঠনকে নতুন করে সাজানোর কথা বলেছেন ৷ কিন্তু এর জন্য যে দলে একতার প্রয়োজন, তাও বিক্ষুব্ধদের মনে করিয়ে দিয়েছেন ইউপিএ-র চেয়ারপার্সন ৷কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল সাংগঠনিক নির্বাচনের বিষয়টি সকলকে বুঝিয়ে দেবেন বলে জানিয়েছেন সোনিয়া ৷ কিন্তু কবে তা হবে, জানাননি ৷ সূত্রের খবর, আগামী বছর সেপ্টেম্বরে কংগ্রেসের সভাপতি নির্বাচন হতে পারে ৷
আরও পড়ুন : Trustworthiness Index : রাজনীতিবিদদের বিশ্বাসই করেন না ভারতীয়রা, সমীক্ষায় উঠে এল তথ্য