ETV Bharat / bharat

Congress Leader Taunts AAP: জঙ্গলে তো শেয়ালও থাকে, বিরোধী জোটে আপের উপস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার - অরবিন্দ কেজরিওয়াল

Congress leader Sandeep Dikshit Taunts AAP: বিরোধী জোটে উপিস্থিতি নিয়ে আম আদমি পার্টিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা সন্দী দীক্ষিত ৷ তিনি আম আদমি পার্টির সঙ্গে শেয়ালের তুলনা করলেন ৷ যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷

Photo Courtesy: Congress Twitter
ছবি সৌজন্যে কংগ্রেসের টুইটার
author img

By

Published : Aug 5, 2023, 4:43 PM IST

নয়াদিল্লি, 5 অগস্ট: বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকের দিনক্ষণ প্রকাশ্যে এসেছে শনিবার ৷ ঠিক সেই দিনই প্রাক্তন সাংসদ তথা দিল্লিতে কংগ্রেসের এক নেতার বক্তব্যে বিরোধী জোটের অন্দরের ঐক্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল ৷ সন্দীপ দীক্ষিত নামে কংগ্রেসের ওই নেতা এ দিন অরবিন্দ কেজরিওয়ালের দলকে কটাক্ষ করে ‘শেয়াল’ বলেছেন ৷ তার জেরেই বিরোধীদের ঐক্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তার উপর বর্ষীয়ান এই নেতা আবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শীলা দীক্ষিতের ছেলে ৷ স্বাভাবিকভাবে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷

প্রসঙ্গত, বিজেপি বিরোধিতায় এক স্বর শোনা গেলেও কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে সম্পর্ক বরাবরই অম্ল-মধুর ৷ সেই প্রেক্ষিতে দুই দল কীভাবে একই জোটে রয়েছে ? সেই প্রশ্ন সংবাদসংস্থার তরফে করা হয় সন্দীপ দীক্ষিতের কাছে ৷ উত্তরে তিনি বলেন, ‘‘দেখুন যখন কোনও বড় জোট তৈরি হয়, তখনই সেখানে সবাই থাকে ৷’’

  • #WATCH | Congress leader Sandeep Dikshit on AAP’s inclusion in I.N.D.I.A alliance

    "In a jungle where lions and elephants live, 'geedad' (jackals) are also present...I won't compare them (AAP) even to 'geedads' as they also have some qualities..." pic.twitter.com/chb4FaVwaa

    — ANI (@ANI) August 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পরই তিনি বিতর্কিত মন্তব্যটি করে বসেন৷ সন্দীপ বলেন, ‘‘জঙ্গলে যেখানে সিংহ থাকে, হাতি থাকে, সেখানে তো শেয়ালও থাকে ৷ দু’চারটে তো এরকম আসবে-যাবে, এতে বড় কী বিষয় আছে ৷’’ একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে তিনি শেয়ালের সঙ্গে আপের তুলনা করছেন না ৷ কেন করছেন না, সেই যুক্তি দিতে গিয়েও বিঁধেছেন অরবিন্দ কেজরিওয়ালের দলকে ৷ তাঁর বক্তব্য, শেয়ালেরও প্রকৃতিতে অনেক অবদান থাকে ৷

আরও পড়ুন: অগস্টের শেষেই মুম্বইয়ে তৃতীয় মেগা বৈঠক ইন্ডিয়া জোটের

বিরোধীদের ইন্ডিয়া জোট: 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে গত জুন মাসে পটনায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি প্রথমবার বৈঠক করে ৷ পরে জুলাইয়ে বেঙ্গালুরুতে হয় দ্বিতীয় বৈঠক ৷ সেই বৈঠকে বিরোধীদের জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখা হবে বলে ঠিক হয় ৷ সেদিনই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন মুম্বইতে হবে পরের বৈঠক ৷ অগস্টের শেষেই সেই বৈঠক বসতে চলেছে বলে শনিবারই জানা গিয়েছে ৷

বিরোধী জোটে কংগ্রেস-আপের টানাপোড়েন: বিরোধী জোটের প্রথম দু’টি বৈঠকে উপস্থিত ছিল কংগ্রেস ৷ একই সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালও ৷ কিন্তু প্রথম বৈঠকের আগে তিনি শর্ত রেখেছিলেন যে দিল্লি বিল নিয়ে সংসদে আপের পাশে দাঁড়াতে হবে কংগ্রেসকে ৷ তবেই তিনি উপস্থিত থাকবেন বিরোধী-বৈঠকে ৷ এই নিয়ে সেই সময় জলঘোলাও হয় বিস্তর ৷ পরে অবশ্য কংগ্রেসকে এই ইস্যুতে সংসদে আপের পাশে থাকার কথা ঘোষণা করে ৷ কিন্তু তার মধ্যেই এই মন্তব্য নতুন করে কি কংগ্রেস ও আপের মধ্যে ফাটলের ইঙ্গিত দিচ্ছে ?

