নয়াদিল্লি, 24 ডিসেম্বর: নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ ভাষণ দেওয়ার সময় ব্যবহার করেছেন 'পনৌতি' আর 'জেবকাটরা' শব্দ দু'টি ৷ অভিযোগ, কংগ্রেস সাংসদ প্রধানমন্ত্রীকে লক্ষ করেই এই শব্দগুলি বলেছেন ৷ বিজেপির দাবি, রাহুল বোঝানোের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন বলেই ভারতকে হারতে হয়েছে। এই মর্মে কমিশনের কাছে রাহুল গান্ধির বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ জানিয়েছে বিজেপি ৷ এরপর বৃহস্পতিবার রাহুলের কাছ থেকে এমন শব্দ ব্যবহারের কারণ জানতে চেয়ে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন ৷ 25 নভেম্বর সন্ধ্যা 6টার মধ্যে তাঁকে নির্বাচন কমিশনের কাছে জবাব দিতে হবে ৷
তবে এই ঘটনায় ভুল কিছু দেখছে না কংগ্রেস ৷ দেশের প্রাচীনতম দলটির মিডিয়া সেলের প্রধান পবন খেরা ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "আমরা নির্বাচন কমিশনের নোটিশের যোগ্য জবাব দেব" ৷ রাজস্থানে নির্বাচনী ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধি 'পনৌতি', 'জেবকাটরা' শব্দগুলি ব্যবহার করেছিলেন ৷ আর তা নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে।
পনৌতি হিন্দি শব্দ ৷ এই শব্দ দিয়ে এমন ব্যক্তিকে বোঝানে হয় যে খারাপ খবর দেয় অর্থাৎ সে অপয়া ৷ অন্যদিকে, 'জেবকাটরা' শব্দের অর্থ পকেটমার ৷ এই বিষয়ে কংগ্রেসের কার্যকরী কমিটির এক সদস্য জানান, রাহুল গান্ধি এই দু'টি শব্দ ব্যবহার করে কোনও ভুল কিছু করেননি ৷ পনৌতি শব্দটা তো ভিড় থেকেই শোনা গিয়েছিল ৷ আমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের দিন হাজার হাজার মানুষ ভিড় করেছিল ৷ রাহুল গান্ধি শুধু কারও নাম না-করে এই শব্দটি বার বার উচ্চারণ করেছেন ৷ অতএব তিনি কাকে এ কথা বলেছেন তা স্পষ্ট নয়। তাই এই অভিযোগটিও ঠিক পরিষ্কার নয় ৷ পকেটমার শব্দটাও উপমা হিসেবে ব্যবহার হয় ৷ সাধারণ ভাবেই এই ধরনের শব্দ বলা হয়ে থাকে ৷ এখানেও রাহুল গান্ধি সরাসরি কারও নাম না-করে এই শব্দটি বলেছেন ৷ মানে এখানেও রাহুুলকে অভিযুক্ত করা যায় না বলে দাবি কংগ্রেসের।
এদিকে, কার্যত রাহুলের সুরই শোনা গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনিও বৃহস্পতিবার দলীয় সভা থেকে বিশ্বকাপ ফাইনালে হারের দায় চাপিয়েছেন গেরুয়া শিবিরের শীর্ষনেতাদের কাঁধেই। তাঁকে বলতে শোনা যায় 'পাপিষ্ঠরা যেখানে যাবে সেখানে মনে রাখবেন...'। মানে পাপিষ্ঠরা কোথাও গেলে সেখানে খারাপ ঘটনাই ঘটবে বলে দাবি মমতার। এখানে তৃণমূল সুপ্রিমোও কারও নাম করেননি। তবে নেতাকে নিশানা করা হচ্ছে দাবি করে বিজেপি মমতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার কথা ভাবে কিনা সেটাই দেখার এখন।
আরও পড়ুন:
- প্রধানমন্ত্রীকে 'অপয়া' মন্তব্যের জের! রাহুলকে নোটিশ ধরাল নির্বাচন কমিশন
- মোদি-শাহকে পকেটমার গ্যাংয়ের সঙ্গে তুলনা রাহুলের!
- 'আমাদের ছেলেরা জিতছিল, অপয়া গিয়ে হারিয়ে দিল...!' বিশ্বকাপ হাতছাড়া হওয়ার দায় কার উপর চাপালেন রাহুল ?