ETV Bharat / bharat

Congress Halla Bol: কংগ্রেসের 'হল্লা বোলে' উত্তপ্ত রাজধানী, কর্মীদের আটক করল পুলিশ - কংগ্রেস

দেশে দিনে দিনে জিনিসের দাম বেড়ে চলেছে ৷ এর উপর সম্প্রতি অতিরিক্ত জিএসটি চাপিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ পাশাপাশি কোভিড পরবর্তী সময়ে দেশে ঊর্ধ্বমুখী বেকারের সংখ্যাও ৷ আর তার প্রতিবাদেই রাজধানীতে হল্লা কংগ্রেসের (Congress Halla Bol Rally) ৷ এর আগে 5 অগস্ট মোদির বাসভবন ঘেরাও কর্মসূচিতে তোলপাড় হয়েছিল রাজধানী ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 4, 2022, 12:23 PM IST

Updated : Sep 4, 2022, 1:47 PM IST

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: মেগা ব়্যালি রামলীলা ময়দানে ৷ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং জিএসটি আরোপের বিরুদ্ধে আজ বিশাল মিছিল এবং জনসভার আয়োজন করেছে কংগ্রেস ৷ 7 সেপ্টেম্বর 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra) ৷ তার আগে আজ, রবিবারের রাজধানীতে 'মেহঙ্গাই পর হল্লা বোল'-এর শোরগোল ধ্বনিত হল (Congress Halla Bol Rally against inflation and corruption) ৷ হাজির রাহুল গান্ধিও ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের নেতা, কর্মীরা জড়ো হয়েছেন দিল্লিতে ৷ ইতিমধ্যে কংগ্রেস কর্মী-সমর্থকেরা মিছিল শুরু করে দিয়েছেন ৷ তাঁরা বঙ্গ ভবন থেকে আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের দিকে যাচ্ছিলেন ৷ কিন্তু মাঝপথে পুলিশ তাঁদের আটক করেছে ৷ হল্লা বোল সূচনার আগে দলের পক্ষ থেকে জানানো হয়, "'বহুত হুই মেহেঙ্গাই কি মার, আব কি বার মোদি সরকার'- এই স্লোগান যাঁরা দিয়েছিলেন তাঁদের সরকারই আজ মুদ্রাস্ফীতিতে নিত্যনতুন রেকর্ড গড়ছে ৷ আর তার জেরেই সাধারণ মানুষের জীবন বিপন্ন । এটা কোনও অবস্থাতেই সহ্য করা যায় না ৷"

হল্লা বোলের আগে টুইটে রাহুল লেখেন, "রাজা তাঁর মিত্রদের রোজগার বাড়াতে ব্য়স্ত ৷ প্রজারা মূল্যবৃদ্ধিতে ত্রস্ত ৷ মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার আগেও দশবার ভাবতে হচ্ছে ৷ এই সমস্যার জন্য প্রধানমন্ত্রী দায়ী ৷ আমরা এর বিরুদ্ধে সরব হব ৷ রাজাকে সেটা শুনতেই হবে ৷"

  • राजा मित्रों की कमाई में व्यस्त
    प्रजा महंगाई से त्रस्त

    आज, लोगों को ज़रूरत का सामान खरीदने से पहले भी दस बार सोचना पड़ रहा है। इन तकलीफों के लिए सिर्फ प्रधानमंत्री ज़िम्मेदार हैं।

    हम महंगाई के खिलाफ आवाज़ें जोड़ते जाएंगे, राजा को सुनना ही पड़ेगा।#महंगाई_पर_हल्ला_बोल_रैली

    — Rahul Gandhi (@RahulGandhi) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "করোনা পরিস্থতি কাটার পর মানুষ কিছুটা রেহাই পেবে ভেবেছিল ৷ কিন্তু মোদির মুদ্রাস্ফীতি নতুন করে বিপর্যয় ডেকে এনেছে ৷ তাই আজ রামলীলা ময়দানে কংগ্রেস এই ব়্যালি করছে ৷" তিনি সাধারণ মানুষকে এই প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানান ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও, বেকারত্ব-মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজধানী অচলের ডাক কংগ্রেসের

এর আগে 5 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ঘেরাও অভিযান (PM House Gherao in New Delhi) কর্মসূচি ছিল কংগ্রেসের ৷ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ অন্য কংগ্রেস নেতারা মূল্যবৃদ্ধি, জিএসটি, বেকারত্ব ইস্যুতে দিল্লির রাজপথে প্রতিবাদ মিছিল করেছিলেন ৷ সে সময় রাহুল গান্ধি-সহ অনেককে আটক করে পুলিশ ৷ এমনকী বাদ যাননি প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷ তাঁকেও রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে প্রায় চ্যাংদোলা করেই নিয়ে যান কয়েকজন মহিলা পুলিশ কর্মী ৷ সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয় ৷

