কোবরা (মধ্যপ্রদেশ), 21 এপ্রিল : খুন হলেন অবিভক্ত মধ্যপ্রদেশের প্রয়াত উপমুখ্যমন্ত্রী পেয়ারেলাল কানওয়ারের পুত্র কংগ্রেস নেতা হরিশ কানওয়ার, পুত্রবধু সুমিত্রা কানওয়ার এবং 4 বছরের নাতনি ৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁদের খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ আজ ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে ৷
জানা গিয়েছে ঘটনার সময় ছেলে, বউমা এবং নাতনির সঙ্গে ঘরেই ছিলেন পেয়ারেলাল কানওয়ারের স্ত্রী ৷ ভোর চারটে নাগাদ আততায়ী ঘরে ঢুকে প্রথমেই আক্রমণ করে পেয়ারেলালের স্ত্রীর উপর ৷ গলায় গামছা পেঁচিয়ে খুনের চেষ্টা করে তাঁকে ৷ এতে অজ্ঞান হয়ে যান হরিশের মা ৷ এরপর ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় পরিবারের তিনজনকে ৷ খুন করার পর পলাতক হয় আততায়ী ৷
আরও পড়ুন : কাল ভোট, আজ বোমাবাজি অর্জুনের বাড়ির কাছে
জ্ঞান ফিরলে হরিশের মা চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যায় ৷ স্থানীয় বাসিন্দাদের মতে পুরোনো বিবাদের জেরেই এই খুনের ঘটনা ৷ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশ পুলিশ ৷