নয়াদিল্ল, 28 সেপ্টেম্বর : কে হবেন কংগ্রেসের (Congress) পরবর্তী সভাপতি ? জাতীয় রাজনীতিতে এই প্রশ্নের চেয়েও সবচেয়ে বেশি কৌতূহল যে বিষয়টিকে নিয়ে, তা হল - শেষ পর্যন্ত কার উপর ভরসা করবে গান্ধি পরিবার !
প্রায় প্রতিদিনই নতুন করে কোনও না কোনও নেতার নাম শোনা যাচ্ছে কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসেবে ৷ বুধবার যেমন সামনে এল বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের (Digvijaya Singh) নাম ৷ কংগ্রেসের একটি সূত্রের খবর, মধ্যপ্রদেশের এই নেতা সভাপতি পদের দৌড়ে রয়েছেন ৷ তিনিও নির্বাচনী লড়াইয়ে নামতে পারেন ৷ সেই কারণেই বৃহস্পতিবারই হয়তো তিনি দিল্লিতে আসবেন ৷
প্রসঙ্গত, 2019 সালে ভোটে ভরাডুবির পর রাহুল গান্ধি (Rahul Gandhi) কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন ৷ তার পর আর তিনি ওই পদে বসতে আগ্রহী নন ৷ প্রায় তিন বছর টালবাহানার পর অবশেষে আগামী অক্টোবরে হতে চলেছে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন (Congress President Election) ৷
সূত্রের খবর, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) চাইছেন গান্ধি পরিবারের বাইরের কেউ এবার দায়িত্ব নিন ৷ সেক্ষেত্রে তাঁর আস্থাভাজন কাউকে ওই পদে বসাতে আগ্রহী তিনি ৷ সেই কারণে শুরুতেই সভাপতিত্বের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন অশোক গেহলত (Ashok Gehlot) ৷ কিন্তু সভাপতি হতে গেলে তাঁকে রাজস্থানের মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হবে ৷
সেই সম্ভাবনা তৈরি হতেই রাজস্থান কংগ্রেসে ডামাডোল শুরু হয়েছে ৷ সম্ভাব্য মুখ্যমন্ত্রিত্বের দাবিদার শচীন পাইলট (Sachin Pilot) ৷ কিন্তু গেহলত চাইছেন তাঁর অনুগামীদের মধ্যে কাউকে বেছে নেওয়া হোক রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে ৷ এই নিয়ে তাঁর অনুগামীরা পদত্যাগের হুঁশিয়ারিও দিয়েছেন ৷
সূত্রের খবর, এই বিদ্রোহে ক্ষুব্ধ সোনিয়া ৷ তাই সভাপতিত্বের দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে পড়েছেন অশোক গেহলত ৷ এই পরিস্থিতিতে সোনিয়া দলের বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করছেন ৷ এদিন তিনি বৈঠক করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা এ কে অ্যান্টনির সঙ্গে ৷ সেখানে কারা নির্বাচনে লড়বেন, সেই নিয়ে আলোচনা হয়েছে ৷
আগামী 17 অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন৷ আগামী 30 সেপ্টেম্বর মনোনয়ন পেশের শেষদিন ৷ হাতে আর মাত্র দু’দিন৷ এখন দেখার শেষ পর্যন্ত কোন কোন কংগ্রেস নেতা দলের সর্বোচ্চ পদে বসার লড়াইয়ে নামেন !
আরও পড়ুন : সংকট কাটাতে দিল্লি যাচ্ছেন গেহলত, কথা বলবেন কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে