নয়াদিল্লি, 15 অগস্ট : স্বাধীনতা সংগ্রামীদের (Freedom Fighter) আত্মত্যাগকে ছোট করে দেখাতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ সোমবার 76 তম স্বাধীনতা দিবসে (76th Independence Day) কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীর আরও অভিযোগ, কেন্দ্রীয় সরকার শুধু আত্মপ্রচারেই ব্যস্ত ৷
প্রসঙ্গত, গতকাল, রবিবার বিজেপির (BJP) তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয় ৷ সেখানে দেশভাগের বিষয়টি তুলে ধরা হয় ৷ সেই ভিডিয়োতে মহম্মদ আলি জিন্নার ছবির পাশাপাশি জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) ছবি দেওয়া হয় ৷ অন্যদিকে কর্নাটক সরকার সংবাদপত্রে যে বিজ্ঞাপন দিয়েছে, সেখানে স্বাধীনতা সংগ্রামীদের ছবির মধ্যে নেহরুকে বাদ দেওয়া হয়েছে ৷ এই নিয়েও সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস ৷
আর সোনিয়া গান্ধির মন্তব্য এরই প্রেক্ষিতে করা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ স্বাধীনতা দিবসের বার্তায় সোনিয়া আরও বলেন, ‘‘বন্ধুরা গত 75 বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি ৷ কিন্তু বর্তমানের আত্মমগ্ন সরকার স্বাধীনতা সংগ্রামীদের মহান বলিদান ও দেশের গৌরবময় লক্ষ্যপূরণকে তুচ্ছ করে দেখাচ্ছে ৷ এটা কখনও মেনে নেওয়া যায় না ৷’’
অন্যদিকে স্বাধীনতা দিবসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ একজোট হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ৷ কংগ্রেস এদিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজাদি গৌরব যাত্রার আয়োজন করে ৷ ওই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন ৷ এদিনের কর্মসূচিতে তাঁর সঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও (Rahul Gandhi) ছিলেন ৷
আরও পড়ুন : লালকেল্লার ভাষণে নতুন দেশ গড়ার ডাক মোদির