ETV Bharat / bharat

Sonia Gandhi: কর্নাটকে ভারত জোড়ো যাত্রায় সামিল হলেন সোনিয়া - ভারত জোড়ো যাত্রা

চলছে ভারত জোড়ো যাত্রা ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির নেতৃত্বে দলের নেতা-কর্মীরা রোজই পথ পাড়ি দিচ্ছেন (Bharat Jodo Yatra) ৷

Sonia Gandhi
ETV Bharat
author img

By

Published : Oct 6, 2022, 9:38 AM IST

Updated : Oct 6, 2022, 9:59 AM IST

কর্নাটক, 6 অক্টোবর: কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি এবার ভারত জোড়ো যাত্রায় যোগ দিলেন ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং অন্য নেতা-কর্মীরা সঙ্গে কর্নাটকের মান্ডা জেলায় 'ভারত জোড়ো যাত্রা'য় তিনি অংশ নেন (Congress interim president Sonia Gandhi joins Congress MP Rahul Gandhi) ৷ আগেই ঠিক ছিল ছেলে রাহুলের সঙ্গে তিনিও যাত্রায় যোগ দেবেন । শেষমেশ এটাই হল ।

জানা গিয়েছে, নভেম্বর মাসে রাহুল গান্ধির (Rahul Gandhi) 'ভারত জোড়ো যাত্রা'য় (Bharat Jodo Yatra) যোগ দেবেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi)৷ দলীয় সূত্রের খবর, নভেম্বরের শেষে এই যাত্রায় যোগ দিতে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) যাবেন তিনি ৷ খুব শিগগিরই তাঁর এই সফর চূড়ান্ত হয়ে যাবে ৷ এর আগে 'লড়কি হুঁ, লড় সকতি হুঁ'র প্রচারে চিত্রকূট যেতে দেখা গিয়েছিল সোনিয়া-কন্যাকে ৷

আরও পড়ুন: ভারত জোড়োর মিছিলে শিশুকন্যার জুতো পরিয়ে দিলেন রাহুল, সরলতা বলছে কংগ্রেস

কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, 24-25 নভেম্বর নাগাদ রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা মধ্যপ্রদেশের বুরহানপুরে হতে চলেছে ৷ এই যাত্রায় অংশ নিতে তিনি প্রায় 16 দিন সেখানেই থাকবেন ৷ তাঁর কর্মসূচির মধ্যে বাবা মহাকাল মন্দির দর্শন ও নর্মদায় স্নানও থাকছে ৷ এ ছাড়াও দলীয় কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন রাহুল গান্ধি ৷ উজ্জয়িনীতে তাঁর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার কথা বোন প্রিয়াঙ্কার ৷ তিনিও বাবা মহাকালের দর্শনে যাবেন বলে মনে করা হচ্ছে ৷

মধ্যপ্রদেশে কংগ্রেসের বিধায়ক তথা কো-অর্ডিনেটর পিসি শর্মা জানিয়েছেন, প্রত্যেক বিধানসভা কেন্দ্র দিয়ে যাবে ভারত জোড়ো যাত্রার মিছিল ৷ তাতে অংশ নেবেন কংগ্রেসের বিরাট সংখ্যক কর্মী-সমর্থক, বিধায়ক, প্রাক্তন বিধায়করা ৷ খাণ্ডওয়া, ইন্দোর, উজ্জয়িনী, আগর মালওয়া থেকে আসা সাব-যাত্রাগুলি উজ্জয়িনীতে মূল ভারত জোড়ো যাত্রার মিছিলের সঙ্গে মিশে যাবে ৷

কর্নাটক, 6 অক্টোবর: কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি এবার ভারত জোড়ো যাত্রায় যোগ দিলেন ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং অন্য নেতা-কর্মীরা সঙ্গে কর্নাটকের মান্ডা জেলায় 'ভারত জোড়ো যাত্রা'য় তিনি অংশ নেন (Congress interim president Sonia Gandhi joins Congress MP Rahul Gandhi) ৷ আগেই ঠিক ছিল ছেলে রাহুলের সঙ্গে তিনিও যাত্রায় যোগ দেবেন । শেষমেশ এটাই হল ।

জানা গিয়েছে, নভেম্বর মাসে রাহুল গান্ধির (Rahul Gandhi) 'ভারত জোড়ো যাত্রা'য় (Bharat Jodo Yatra) যোগ দেবেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi)৷ দলীয় সূত্রের খবর, নভেম্বরের শেষে এই যাত্রায় যোগ দিতে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) যাবেন তিনি ৷ খুব শিগগিরই তাঁর এই সফর চূড়ান্ত হয়ে যাবে ৷ এর আগে 'লড়কি হুঁ, লড় সকতি হুঁ'র প্রচারে চিত্রকূট যেতে দেখা গিয়েছিল সোনিয়া-কন্যাকে ৷

আরও পড়ুন: ভারত জোড়োর মিছিলে শিশুকন্যার জুতো পরিয়ে দিলেন রাহুল, সরলতা বলছে কংগ্রেস

কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, 24-25 নভেম্বর নাগাদ রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা মধ্যপ্রদেশের বুরহানপুরে হতে চলেছে ৷ এই যাত্রায় অংশ নিতে তিনি প্রায় 16 দিন সেখানেই থাকবেন ৷ তাঁর কর্মসূচির মধ্যে বাবা মহাকাল মন্দির দর্শন ও নর্মদায় স্নানও থাকছে ৷ এ ছাড়াও দলীয় কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন রাহুল গান্ধি ৷ উজ্জয়িনীতে তাঁর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার কথা বোন প্রিয়াঙ্কার ৷ তিনিও বাবা মহাকালের দর্শনে যাবেন বলে মনে করা হচ্ছে ৷

মধ্যপ্রদেশে কংগ্রেসের বিধায়ক তথা কো-অর্ডিনেটর পিসি শর্মা জানিয়েছেন, প্রত্যেক বিধানসভা কেন্দ্র দিয়ে যাবে ভারত জোড়ো যাত্রার মিছিল ৷ তাতে অংশ নেবেন কংগ্রেসের বিরাট সংখ্যক কর্মী-সমর্থক, বিধায়ক, প্রাক্তন বিধায়করা ৷ খাণ্ডওয়া, ইন্দোর, উজ্জয়িনী, আগর মালওয়া থেকে আসা সাব-যাত্রাগুলি উজ্জয়িনীতে মূল ভারত জোড়ো যাত্রার মিছিলের সঙ্গে মিশে যাবে ৷

Last Updated : Oct 6, 2022, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.