ETV Bharat / bharat

Rahul Gandhi: 137 দিন পর সংসদে ফিরলেন সাংসদ রাহুল, স্বাগত জানাল ‘ইন্ডিয়া’ - UPA

Rahul Gandhi Arrives in Parliament after his LS Membership Reinstated: সাংসদপদ ফিরে সোমবার সংসদে ফিরলেন রাহুল গান্ধি ৷ সংসদে ফেরার আগে নিজের টুইটার হ্যান্ডেলের বায়ো পরিবর্তন করেছেন তিনি ৷ সেখানে আবার ফিরে এসেছে সাংসদ শব্দটি ৷ এ দিন সংসদে তাঁকে স্বাগত জানান ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা ৷

Courtsey : Sansad TV
সৌজন্যে : সংসদ টিভি
author img

By

Published : Aug 7, 2023, 1:56 PM IST

নয়াদিল্লি, 7 অগস্ট: 24 মার্চ থেকে 7 অগস্ট, 137 দিন সংসদে ফিরলেন রাহুল গান্ধি ৷ ফৌজদারি মানহানির মামলায় দু’বছরের সাজা হওয়ায় গত 24 মার্চ তাঁর সাংসদপদ খারিজ হয়ে যায় ৷ গত শুক্রবার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের সেই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ায় আজ সোমবার (7 অগস্ট) তাঁর সাংসদপদ ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ তাই তিনি এ দিন সংসদে আসেন ৷ সংসদ ভবনে প্রবেশের আগে তিনি চলে যান মহাত্মা গান্ধির মূর্তির সামনে ৷ সেখানে গান্ধিজীর প্রতি শ্রদ্ধা জানানোর পর সংসদ ভবনে প্রবেশ করেন ৷

রাহুলের সাংসদপদ খারিজ হওয়া ও ফিরে পাওয়া, এই সময়ের মধ্যে ভারতের বিজেপি বিরোধী রাজনীতিতে অনেক বদল এসেছে ৷ গত মার্চে রাহুলের সাংসদপদ খারিজ হয়ে যাওয়া নিয়ে বিজেপি বিরোধী দলগুলি প্রতিবাদ করেছিল ৷ কিন্তু তখন বিরোধীরা ঐক্যবদ্ধ ছিল না ৷ তার পরবর্তী সময়ে ক্রমশ বিরোধীদের মধ্যে ঐক্য বেড়েছে ৷ এই সময়ের মধ্যে দু’বার বিরোধীরা বৈঠক করেছে ৷ ইউপিএ-কে অতীত করে তৈরি হয়েছে নতুন জোট ৷ যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া ৷ চলতি বাদল অধিবেশনে এই জোট এককাট্টা হয়ে কেন্দ্রের মোদি সরকারকে ক্রমশ কোণঠাসা করার চেষ্টা করছে ৷

আরও পড়ুন: সাংসদ পদ ফিরল রাহুল গান্ধির, উচ্ছ্বসিত 'ইন্ডিয়া '

তাই সোমবার রাহুলকে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের অন্য দলগুলি সংসদে রাহুলকে স্বাগত জানিয়েছে ৷ সকলেই সমস্বরে ‘রাহুল জিন্দাবাদ’ স্লোগান তুলেছেন ৷ ফলে রাহুলকে ঘিরে আরও একবার সংসদে বিরোধী ঐক্যের ছবি স্পষ্ট হয়েছে ৷ বেলা 12টায় যখন প্রথম দফার মুলতুবির পর লোকসভায় অধিবেশন শুরু হয় ৷ সেই সময় রাহুল লোকসভাতেই উপস্থিত ছিলেন ৷ ওই সময় অধিবেশন মিনিট তিনেক চলে ৷ তার পর শাসক ও বিরোধী পক্ষের হইহট্টগোলের জেরে অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় দুপুর 2টো পর্যন্ত ৷

এ দিকে রাহুল গান্ধি সাংসদপদ ফিরে পাওয়ার পর টুইটারের বায়ো পরিবর্তন করেছেন ৷ গত 24 মার্চ যখন মার্চ সাংসদপদ চলে যায়, তখন তিনি সেখানে ‘ডিসকোয়ালিফায়েড এমপি’ লিখেছিলেন ৷ তবে ডিস ও কোয়ালিফায়েডের মধ্যে একটি যতিচিহ্ন ব্যবহার করে আসলে নরেন্দ্র মোদির সরকারকেই কটাক্ষ করতে চেয়েছিলেন ৷ কিন্তু সোমবার ওই অংশটির বদলে আবার সাংসদ শব্দটি ফিরিয়ে এনেছেন টুইটারের বায়োতে ৷

আরও পড়ুন: লোকসভা নির্বাচনে রাহুলকে সামনে রেখেই লড়বে বিরোধীরা, দাবি প্রদীপের

বিরোধীরা একসঙ্গে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে ৷ আগামিকাল মঙ্গলবার থেকে এই প্রস্তাবের উপর আলোচনা শুরু হওয়ার কথা ৷ সেই অনাস্থা প্রস্তাবে রাহুল গান্ধি অবশ্যই ভাষণ দেবেন ৷ রাজনৈতিক মহলের মত, এতদিন সাংসদপদ খারিজ হওয়া নিয়ে বিজেপিকে বাইরে থেকে যে আক্রমণ তিনি করতেন, এবার লোকসভায় দাঁড়িয়ে একইভাবে নিশানা করবেন সরকারপক্ষকে ৷ তাই লোকসভায় তিনি কী কী বলেন, সেই দিকেই তাকিয়ে সারা দেশ ৷