আরও পড়ুন: বিজয় চকে আটক রাহুলরা, চ্যাংদোলা করে প্রিয়াঙ্কাকে তোলা হল গাড়িতে

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: মেগা ব়্যালি রামলীলা ময়দানে ৷ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং জিএসটি আরোপের বিরুদ্ধে আজ বিশাল মিছিল এবং জনসভার আয়োজন করেছে কংগ্রেস ৷ 7 সেপ্টেম্বর 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra) ৷ তার আগে আজ, রবিবারের রাজধানীতে 'মেহঙ্গাই পর হল্লা বোল'-এর শোরগোল ধ্বনিত হল (Congress Halla Bol Rally against inflation and corruption) ৷ হাজির রাহুল গান্ধিও ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের নেতা, কর্মীরা জড়ো হয়েছেন দিল্লিতে ৷ ইতিমধ্যে কংগ্রেস কর্মী-সমর্থকেরা মিছিল শুরু করে দিয়েছেন ৷ তাঁরা বঙ্গ ভবন থেকে আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের দিকে যাচ্ছিলেন ৷ কিন্তু মাঝপথে পুলিশ তাঁদের আটক করেছে ৷ হল্লা বোল সূচনার আগে দলের পক্ষ থেকে জানানো হয়, "'বহুত হুই মেহেঙ্গাই কি মার, আব কি বার মোদি সরকার'- এই স্লোগান যাঁরা দিয়েছিলেন তাঁদের সরকারই আজ মুদ্রাস্ফীতিতে নিত্যনতুন রেকর্ড গড়ছে ৷ আর তার জেরেই সাধারণ মানুষের জীবন বিপন্ন । এটা কোনও অবস্থাতেই সহ্য করা যায় না ৷"

হল্লা বোলের আগে টুইটে রাহুল লেখেন, "রাজা তাঁর মিত্রদের রোজগার বাড়াতে ব্য়স্ত ৷ প্রজারা মূল্যবৃদ্ধিতে ত্রস্ত ৷ মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার আগেও দশবার ভাবতে হচ্ছে ৷ এই সমস্যার জন্য প্রধানমন্ত্রী দায়ী ৷ আমরা এর বিরুদ্ধে সরব হব ৷ রাজাকে সেটা শুনতেই হবে ৷"

  • राजा मित्रों की कमाई में व्यस्त
    प्रजा महंगाई से त्रस्त

    आज, लोगों को ज़रूरत का सामान खरीदने से पहले भी दस बार सोचना पड़ रहा है। इन तकलीफों के लिए सिर्फ प्रधानमंत्री ज़िम्मेदार हैं।

    हम महंगाई के खिलाफ आवाज़ें जोड़ते जाएंगे, राजा को सुनना ही पड़ेगा।#महंगाई_पर_हल्ला_बोल_रैली

    — Rahul Gandhi (@RahulGandhi) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "করোনা পরিস্থতি কাটার পর মানুষ কিছুটা রেহাই পেবে ভেবেছিল ৷ কিন্তু মোদির মুদ্রাস্ফীতি নতুন করে বিপর্যয় ডেকে এনেছে ৷ তাই আজ রামলীলা ময়দানে কংগ্রেস এই ব়্যালি করছে ৷" তিনি সাধারণ মানুষকে এই প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানান ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও, বেকারত্ব-মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজধানী অচলের ডাক কংগ্রেসের

এর আগে 5 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ঘেরাও অভিযান (PM House Gherao in New Delhi) কর্মসূচি ছিল কংগ্রেসের ৷ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ অন্য কংগ্রেস নেতারা মূল্যবৃদ্ধি, জিএসটি, বেকারত্ব ইস্যুতে দিল্লির রাজপথে প্রতিবাদ মিছিল করেছিলেন ৷ সে সময় রাহুল গান্ধি-সহ অনেককে আটক করে পুলিশ ৷ এমনকী বাদ যাননি প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷ তাঁকেও রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে প্রায় চ্যাংদোলা করেই নিয়ে যান কয়েকজন মহিলা পুলিশ কর্মী ৷ সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয় ৷

আরও পড়ুন: বিজয় চকে আটক রাহুলরা, চ্যাংদোলা করে প্রিয়াঙ্কাকে তোলা হল গাড়িতে

Last Updated : Sep 4, 2022, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.