ETV Bharat / bharat

যশে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে 3 হাজার কোটি টাকার অর্থসাহায্য দিক কেন্দ্রীয় সরকার, দাবি কংগ্রেসের

যশের পরে ওডিশা, পশ্চিমবঙ্গের অবস্থা দেখে ওডিশার জন্য সঙ্গে সঙ্গে 500 কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী ৷ আর পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের ক্ষয়ক্ষতি অনুযায়ী সাহায্য করা হবে বলে জানান ৷ এই ভিন্ন আচরণের প্রতিবাদ করলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ৷

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা
author img

By

Published : May 29, 2021, 7:01 AM IST

Updated : May 29, 2021, 7:49 AM IST

নিউ দিল্লি, 29 মে : ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া রাজ্যগুলির জন্য 3000 কোটি টাকা করে ত্রাণ সাহায্যের দাবি জানাল কংগ্রেস ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওডিশা, পশ্চিমবঙ্গের যশ-পরবর্তী ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন ৷ ক্ষয়ক্ষতির জন্য ধার্য করা 1000 কোটি টাকার মধ্যে তিনি ওডিশার জন্য জরুরি ভিত্তিতে 500 কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন ৷ আর পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে সেই অনুযায়ী 500 কোটি টাকা দেওয়া হবে বলে জানান ৷

আরও পড়ুন : "প্রধানমন্ত্রীর সঙ্গে এই আচরণ দুঃখজনক", বৈঠকে মমতার অনুপস্থিতিতে টুইট রাজনাথের

এই বৈষম্যের প্রতিবাদে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, "আমরা এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করব, 19 মে তখতের ফলে বিপর্যস্ত গুজরাতের জন্য তিনি যে রকম সাহায্য়ের ব্যবস্থা করেছিলেন, ঠিক সে ভাবে রাজনৈতিক বৈষম্যের ঊর্ধ্বে উঠে অন্ততপক্ষে 3000 কোটি টাকার (তিন রাজ্যের ক্ষয়ক্ষতি অনুযায়ী) আর্থিক সাহায্যের ব্যবস্থা করুন ৷" উল্লেখ্য তখতে ক্ষতিগ্রস্ত গুজরাতকেই শুধুমাত্র 1000 কোটি টাকা অর্থসাহায্য করেছেন মোদি ৷

যশে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে যাওয়ার পর কেন্দ্রীয় সরকার একটি নিজস্ব "ইন্টার-মিনিস্টেরিয়াল" অর্থাৎ "আন্তঃ-মন্ত্রী" দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সাইক্লোনে মৃত ব্যক্তির আত্মীয়ের হাতে 2 লাখ টাকা আর বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য 50 হাজার টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷

নিউ দিল্লি, 29 মে : ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া রাজ্যগুলির জন্য 3000 কোটি টাকা করে ত্রাণ সাহায্যের দাবি জানাল কংগ্রেস ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওডিশা, পশ্চিমবঙ্গের যশ-পরবর্তী ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন ৷ ক্ষয়ক্ষতির জন্য ধার্য করা 1000 কোটি টাকার মধ্যে তিনি ওডিশার জন্য জরুরি ভিত্তিতে 500 কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন ৷ আর পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে সেই অনুযায়ী 500 কোটি টাকা দেওয়া হবে বলে জানান ৷

আরও পড়ুন : "প্রধানমন্ত্রীর সঙ্গে এই আচরণ দুঃখজনক", বৈঠকে মমতার অনুপস্থিতিতে টুইট রাজনাথের

এই বৈষম্যের প্রতিবাদে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, "আমরা এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করব, 19 মে তখতের ফলে বিপর্যস্ত গুজরাতের জন্য তিনি যে রকম সাহায্য়ের ব্যবস্থা করেছিলেন, ঠিক সে ভাবে রাজনৈতিক বৈষম্যের ঊর্ধ্বে উঠে অন্ততপক্ষে 3000 কোটি টাকার (তিন রাজ্যের ক্ষয়ক্ষতি অনুযায়ী) আর্থিক সাহায্যের ব্যবস্থা করুন ৷" উল্লেখ্য তখতে ক্ষতিগ্রস্ত গুজরাতকেই শুধুমাত্র 1000 কোটি টাকা অর্থসাহায্য করেছেন মোদি ৷

যশে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে যাওয়ার পর কেন্দ্রীয় সরকার একটি নিজস্ব "ইন্টার-মিনিস্টেরিয়াল" অর্থাৎ "আন্তঃ-মন্ত্রী" দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সাইক্লোনে মৃত ব্যক্তির আত্মীয়ের হাতে 2 লাখ টাকা আর বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য 50 হাজার টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷

Last Updated : May 29, 2021, 7:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.