ETV Bharat / bharat

Tomato Price Hike: টমেটোর মূল্যবৃদ্ধি মোদির ভুল নীতির কারণেই, তোপ কংগ্রেসের; শীঘ্রই কমার আশ্বাস কেন্দ্রের - নরেন্দ্র মোদি

টমেটোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুল নীতির কারণেই ৷ এমনই অভিযোগ করল কংগ্রেস ৷ তবে শীঘ্রই টমেটোর দাম কমার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

Tomato Price Hike
Tomato Price Hike
author img

By

Published : Jun 27, 2023, 7:54 PM IST

নয়াদিল্লি, 27 জুন: পঞ্চাশের দশকের বাংলা ছবি 'ছেলে কার'-এ মুখ্য চরিত্র বিকাশ রায়ের প্রাণের থেকেও প্রিয় ছিল তাঁর দত্তক নেওয়া ছেলে টমেটো ৷ তবে সেই টমেটোই তার স্বাস্থ্যের কারণে বিকাশ রায়ের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ৷ তবে এ বার বাস্তবেও মাথাব্যাথার কারণ টমেটো ৷ রান্নায় অত্যন্ত জরুরি, অনেকেরই সাধের এই সবজির ক্রমবর্ধমান দাম গৃহস্থের পকেটের পাশাপাশি আগুন ধরিয়েছে রাজনীতিতেও ৷ টমেটোর দাম বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'ভুল নীতি'কেই দায়ী করেছে কংগ্রেস ৷ যদিও, কেন্দ্রের দাবি, এটা সাময়িক ৷ শিগগিরই কমে যাবে টমেটোর দাম ৷

সবজি বিক্রেতা এবং পাইকারী বিক্রেতারা টমেটো সরবরাহে ঘাটতির জন্য বৃষ্টিকে দায়ী করেছেন, যার ফলে অনেক শহরের খুচরা বাজারে রান্নাঘরের অন্যতম প্রধান এই উপাদানের দাম আকাশচুম্বী হয়েছে । টমেটোর ক্রমবর্ধমান দাম নিয়ে একটি মিডিয়া রিপোর্ট ট্যাগ করে, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ মঙ্গলবার একহাত নিয়েছেন কেন্দ্রীয় সরকারকে ৷ তিনি টুইটারে লিখেছেন, "প্রধানমন্ত্রী টমেটো, পেঁয়াজ এবং আলুকে শীর্ষ অগ্রাধিকার হিসাবে বর্ণনা করেছিলেন । কিন্তু তাঁর ভুল নীতির কারণে...প্রথমে টমেটোকে রাস্তায় ছুড়ে ফেলার পরিস্থিতি হয় আবার তার প্রতি কেজি 100 টাকাতেও বিক্রি হয় !"

মহিলা কংগ্রেসের প্রধান নেত্তা ডি'সুজাও কেন্দ্রকে বিঁধে বলেছেন, ডাল উধাও, ময়দা উধাও, তেল উধাও, গরিবের প্লেট থেকে শাকসবজিও উধাও । তাঁর কথায়, "মোদিজি, আপনি বিদেশের অর্থনীতি নিয়ে বড় বড় কথা বলেন, কিন্তু মুদ্রাস্ফীতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে । নির্মলাজি, পেঁয়াজের পরে, আমাদের কি টমেটো খাওয়াও বন্ধ করা উচিত ?"

আরও পড়ুন: দাম বেড়েছে পেন্সিল, ম্যাগির! অভিযোগ জানিয়ে মোদিকে চিঠি লিখল ছ'বছরের শিশু

যদিও কেন্দ্রের দাবি, টমেটোর দামের বৃদ্ধি একটি অস্থায়ী মরশুমী ঘটনা এবং শীঘ্রই এর দাম কমে যাবে ৷ উপভোক্তা বিষয়ক সম্পাদক রোহিত কুমার সিং বলেন, "এটি একটি অত্যন্ত পচনশীল পণ্য । হঠাৎ বৃষ্টি হওয়া এলাকায় পরিবহণ ক্ষতিগ্রস্ত হয় । এটি একটি অস্থায়ী সমস্যা । দাম শীঘ্রই কমে যাবে । প্রতি বছর এই সময়ে এটি ঘটে ৷"

উপভোক্তা বিষয়ক দফতরের তথ্য অনুসারে, 27 জুন সর্বভারতীয় ভিত্তিতে টমেটোর গড় দাম প্রতি কেজি 46 টাকা । মোডাল প্রাইস হল প্রতি কেজি 50 টাকা, আর সর্বোচ্চ দাম প্রতি কেজি 122 টাকা । চারটি মহানগরের দিকে তাকালে, দিল্লিতে টমেটোর খুচরো মূল্য প্রতি কেজি 60 টাকা, মুম্বইতে প্রতি কেজি 42 টাকা, কলকাতায় প্রতি কেজি 75 টাকা এবং চেন্নাইয়ে প্রতি কেজি টমেটোর দাম 67 টাকা ।

অন্যান্য বড় শহরগুলির মধ্যে, বেঙ্গালুরুতে প্রতি কেজি 52 টাকা, জম্মুতে 80 টাকা, লখনউতে প্রতি কেজি 60 টাকা, শিমলায় প্রতি কেজি 88 টাকা, ভুবনেশ্বরে 100 টাকা এবং রায়পুরে প্রতি কেজি টমেটোর দাম 99 টাকা । দফতরের তথ্য অনুযায়ী গোরক্ষপুর (উত্তরপ্রদেশ) এবং বেল্লারি (কর্ণাটক)-তে টমেটোর দাম সর্বোচ্চ, প্রতি কেজি 122 টাকা ৷

