নয়াদিল্লি, 11 ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ 370 বিলোপ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন শীর্ষ কংগ্রেস নেতা মহারাজা হরি সিং-এর ছেলে করণ সিং ৷
তিনি বলেন, "আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই । এখন এটা স্পষ্ট হয়ে গেল যে, যা ঘটেছে তা সাংবিধানিকভাবে বৈধ ৷" তবে এ বার দ্রুত জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন করণ সিং ৷
সংবাদসংস্থা এএনআই-কে সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে করণ সিং আরও বলেন, "খুবই ভালো ভাবে প্রতিটি বিষয় প্রতিটি ধারার দিকে নজর দেওয়া হয়েছে ৷ সব পরিস্থিতি দেখে তাঁরা যে সিদ্ধান্তে পৌঁছেছে, তাকে আমি স্বাগত জানাই ৷ কারণ অনেক দিন ধরে এটা নিয়ে ধন্ধ ছিল মানুষের মনে ৷ এখন সেটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, যা হয়েছিল, তা বৈধ ছিল ৷ রাজনৈতিক দিক থেকে কেউ মনে করতে পারেন যে, এটা ঠিক ছিল না ৷ কিন্তু আইনি দিক থেকে যে এটা বৈধ ছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে ৷ আমি চন্দ্রচূড়জি ও সুপ্রিম কোর্টকে অভিনন্দন জানাই তাঁদের একটা কথার জন্য ৷ তাঁরা বলেছেন, যত দ্রুত সম্ভব আমাদের রাজ্যের তকমা আবার পাওয়া উচিত ৷ আমরা আগেও বলেছিলাম যে, জম্মু ও কাশ্মীরকে ভাগ করে দুটো আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে দেওয়া হয়েছিল, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারিনি ৷"
আরও পড়ুন: