ETV Bharat / bharat

Bharat Jodo Yatra Part 2: ফের ভারত জোড়ো যাত্রা ? নেতাদের গলায় সম্ভাবনার সুর - ভারত জোড়ো যাত্রা

আবারও হবে ভারত জোড়ো যাত্রা ? কী বললেন দলের নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh on Bharat Jodo Yatra Part 2) ?

congress considering Bharat Jodo Yatra Part 2 but no decision taken yet
ফাইল ছবি
author img

By

Published : Feb 26, 2023, 10:37 PM IST

রায়পুর, 26 ফেব্রুয়ারি: কন্যাকুমারী থেকে কাশ্মীর ৷ কংগ্রেসের দাবি, এক ভারত জোড়ো যাত্রাতেই (Bharat Jodo Yatra) নাকি বাজিমাত করে ফেলেছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তাই চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই আরও একটি ভারত জোড়ো যাত্রা করার কথা ভাবছে দলীয় নেতৃত্ব ! এ নিয়ে ইতিমধ্যেই নানা মহলে জল্পনা শুরু হলেও কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি ৷ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল, দলের অন্যতম প্রবীণ ও প্রথম সারির নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশকে ৷ রবিবার তিনি জানান, দ্বিতীয় দফায় আরও একটি ভারত জোড়ো যাত্রা করা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি (Jairam Ramesh on Bharat Jodo Yatra Part 2) ৷

এবার ছত্তিশগড়ে রায়পুরে বসেছে কংগ্রেসের 85তম মহাধিবেশন বা প্লেনারি সেশন ৷ এই মঞ্চে অন্যদের পাশাপাশি জয়রাম রমেশও উপস্থিত ছিলেন ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়রাম বলেন, "ভারত জোড়ো যাত্রা পার্ট 2 নিয়ে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবনাচিন্তা করছি ৷ কিন্তু, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আমাদের মাথায় অনেক ধরনের পরিকল্পনা রয়েছে ৷ কিন্তু, সবই রয়েছে আলোচনার স্তরে ৷" অর্থাৎ, ফের একটি ভারত জোড়ো যাত্রার সম্ভাবনা উড়িয়েও দেননি জয়রাম ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদে রাহুলই প্রথম পছন্দ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আর এক কংগ্রেস নেতা পবন খেরাও ৷ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আরও একটি ভারত জোড়ো যাত্রা করা যায় কি না, তা নিয়ে কথাবার্তা চলছে ৷ তবে, এবার আর উত্তর-দক্ষিণে নয় ৷ ভারতকে জোড়া হবে পূর্ব-পশ্চিমে ৷ অর্থাৎ, দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রা আয়োজিত হলে তা করা হবে পূর্ব-পশ্চিমের রুট ধরে ৷ যদিও পবনও জানিয়েছেন, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

এই প্রসঙ্গে পবন বলেন, "আরও একটি ভারত জোড়ো যাত্রা করা যায় কিনা, আমরা তা নিয়ে ভাবছি ৷ তবে, এখনও কোনও কিছু স্থির করা হয়নি ৷ যদি দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রা দেশের পূর্ব প্রান্ত থেকে শুরু হয়ে পশ্চিমে গিয়ে শেষ হয়, তাহলে যাত্রার শুরু ও শেষটা কোন কোন জায়গায় হবে ? কোন পথেই বা যাত্রা এগিয়ে চলবে ? এইসব বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷"

রায়পুর, 26 ফেব্রুয়ারি: কন্যাকুমারী থেকে কাশ্মীর ৷ কংগ্রেসের দাবি, এক ভারত জোড়ো যাত্রাতেই (Bharat Jodo Yatra) নাকি বাজিমাত করে ফেলেছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তাই চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই আরও একটি ভারত জোড়ো যাত্রা করার কথা ভাবছে দলীয় নেতৃত্ব ! এ নিয়ে ইতিমধ্যেই নানা মহলে জল্পনা শুরু হলেও কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি ৷ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল, দলের অন্যতম প্রবীণ ও প্রথম সারির নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশকে ৷ রবিবার তিনি জানান, দ্বিতীয় দফায় আরও একটি ভারত জোড়ো যাত্রা করা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি (Jairam Ramesh on Bharat Jodo Yatra Part 2) ৷

এবার ছত্তিশগড়ে রায়পুরে বসেছে কংগ্রেসের 85তম মহাধিবেশন বা প্লেনারি সেশন ৷ এই মঞ্চে অন্যদের পাশাপাশি জয়রাম রমেশও উপস্থিত ছিলেন ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়রাম বলেন, "ভারত জোড়ো যাত্রা পার্ট 2 নিয়ে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবনাচিন্তা করছি ৷ কিন্তু, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আমাদের মাথায় অনেক ধরনের পরিকল্পনা রয়েছে ৷ কিন্তু, সবই রয়েছে আলোচনার স্তরে ৷" অর্থাৎ, ফের একটি ভারত জোড়ো যাত্রার সম্ভাবনা উড়িয়েও দেননি জয়রাম ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদে রাহুলই প্রথম পছন্দ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আর এক কংগ্রেস নেতা পবন খেরাও ৷ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আরও একটি ভারত জোড়ো যাত্রা করা যায় কি না, তা নিয়ে কথাবার্তা চলছে ৷ তবে, এবার আর উত্তর-দক্ষিণে নয় ৷ ভারতকে জোড়া হবে পূর্ব-পশ্চিমে ৷ অর্থাৎ, দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রা আয়োজিত হলে তা করা হবে পূর্ব-পশ্চিমের রুট ধরে ৷ যদিও পবনও জানিয়েছেন, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

এই প্রসঙ্গে পবন বলেন, "আরও একটি ভারত জোড়ো যাত্রা করা যায় কিনা, আমরা তা নিয়ে ভাবছি ৷ তবে, এখনও কোনও কিছু স্থির করা হয়নি ৷ যদি দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রা দেশের পূর্ব প্রান্ত থেকে শুরু হয়ে পশ্চিমে গিয়ে শেষ হয়, তাহলে যাত্রার শুরু ও শেষটা কোন কোন জায়গায় হবে ? কোন পথেই বা যাত্রা এগিয়ে চলবে ? এইসব বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.