নয়াদিল্লি, 13 অক্টোবর: বেশ কয়েক দিন ধরে টালবাহানার পর গ্রেফতার হয়েছেন মন্ত্রীপুত্র ৷ কিন্তু লখিমপুর খেরি-কাণ্ডে আপাতত হাত তুল নিতে নারাজ কংগ্রেস ৷ তাই বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাহুল গান্ধি-সহ কংগ্রেসের 7 সদস্যের একটি প্রতিনিধি দল ৷ শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেবেন কংগ্রেস নেতৃত্ব ৷
কংগ্রেসের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 7 সদস্যের ওই প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন রাহুল ৷ এছাড়াও, দলে থাকছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, দলের বর্ষীয়ান নেতা একে অ্যান্টনি, গোলাম নবি আজাদ, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী, উত্তরপ্রদেশে দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং কেসি বেণুগোপাল ৷ সকাল সাড়ে 11টায় রাষ্ট্রপতি ভবনে কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন সকলে ৷
গত 3 অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র ওরফে মনুর বিরুদ্ধে ৷ সেই ঘটনায় মোট আট জন প্রাণ হারিয়েছেন, চার জন কৃষক, এক সাংবাদিক, আশিসের গাড়ির চালক এবং বিজেপি-র তিন কর্মী ৷ ঘটনার সময় ঘাতক গাড়িটির চালকের আসনে মন্ত্রীপুত্রই ছিলেন বলে অভিযোগ কৃষকদের ৷ যদিও কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলে, দু’জনেই সেই অভিযোগ অস্বীকার করেছেন ৷
এই ঘটনায় বিরোধী দল হিসেবে কংগ্রেসকে আরও চাঙ্গা করে তুলেছে ৷ আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বিরোধীরা যাতে লখিমপুর খেরির ঘটনা নিয়ে পরিস্থিতি তাতিয়ে তুলতে না পারেন, তার জন্য বিরোধীদের লখিমপুর খেরিতে ঢুকতে বাধা দেওয়ার সবরকম চেষ্টাই করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ৷ যদিও শেষমেশ সমস্ত বাধা অতিক্রম করেই পীড়িতদের পরিবারের কাছে পৌঁছন রাহুল, প্রিয়ঙ্কা ৷
আরও পড়ুন: PM Advisor : প্রধানমন্ত্রীর নয়া উপদেষ্টা অবসরপ্রাপ্ত আইএএস অমিত খারে
অন্যদিকে, দীর্ঘ টালবাহানার পর আশিসকে শেষ পর্যন্ত গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ কিন্তু বিরোধী শিবির থেকে জোরালো দাবি উঠলেও, এখনও কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে সরানো হয়নি অজয়কে ৷ তাই রাষ্ট্রপতির কাছে বিষয়টি টেনে নিয়ে যেতে তৎপর হয়েছে কংগ্রেস ৷ সেই মর্মে গত 10 অক্টোবর রাষ্ট্রপতি ভবনে চিঠি লিখে কোবিন্দের সঙ্গে সাক্ষাতের সময় চায় তারা ৷ সেখান থেকে ইতিবাচক সাড়া পেয়েই রাষ্ট্রপতি ভবন যাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব ৷ সেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে সরানোর দাবি তুলতে পারেন তাঁরা ৷