মুম্বই, 18 ফেব্রুয়ারি : অমিতাভ-অক্ষয়ের ছবির শুটিং বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন মহারাষ্ট্রের কংগ্রসে নেতা ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ না খুললে মহারাষ্ট্রে শুটিং বন্ধ করে দেওয়া হবে, এই ভাষাতেই অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারকে হুমকি দিলেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রসে প্রধান নানাভাউ পটোলে ৷
নানাভাউ পটোলের অভিযোগ, "মনমোহন সিংহের সরকারের আমলে যখন তেলের দাম বেড়েছিল, তখন অভিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের মতো তারকারা ছেড়ে কথা বলেনি ৷ তখন খুব টুইট করতেন ৷ আজ তাঁরাই নীরব ৷" এরপরই বলিউডের দুই প্রভাবশালী তারকাকে হুমকির সুরে বলেন, "যে ছবিগুলিতে অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার রয়েছেন, মহারাষ্ট্রে সেই ছবির শুটিং বন্ধ করে দেওয়া হবে ৷" কংগ্রেস নেতার সাফ কথা, "হয় মোদি সরকারের দেশদ্রোহী নীতিগুলির বিরুদ্ধে কথা বলুন, নয়তো আমরা আপনাদের ছবির শুটিং বন্ধ করে দেব ৷"
-
T 753 -Petrol up Rs 7.5 : Pump attendent - 'Kitne ka daloon ?' ! Mumbaikar - '2-4 rupye ka car ke upar spray kar de bhai, jalana hai !!'
— Amitabh Bachchan (@SrBachchan) May 24, 2012 " class="align-text-top noRightClick twitterSection" data="
">T 753 -Petrol up Rs 7.5 : Pump attendent - 'Kitne ka daloon ?' ! Mumbaikar - '2-4 rupye ka car ke upar spray kar de bhai, jalana hai !!'
— Amitabh Bachchan (@SrBachchan) May 24, 2012T 753 -Petrol up Rs 7.5 : Pump attendent - 'Kitne ka daloon ?' ! Mumbaikar - '2-4 rupye ka car ke upar spray kar de bhai, jalana hai !!'
— Amitabh Bachchan (@SrBachchan) May 24, 2012
মনমোহন সিংহ সরকারের আমলে পেট্রলের দাম বাড়ার পর অক্ষয় কুমার ও অমিতাভ বচ্চন পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে নিন্দা করেছিলেন ৷ 2012 সালের 24 মে অভিতাভ বচ্চন টুইট করেছিলেন, "পেট্রলের দাম বেড়েছে 7.5 টাকা ৷ পেট্রেল স্টেশনের কর্মী গাড়ির মালিককে জিজ্ঞেস করলেন, কত টাকার পেট্রল দেব ? মালিক জানালেন, 2/4 টাকার পেট্রল আমার গাড়ির উপরে ছিটিয়ে দাও ৷ জ্বালিয়ে দাও ৷"