ETV Bharat / bharat

lakhimpur kheri case : লখিমপুর যাওয়ার পথে গ্রেফতার প্রিয়াঙ্কা, দাবি কংগ্রেসের - প্রিয়াঙ্কা গান্ধিকে গ্রেফতারের অভিযোগ

সোমবার প্রিয়াঙ্কা গান্ধিকে সীতাপুরের কাছে হরগাঁও নামে একটি জায়গা থেকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে কংগ্রেস ৷

lakhimpur kheri case
লখিমপুর যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধিকে গ্রেফতারের অভিযোগ
author img

By

Published : Oct 4, 2021, 7:50 AM IST

Updated : Oct 4, 2021, 8:30 AM IST

লখনউ, 4 অক্টোবর : লখিমপুর খেরি যাওয়ার পথে আটকে দেওয়া হল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে ৷ এমনকি তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস ৷ সোমবার লখিমপুর যাওয়ার পথে সীতাপুরের কাছে হরগাঁও নামে একটি জায়গা থেকে প্রিয়াঙ্কাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি ৷

রবিবার, লখিমপুর কাণ্ডের পরেই কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল, এলাকায় যেতে পারেন প্রিয়াঙ্কা ৷ জানা গিয়েছিল, মৃত কৃষকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি ৷ রবিবার রাতেই লখনউ বিমানবন্দরে পৌঁছে যান প্রিয়াঙ্কা ৷ কর্মী-সমর্থকদের সঙ্গে প্রথমে কিছুটা পায়ে হেঁটে ও পরে গাড়ি করে লখিমপুর যাওয়ার চেষ্টা করেন প্রিয়াঙ্কা ৷ কংগ্রেসের অভিযোগ, এরপর লখিমপুর যাওয়ার পথে দফায় দফায় প্রিয়াঙ্কাকে বাধা দেয় উত্তরপ্রদেশ পুলিশ ৷ পরে সীতাপুরের কাছে তাঁকে গ্রেফতার করা হয় ৷ গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা ৷ উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করে তাঁর প্রশ্ন, "নির্যাতিতদের পাশে দাঁড়াতে চেয়ে আমি কি কোনও অপরাধ করেছি ? তাহলে কেন ওয়ারেন্ট ছাড়া আমাকে আটকানো হচ্ছে ৷" সরকার রাজনীতি করে কৃষকদের বিপদে ফেলতে চাইছে বলেও তাঁর অভিযোগ ৷

  • आखिरकार वही हुआ, जिसकी BJP से उम्मीद थी

    'महात्मा गांधी' के लोकतांत्रिक देश में 'गोडसे' के उपासकों ने भारी बारिश और पुलिसबल से संघर्ष करते हुए अन्नदाताओं से मिलने जा रही हमारी नेता @priyankagandhi जी को हरगांव से गिरफ्तार किया..

    ये लड़ाई का सिर्फ आरंभ है!! किसान एकता जिंदाबाद pic.twitter.com/vehKIxh87B

    — Srinivas BV (@srinivasiyc) October 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : lakhimpur Kheri case : লখিমপুর খেরিতে মৃত বেড়ে 8, তীব্র নিন্দা মমতার ; যাচ্ছে 5 সদস্যের তৃণমূলের প্রতিনিধিদল

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর কর্মসূচির প্রতিবাদে এদিন সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ, সেসময় আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় আরও বেশ কয়েকজনের ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা, শুরু হয় অশান্তি ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতে ৷ গোটা ঘটনার প্রতিবাদে সোমবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ৷ সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে ঘটনার তদন্তের দাবি জানান হয়েছে সংগঠনের তরফে ৷

তবে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির দাবি, ওই আন্দোলনে কৃষকদের ছদ্মবেশে বেশ কিছু দুষ্কৃতী ছিল ৷ তারাই এই ঘটনার জন্য দায়ী ৷ তাঁর পাল্টা অভিযোগ, ঘটনাস্থলে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে তাঁর গাড়ির ড্রাইভারকেও ৷ অজয় মিশ্র টেনির দাবি, তাঁর ছেলে কোনওভাবেই এই ঘটনায় জড়িত নয় ৷

লখনউ, 4 অক্টোবর : লখিমপুর খেরি যাওয়ার পথে আটকে দেওয়া হল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে ৷ এমনকি তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস ৷ সোমবার লখিমপুর যাওয়ার পথে সীতাপুরের কাছে হরগাঁও নামে একটি জায়গা থেকে প্রিয়াঙ্কাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি ৷

রবিবার, লখিমপুর কাণ্ডের পরেই কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল, এলাকায় যেতে পারেন প্রিয়াঙ্কা ৷ জানা গিয়েছিল, মৃত কৃষকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি ৷ রবিবার রাতেই লখনউ বিমানবন্দরে পৌঁছে যান প্রিয়াঙ্কা ৷ কর্মী-সমর্থকদের সঙ্গে প্রথমে কিছুটা পায়ে হেঁটে ও পরে গাড়ি করে লখিমপুর যাওয়ার চেষ্টা করেন প্রিয়াঙ্কা ৷ কংগ্রেসের অভিযোগ, এরপর লখিমপুর যাওয়ার পথে দফায় দফায় প্রিয়াঙ্কাকে বাধা দেয় উত্তরপ্রদেশ পুলিশ ৷ পরে সীতাপুরের কাছে তাঁকে গ্রেফতার করা হয় ৷ গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা ৷ উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করে তাঁর প্রশ্ন, "নির্যাতিতদের পাশে দাঁড়াতে চেয়ে আমি কি কোনও অপরাধ করেছি ? তাহলে কেন ওয়ারেন্ট ছাড়া আমাকে আটকানো হচ্ছে ৷" সরকার রাজনীতি করে কৃষকদের বিপদে ফেলতে চাইছে বলেও তাঁর অভিযোগ ৷

  • आखिरकार वही हुआ, जिसकी BJP से उम्मीद थी

    'महात्मा गांधी' के लोकतांत्रिक देश में 'गोडसे' के उपासकों ने भारी बारिश और पुलिसबल से संघर्ष करते हुए अन्नदाताओं से मिलने जा रही हमारी नेता @priyankagandhi जी को हरगांव से गिरफ्तार किया..

    ये लड़ाई का सिर्फ आरंभ है!! किसान एकता जिंदाबाद pic.twitter.com/vehKIxh87B

    — Srinivas BV (@srinivasiyc) October 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : lakhimpur Kheri case : লখিমপুর খেরিতে মৃত বেড়ে 8, তীব্র নিন্দা মমতার ; যাচ্ছে 5 সদস্যের তৃণমূলের প্রতিনিধিদল

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর কর্মসূচির প্রতিবাদে এদিন সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ, সেসময় আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় আরও বেশ কয়েকজনের ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা, শুরু হয় অশান্তি ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতে ৷ গোটা ঘটনার প্রতিবাদে সোমবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ৷ সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে ঘটনার তদন্তের দাবি জানান হয়েছে সংগঠনের তরফে ৷

তবে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির দাবি, ওই আন্দোলনে কৃষকদের ছদ্মবেশে বেশ কিছু দুষ্কৃতী ছিল ৷ তারাই এই ঘটনার জন্য দায়ী ৷ তাঁর পাল্টা অভিযোগ, ঘটনাস্থলে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে তাঁর গাড়ির ড্রাইভারকেও ৷ অজয় মিশ্র টেনির দাবি, তাঁর ছেলে কোনওভাবেই এই ঘটনায় জড়িত নয় ৷

Last Updated : Oct 4, 2021, 8:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.