নয়াদিল্লি, 7 অগস্ট: 24 মার্চ থেকে 7 অগস্ট, 137 দিন সংসদে ফিরলেন রাহুল গান্ধি ৷ ফৌজদারি মানহানির মামলায় দু’বছরের সাজা হওয়ায় গত 24 মার্চ তাঁর সাংসদপদ খারিজ হয়ে যায় ৷ গত শুক্রবার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের সেই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ায় আজ সোমবার (7 অগস্ট) তাঁর সাংসদপদ ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ তাই তিনি এ দিন সংসদে আসেন ৷ সংসদ ভবনে প্রবেশের আগে তিনি চলে যান মহাত্মা গান্ধির মূর্তির সামনে ৷ সেখানে গান্ধিজীর প্রতি শ্রদ্ধা জানানোর পর সংসদ ভবনে প্রবেশ করেন ৷

রাহুলের সাংসদপদ খারিজ হওয়া ও ফিরে পাওয়া, এই সময়ের মধ্যে ভারতের বিজেপি বিরোধী রাজনীতিতে অনেক বদল এসেছে ৷ গত মার্চে রাহুলের সাংসদপদ খারিজ হয়ে যাওয়া নিয়ে বিজেপি বিরোধী দলগুলি প্রতিবাদ করেছিল ৷ কিন্তু তখন বিরোধীরা ঐক্যবদ্ধ ছিল না ৷ তার পরবর্তী সময়ে ক্রমশ বিরোধীদের মধ্যে ঐক্য বেড়েছে ৷ এই সময়ের মধ্যে দু’বার বিরোধীরা বৈঠক করেছে ৷ ইউপিএ-কে অতীত করে তৈরি হয়েছে নতুন জোট ৷ যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া ৷ চলতি বাদল অধিবেশনে এই জোট এককাট্টা হয়ে কেন্দ্রের মোদি সরকারকে ক্রমশ কোণঠাসা করার চেষ্টা করছে ৷

আরও পড়ুন: সাংসদ পদ ফিরল রাহুল গান্ধির, উচ্ছ্বসিত 'ইন্ডিয়া '

তাই সোমবার রাহুলকে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের অন্য দলগুলি সংসদে রাহুলকে স্বাগত জানিয়েছে ৷ সকলেই সমস্বরে ‘রাহুল জিন্দাবাদ’ স্লোগান তুলেছেন ৷ ফলে রাহুলকে ঘিরে আরও একবার সংসদে বিরোধী ঐক্যের ছবি স্পষ্ট হয়েছে ৷ বেলা 12টায় যখন প্রথম দফার মুলতুবির পর লোকসভায় অধিবেশন শুরু হয় ৷ সেই সময় রাহুল লোকসভাতেই উপস্থিত ছিলেন ৷ ওই সময় অধিবেশন মিনিট তিনেক চলে ৷ তার পর শাসক ও বিরোধী পক্ষের হইহট্টগোলের জেরে অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় দুপুর 2টো পর্যন্ত ৷

এ দিকে রাহুল গান্ধি সাংসদপদ ফিরে পাওয়ার পর টুইটারের বায়ো পরিবর্তন করেছেন ৷ গত 24 মার্চ যখন মার্চ সাংসদপদ চলে যায়, তখন তিনি সেখানে ‘ডিসকোয়ালিফায়েড এমপি’ লিখেছিলেন ৷ তবে ডিস ও কোয়ালিফায়েডের মধ্যে একটি যতিচিহ্ন ব্যবহার করে আসলে নরেন্দ্র মোদির সরকারকেই কটাক্ষ করতে চেয়েছিলেন ৷ কিন্তু সোমবার ওই অংশটির বদলে আবার সাংসদ শব্দটি ফিরিয়ে এনেছেন টুইটারের বায়োতে ৷

আরও পড়ুন: লোকসভা নির্বাচনে রাহুলকে সামনে রেখেই লড়বে বিরোধীরা, দাবি প্রদীপের

বিরোধীরা একসঙ্গে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে ৷ আগামিকাল মঙ্গলবার থেকে এই প্রস্তাবের উপর আলোচনা শুরু হওয়ার কথা ৷ সেই অনাস্থা প্রস্তাবে রাহুল গান্ধি অবশ্যই ভাষণ দেবেন ৷ রাজনৈতিক মহলের মত, এতদিন সাংসদপদ খারিজ হওয়া নিয়ে বিজেপিকে বাইরে থেকে যে আক্রমণ তিনি করতেন, এবার লোকসভায় দাঁড়িয়ে একইভাবে নিশানা করবেন সরকারপক্ষকে ৷ তাই লোকসভায় তিনি কী কী বলেন, সেই দিকেই তাকিয়ে সারা দেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.