ETV Bharat / bharat

Adhir Chowdhury : আলোচনায় বাধা, পিএসির চেয়ারম্যান পদ ছাড়তে চান অধীর - pac news today

পাবলিক অ্যাকাউন্টস কমিটি ৷ পিএসি হল সবচেয়ে পুরনো সংসদীয় কমিটি ৷ সেই কমিটির চেয়ারম্যান লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী ৷

congress leader adhir chowdhury wants to quite pac chairman post
Adhir Chowdhury : আলোচনায় বাধা, পিএসির চেয়ারম্যান পদ ছাড়তে চান বিরক্ত অধীর
author img

By

Published : Jun 16, 2021, 7:49 PM IST

নয়াদিল্লি, 16 জুন : পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে চান অধীররঞ্জন চৌধুরী ৷ সূত্র মারফত এই খবরই পাওয়া গিয়েছে ৷ কিন্তু কেন এমন ইচ্ছা প্রকাশ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা, আপাতত উঠতে শুরু করেছে এই প্রশ্ন ৷

জানা গিয়েছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র একটি বৈঠককে ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ যে বৈঠক আজ বুধবারই হয় ৷ সেখানে চেয়ারম্যান হিসেবে কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন অধীর চৌধুরী ৷ কিন্তু তাঁকে সেই নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি ৷ এনডিএ-র সদস্যরাই তাঁকে এই নিয়ে আলোচনা করতে বাধা দেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Chirag Paswan : এলজেপির অধিকার আদায়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি চিরাগের

উল্লেখ্য, পিএসি হল সবচেয়ে পুরনো সংসদীয় কমিটি ৷ যা সরকারের কাজকর্ম খতিয়ে দেখার কাজ করে ৷ পদাধিকার বলে লোকসভার বিরোধী দলনেতাকে ওই কমিটির চেয়ারম্যান করা হয় ৷ কংগ্রেস এবার লোকসভায় বিরোধী দল না হলেও দ্বিতীয় বৃহত্তম দল ৷ তাই লোকসভায় কংগ্রেসের নেতা হিসেবে অধীর চৌধুরী ওই পদে বসেছেন ৷

রাজধানীর ওই সূত্র জানাচ্ছে যে বুধবার বৈঠক শুরু হতেই কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলা শুরু করেন অধীর চৌধুরী ৷ তখনই তাঁকে বাধা দেন এনডিএ-র দুই সদস্য জগদম্বিকা পাল ও লালন সিং ৷ তাঁরা এই নিয়ে আলোচনায় আপত্তি তোলেন ৷

সূত্রের খবর, এর পরই বৈঠকের মধ্যে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন অধীর চৌধুরী ৷ পাশাপাশি করোনার তৃতীয় ঢেউয়ের আগে করোনা অতিমারী নিয়ে আলোচনা ও প্রস্তুতির আবেদনও জানান ৷

আরও পড়ুন : বিশ্বকে যা করতে বলছেন, আগে নিজের দেশে তা করুন; মোদিকে কটাক্ষ চিদম্বরমের

ঘটনাচক্রে এই সমস্ত বিবাদ যখন চলছে, তখন ওই কমিটিতে ডিএমকে ও বিজেডি-র সদস্যরা একেবারেই নীরব ছিলেন ৷ চেয়ারম্যানের প্রস্তাব অনুযায়ী আলোচনা হওয়া উচিত কি না, তা নিয়েও কোনও মন্তব্য করেননি ৷

নয়াদিল্লি, 16 জুন : পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে চান অধীররঞ্জন চৌধুরী ৷ সূত্র মারফত এই খবরই পাওয়া গিয়েছে ৷ কিন্তু কেন এমন ইচ্ছা প্রকাশ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা, আপাতত উঠতে শুরু করেছে এই প্রশ্ন ৷

জানা গিয়েছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র একটি বৈঠককে ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ যে বৈঠক আজ বুধবারই হয় ৷ সেখানে চেয়ারম্যান হিসেবে কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন অধীর চৌধুরী ৷ কিন্তু তাঁকে সেই নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি ৷ এনডিএ-র সদস্যরাই তাঁকে এই নিয়ে আলোচনা করতে বাধা দেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Chirag Paswan : এলজেপির অধিকার আদায়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি চিরাগের

উল্লেখ্য, পিএসি হল সবচেয়ে পুরনো সংসদীয় কমিটি ৷ যা সরকারের কাজকর্ম খতিয়ে দেখার কাজ করে ৷ পদাধিকার বলে লোকসভার বিরোধী দলনেতাকে ওই কমিটির চেয়ারম্যান করা হয় ৷ কংগ্রেস এবার লোকসভায় বিরোধী দল না হলেও দ্বিতীয় বৃহত্তম দল ৷ তাই লোকসভায় কংগ্রেসের নেতা হিসেবে অধীর চৌধুরী ওই পদে বসেছেন ৷

রাজধানীর ওই সূত্র জানাচ্ছে যে বুধবার বৈঠক শুরু হতেই কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলা শুরু করেন অধীর চৌধুরী ৷ তখনই তাঁকে বাধা দেন এনডিএ-র দুই সদস্য জগদম্বিকা পাল ও লালন সিং ৷ তাঁরা এই নিয়ে আলোচনায় আপত্তি তোলেন ৷

সূত্রের খবর, এর পরই বৈঠকের মধ্যে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন অধীর চৌধুরী ৷ পাশাপাশি করোনার তৃতীয় ঢেউয়ের আগে করোনা অতিমারী নিয়ে আলোচনা ও প্রস্তুতির আবেদনও জানান ৷

আরও পড়ুন : বিশ্বকে যা করতে বলছেন, আগে নিজের দেশে তা করুন; মোদিকে কটাক্ষ চিদম্বরমের

ঘটনাচক্রে এই সমস্ত বিবাদ যখন চলছে, তখন ওই কমিটিতে ডিএমকে ও বিজেডি-র সদস্যরা একেবারেই নীরব ছিলেন ৷ চেয়ারম্যানের প্রস্তাব অনুযায়ী আলোচনা হওয়া উচিত কি না, তা নিয়েও কোনও মন্তব্য করেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.