নয়াদিল্লি, 2 জানুয়ারি: নোটবন্দির (Demonetisation) সিদ্ধান্ত 'বহাল রাখেনি' সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ এমনটাই মনে করছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস (Congress) ৷ দলের তরফে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ (Jairam Ramesh) সোমবার এই প্রসঙ্গে বলেন, "শীর্ষ আদালতের অধিকাংশ রায় সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত বিষয়গুলির মধ্যেই সীমাবদ্ধ থাকে ৷ সেই সিদ্ধান্তের ফলশ্রুতির সঙ্গে এর কোনও সম্পর্ক থাকে না ৷" যদিও কংগ্রেসের এই যুক্তি মানতে নারাজ বিজেপি (BJP) ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi) বলেন, "যাঁরা নোটবন্দির বিরোধিতা করেছিলেন, শীর্ষ আদালতের এদিনের রায় তাঁদের গালে থাপ্পড় কষিয়ে দিয়েছে ৷"
প্রসঙ্গত, 2016 সালের 8 (আট) নভেম্বর রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেই ভাষণে তিনি ঘোষণা করেন, ওই দিনই মধ্যরাত থেকে চলতি 500 এবং 1000 টাকার নোট বাতিল হয়ে যাচ্ছে ৷ তারপর অনেক সময় পেরিয়ে গিয়েছে ৷ কেন্দ্রের দাবি ছিল, কালো টাকা উদ্ধারের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে ৷
অন্যদিকে, সমালোচকদের বক্তব্য, এই সিদ্ধান্তের জেরে দেশের বা দেশবাসীর কোনও লাভই হয়নি ৷ বরং তাঁদের হয়রানি বেড়েছে ৷ এমনকী, এই বিষয়ে আইনভঙ্গেরও অভিযোগ তোলা হয় ৷ আর তা নিয়েই মামলা রুজু করা হয় সুপ্রিম কোর্টে ৷ সোমবার সেই মামলার রায়ে আদালত জানিয়ে দেয়, নোটবন্দির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোনও আইন ভাঙেনি ৷ আদালতের এই রায়ে উচ্ছ্বসিত গেরুয়াশিবির ৷ কিন্তু, কংগ্রেস বিষয়টি অন্যভাবে ব্যাখ্য়া করছে ৷
আরও পড়ুন: আইন মেনেই নোটবন্দি ! সুপ্রিম রায়ে স্বস্তিতে মোদি সরকার
জয়রাম বলেন, "যদি বলা হয়, সুপ্রিম কোর্ট নোটবন্দির সিদ্ধান্ত বহাল রেখেছে (Uphold), তাহলে একেবারেই তা ভুল এবং বিভ্রান্তিকর ৷ 2016 সালের 8 নভেম্বর নোটবন্দি ঘোষণা করার আগে 1934 সালের আরবিআই আইনের 26(2) ধারাটি ঠিকমতো পালন করা হয়েছিল, নাকি সেই আইন লঙ্ঘন করা হয়েছিল, শুধুমাত্র সেটুকু বিচার করেই সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে ৷ এর বেশি আর কিছু নয় ৷"
কংগ্রেস নেতার বক্তব্য, "সংশ্লিষ্ট রায়ে নোটবন্দির প্রভাব সম্পর্কে কিছুই বলা হয়নি ৷ এটি আদতে একটি সামগ্রিক বিপর্যয়কর সিদ্ধান্ত ছিল ৷ এর ফলে বৃদ্ধির গতি বাধাপ্রাপ্ত হয়, ছোট ও কুটীর শিল্প খোঁড়াতে শুরু করে এবং অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষের জীবনযাপন শেষ হয়ে যায় ৷"
অন্যদিকে, এদিনের রায়দানের পর মুক্তার আব্বাস নকভির মুখে ফের একবার মোদিবন্দনা শোনা গিয়েছে ৷ তিনি বলেন, "ভারতের মানুষ ইতিমধ্য়েই মোদির নোটবন্দির সিদ্ধান্তকে সঠিক বলে রায় দিয়ে দিয়েছেন ৷ আর আজ, দেশের সর্বোচ্চ আদালত, দেশের বিচারব্যবস্থাও একই কথা বলল ৷"