আগ্রা, 20 অক্টোবর : ফের পুলিশের হাতে আটক প্রিয়াঙ্কা গান্ধি ৷ ঘটনাস্থল এবার আগ্রা ৷ পুলিশি হেফাজতে মৃত আগ্রার বাসিন্দার পরিবারের সঙ্গে এদিন দেখা করতে যাচ্ছিলেন সোনিয়া-কন্যা ৷ লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে টোল প্লাজায় এদিন প্রথমে প্রিয়াঙ্কার গাড়ি আটকায় পুলিশ ৷ মৃতের পরিবারের সঙ্গে দেখা করার ব্য়াপারে প্রিয়াঙ্কার আবেদন নাকচ করেন ঘটনাস্থলে উপস্থিত আগ্রার জেলাশাসক ৷
উল্লেখ্য, জগদীশপুরা পুলিশ স্টেশন থেকে 25 লক্ষ টাকা চুরির অভিযোগে অরুণ বাল্মিকী নামে আগ্রার এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ ৷ কিন্তু জিজ্ঞাসাবাদের কারণে পুলিশি হেফাজতে থাকাকালীন ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হয় অভিযুক্তের ৷ পরবর্তীতে মৃত্যু হয় তাঁর ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ বন্দিদশায় অভিযুক্তকে পিটিয়ে হত্য়া করা হয়েছে ৷ ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছে অরুণ বাল্মিকীর পরিবার ৷
এদিন মৃত অরুণ বাল্মিকীর পরিবারের সদস্যদের সঙ্গেই দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা ৷ মাঝপথে পুলিশ তাঁকে আটক করায় সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন সোনিয়া-কন্যা ৷ চলতি মাসের শুরুতে লখিমপুর খেরির ঘটনায় তাঁকে প্রথমে গৃহবন্দি এবং পরে গ্রেফতারির ঘটনা উঠে আসে স্বাভাবিকভাবেই ৷
আরও পড়ুন : দেশের লুটেরারা ছাড় পাবে না, হুঁশিয়ারি মোদির
এদিন উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রিয়াঙ্কা টুইটে লেখেন, "অরুণ বাল্মিকীর মৃত্যু হয়েছে পুলিশি হেফাজতে ৷ তাঁর পরিবার ন্য়ায়ের দাবিতে সরব হয়েছে ৷ আমি ওনার পরিবারের সঙ্গে দেখা করতে চাই ৷ উত্তরপ্রদেশ সরকারের এতে ভয় কীসের? কেন আমাকে আটকানো হচ্ছে ? আজ বাল্মিকী জয়ন্তী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাত্মা বুদ্ধকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছেন কিন্তু এখানে মহাত্মা বুদ্ধের সেই বার্তাই আক্রান্ত ৷"
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিয়োয় এদিন পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য় বিনিময় করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধিকে ৷