আরও পড়ুন: দিল্লি বিলের আলোচনায় লোকসভায় দাঁড়িয়ে 'আপ'-কে তুলোধোনা অমিত শাহের

অমিত শাহের কটাক্ষ: দিন কয়েক আগে লোকসভায় দিল্লি বিল পেশ করা হয় ৷ সেই বিল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বলছিলেন, তখন তিনি কংগ্রেস ও আপের ‘বন্ধুত্ব’ নিয়ে কটাক্ষ করেন ৷ তিনি দাবি করেন, দিল্লি বিল নিয়ে সমর্থনের জন্য আপ কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব করছে ৷ কাজ মিটে গেলে আবার তারা পালিয়ে যাবে ৷

নয়াদিল্লি, 5 অগস্ট: বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকের দিনক্ষণ প্রকাশ্যে এসেছে শনিবার ৷ ঠিক সেই দিনই প্রাক্তন সাংসদ তথা দিল্লিতে কংগ্রেসের এক নেতার বক্তব্যে বিরোধী জোটের অন্দরের ঐক্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল ৷ সন্দীপ দীক্ষিত নামে কংগ্রেসের ওই নেতা এ দিন অরবিন্দ কেজরিওয়ালের দলকে কটাক্ষ করে ‘শেয়াল’ বলেছেন ৷ তার জেরেই বিরোধীদের ঐক্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তার উপর বর্ষীয়ান এই নেতা আবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শীলা দীক্ষিতের ছেলে ৷ স্বাভাবিকভাবে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷

প্রসঙ্গত, বিজেপি বিরোধিতায় এক স্বর শোনা গেলেও কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে সম্পর্ক বরাবরই অম্ল-মধুর ৷ সেই প্রেক্ষিতে দুই দল কীভাবে একই জোটে রয়েছে ? সেই প্রশ্ন সংবাদসংস্থার তরফে করা হয় সন্দীপ দীক্ষিতের কাছে ৷ উত্তরে তিনি বলেন, ‘‘দেখুন যখন কোনও বড় জোট তৈরি হয়, তখনই সেখানে সবাই থাকে ৷’’

  • #WATCH | Congress leader Sandeep Dikshit on AAP’s inclusion in I.N.D.I.A alliance

    "In a jungle where lions and elephants live, 'geedad' (jackals) are also present...I won't compare them (AAP) even to 'geedads' as they also have some qualities..." pic.twitter.com/chb4FaVwaa

    — ANI (@ANI) August 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পরই তিনি বিতর্কিত মন্তব্যটি করে বসেন৷ সন্দীপ বলেন, ‘‘জঙ্গলে যেখানে সিংহ থাকে, হাতি থাকে, সেখানে তো শেয়ালও থাকে ৷ দু’চারটে তো এরকম আসবে-যাবে, এতে বড় কী বিষয় আছে ৷’’ একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে তিনি শেয়ালের সঙ্গে আপের তুলনা করছেন না ৷ কেন করছেন না, সেই যুক্তি দিতে গিয়েও বিঁধেছেন অরবিন্দ কেজরিওয়ালের দলকে ৷ তাঁর বক্তব্য, শেয়ালেরও প্রকৃতিতে অনেক অবদান থাকে ৷

আরও পড়ুন: অগস্টের শেষেই মুম্বইয়ে তৃতীয় মেগা বৈঠক ইন্ডিয়া জোটের

বিরোধীদের ইন্ডিয়া জোট: 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে গত জুন মাসে পটনায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি প্রথমবার বৈঠক করে ৷ পরে জুলাইয়ে বেঙ্গালুরুতে হয় দ্বিতীয় বৈঠক ৷ সেই বৈঠকে বিরোধীদের জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখা হবে বলে ঠিক হয় ৷ সেদিনই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন মুম্বইতে হবে পরের বৈঠক ৷ অগস্টের শেষেই সেই বৈঠক বসতে চলেছে বলে শনিবারই জানা গিয়েছে ৷

বিরোধী জোটে কংগ্রেস-আপের টানাপোড়েন: বিরোধী জোটের প্রথম দু’টি বৈঠকে উপস্থিত ছিল কংগ্রেস ৷ একই সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালও ৷ কিন্তু প্রথম বৈঠকের আগে তিনি শর্ত রেখেছিলেন যে দিল্লি বিল নিয়ে সংসদে আপের পাশে দাঁড়াতে হবে কংগ্রেসকে ৷ তবেই তিনি উপস্থিত থাকবেন বিরোধী-বৈঠকে ৷ এই নিয়ে সেই সময় জলঘোলাও হয় বিস্তর ৷ পরে অবশ্য কংগ্রেসকে এই ইস্যুতে সংসদে আপের পাশে থাকার কথা ঘোষণা করে ৷ কিন্তু তার মধ্যেই এই মন্তব্য নতুন করে কি কংগ্রেস ও আপের মধ্যে ফাটলের ইঙ্গিত দিচ্ছে ?

আরও পড়ুন: দিল্লি বিলের আলোচনায় লোকসভায় দাঁড়িয়ে 'আপ'-কে তুলোধোনা অমিত শাহের

অমিত শাহের কটাক্ষ: দিন কয়েক আগে লোকসভায় দিল্লি বিল পেশ করা হয় ৷ সেই বিল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বলছিলেন, তখন তিনি কংগ্রেস ও আপের ‘বন্ধুত্ব’ নিয়ে কটাক্ষ করেন ৷ তিনি দাবি করেন, দিল্লি বিল নিয়ে সমর্থনের জন্য আপ কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব করছে ৷ কাজ মিটে গেলে আবার তারা পালিয়ে যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.