নয়াদিল্লি, 27 জুন: পঞ্চাশের দশকের বাংলা ছবি 'ছেলে কার'-এ মুখ্য চরিত্র বিকাশ রায়ের প্রাণের থেকেও প্রিয় ছিল তাঁর দত্তক নেওয়া ছেলে টমেটো ৷ তবে সেই টমেটোই তার স্বাস্থ্যের কারণে বিকাশ রায়ের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ৷ তবে এ বার বাস্তবেও মাথাব্যাথার কারণ টমেটো ৷ রান্নায় অত্যন্ত জরুরি, অনেকেরই সাধের এই সবজির ক্রমবর্ধমান দাম গৃহস্থের পকেটের পাশাপাশি আগুন ধরিয়েছে রাজনীতিতেও ৷ টমেটোর দাম বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'ভুল নীতি'কেই দায়ী করেছে কংগ্রেস ৷ যদিও, কেন্দ্রের দাবি, এটা সাময়িক ৷ শিগগিরই কমে যাবে টমেটোর দাম ৷

সবজি বিক্রেতা এবং পাইকারী বিক্রেতারা টমেটো সরবরাহে ঘাটতির জন্য বৃষ্টিকে দায়ী করেছেন, যার ফলে অনেক শহরের খুচরা বাজারে রান্নাঘরের অন্যতম প্রধান এই উপাদানের দাম আকাশচুম্বী হয়েছে । টমেটোর ক্রমবর্ধমান দাম নিয়ে একটি মিডিয়া রিপোর্ট ট্যাগ করে, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ মঙ্গলবার একহাত নিয়েছেন কেন্দ্রীয় সরকারকে ৷ তিনি টুইটারে লিখেছেন, "প্রধানমন্ত্রী টমেটো, পেঁয়াজ এবং আলুকে শীর্ষ অগ্রাধিকার হিসাবে বর্ণনা করেছিলেন । কিন্তু তাঁর ভুল নীতির কারণে...প্রথমে টমেটোকে রাস্তায় ছুড়ে ফেলার পরিস্থিতি হয় আবার তার প্রতি কেজি 100 টাকাতেও বিক্রি হয় !"

মহিলা কংগ্রেসের প্রধান নেত্তা ডি'সুজাও কেন্দ্রকে বিঁধে বলেছেন, ডাল উধাও, ময়দা উধাও, তেল উধাও, গরিবের প্লেট থেকে শাকসবজিও উধাও । তাঁর কথায়, "মোদিজি, আপনি বিদেশের অর্থনীতি নিয়ে বড় বড় কথা বলেন, কিন্তু মুদ্রাস্ফীতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে । নির্মলাজি, পেঁয়াজের পরে, আমাদের কি টমেটো খাওয়াও বন্ধ করা উচিত ?"

আরও পড়ুন: দাম বেড়েছে পেন্সিল, ম্যাগির! অভিযোগ জানিয়ে মোদিকে চিঠি লিখল ছ'বছরের শিশু

যদিও কেন্দ্রের দাবি, টমেটোর দামের বৃদ্ধি একটি অস্থায়ী মরশুমী ঘটনা এবং শীঘ্রই এর দাম কমে যাবে ৷ উপভোক্তা বিষয়ক সম্পাদক রোহিত কুমার সিং বলেন, "এটি একটি অত্যন্ত পচনশীল পণ্য । হঠাৎ বৃষ্টি হওয়া এলাকায় পরিবহণ ক্ষতিগ্রস্ত হয় । এটি একটি অস্থায়ী সমস্যা । দাম শীঘ্রই কমে যাবে । প্রতি বছর এই সময়ে এটি ঘটে ৷"

উপভোক্তা বিষয়ক দফতরের তথ্য অনুসারে, 27 জুন সর্বভারতীয় ভিত্তিতে টমেটোর গড় দাম প্রতি কেজি 46 টাকা । মোডাল প্রাইস হল প্রতি কেজি 50 টাকা, আর সর্বোচ্চ দাম প্রতি কেজি 122 টাকা । চারটি মহানগরের দিকে তাকালে, দিল্লিতে টমেটোর খুচরো মূল্য প্রতি কেজি 60 টাকা, মুম্বইতে প্রতি কেজি 42 টাকা, কলকাতায় প্রতি কেজি 75 টাকা এবং চেন্নাইয়ে প্রতি কেজি টমেটোর দাম 67 টাকা ।

অন্যান্য বড় শহরগুলির মধ্যে, বেঙ্গালুরুতে প্রতি কেজি 52 টাকা, জম্মুতে 80 টাকা, লখনউতে প্রতি কেজি 60 টাকা, শিমলায় প্রতি কেজি 88 টাকা, ভুবনেশ্বরে 100 টাকা এবং রায়পুরে প্রতি কেজি টমেটোর দাম 99 টাকা । দফতরের তথ্য অনুযায়ী গোরক্ষপুর (উত্তরপ্রদেশ) এবং বেল্লারি (কর্ণাটক)-তে টমেটোর দাম সর্বোচ্চ, প্রতি কেজি 122 টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.