ETV Bharat / bharat

Cong Prez Poll: তামিলনাড়ুতে থারুরের থেকে অনেক এগিয়ে খাড়গে - কংগ্রেস সভাপতি নির্বাচন

প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) তামিলনাড়ুর কর্মী-সমর্থকদের মধ্যে দলের সভাপতি নির্বাচনের (Cong Prez Poll) জন্য থারুরের (Shashi Tharoor) থেকে প্রিয় হিসাবে দেখা যাচ্ছে ৷

cong-prez-poll-mallikarjun-kharge-marches-ahead-of-shashi-tharoor-in-tamil-nadu
তামিলনাড়ুতে থারুরের থেকে অনেক এগিয়ে খাড়গে
author img

By

Published : Oct 7, 2022, 3:27 PM IST

চেন্নাই, 7 অক্টোবর: কংগ্রেস সভাপতি নির্বাচনের (Cong Prez Poll) আগে তামিলনাড়ুতে পাল্লা ভারী শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge)৷ ভোটের আগে সমর্থন চেয়ে সে রাজ্যে তাঁর প্রতিদ্বন্দ্বী শশী থারুর দলীয় কর্মীদের বৈঠক ডেকেছিলেন ৷ তবে সেই বৈঠক এড়িয়ে গেলেন অধিকাংশ কর্মী ৷ তামিলনাড়ুর কংগ্রেস ইলেক্টোরাল কলেজে 710 জন ভোটার থাকলেও তার মধ্যে হাতে গোনা কয়েকজনই বৃহস্পতিবার কংগ্রেসের রাজ্য সদর দফতরে থারুরের বৈঠকে হাজির হয়েছিলেন ৷

তামিলনাড়ুতে এখনও প্রচার শুরু করেননি মল্লিকার্জুন খাড়গে ৷ তবে শশী থারুরের (Shashi Tharoor) বৈঠকের পরই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই রাজ্যে কার পালে হাওয়া লাগতে চলেছে ৷ 6 দশকেরও বেশি সময় ধরে দলের তৃণমূল স্তরে রাজনীতি করা নেতা হলেন মল্লিকার্জুন খাড়গে ৷ দলের দলিত মুখ হিসেবে তিনি কর্মীদের কাছে যথেষ্ট শ্রদ্ধার মানুষ ৷ কংগ্রেস সভাপতি নির্বাচনে কোনও প্রার্থীকেই খোলাখুলি সমর্থনের ইঙ্গিত দেয়নি গান্ধি পরিবার ৷ তবে দলীয় সূত্রে খবর, সোনিয়া গান্ধিদের হাত খাড়গের মাথার উপরই রয়েছে ৷ তারই ফল শশী থারুরের প্রচারে লক্ষ্য করা যাচ্ছে বলে অভিমত রাজনৈতিক মহলের ৷ থারুর সত্যমূর্তি ভবনে পৌঁছনোর সময়ও শীর্ষ নেতাদের প্রায় কেউই উপস্থিত ছিলেন না (Kharge marches ahead of Tharoor in Tamil Nadu)৷

দলের এক শীর্ষ নেতা তথা প্রাক্তন সাংসদ জানিয়েছেন, "সাধারণ কর্মীরা থারুরকে সমর্থন দেবেন না ৷ কারণ অনেকেরই ধারণা সাধারণ কর্মীরা থারুরের নাগাল পান না, তাঁর কাছে সহজে পৌঁছতে পারেন না ৷ তাঁর নিজের কেন্দ্র তিরুবনন্তপুরমের থেকে পাওয়া ফিডব্যাকেও জানা গিয়েছে, তিনি সাধারণ মানুষদের সঙ্গে দেখা করতেন না ৷ সবসময়ই তিনি অভিজাত হিসেবে ধরা দিয়েছেন সবার কাছে ৷" কংগ্রেসের সংগঠনে অভিজাত নয়, তৃণমূল স্তরের নেতারাই বেশি গ্রহণযোগ্য বলে মত তাঁর ৷ যদিও মধ্যবিত্ত শিক্ষিত যুব সম্প্রদায় থারুরকে সমর্থন জানিয়ে সত্যমূর্তি ভবনে উপস্থিত হয়েছিলেন ৷

আরও পড়ুন: কংগ্রেস সভাপতি নির্বাচনে মুখোমুখি খাড়গে-থারুর, গান্ধিরা থাকবেন নিরপেক্ষ !

কংগ্রেসের অপর এক শীর্ষ নেতা বলেন, "থারুরকে বহির্বিশ্বের কাছে প্রজেক্ট করাটা ভালো হতে পারে । তিনি নম্র, সদাচারী, ভালো ইংরেজি বলতে পারেন এবং বিশ্বব্যাপী তাঁর পরিচিতি রয়েছে । কিন্তু মূল বিষয় হল যে, পার্টির জন্য তিনি কী করেন ? তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে যুক্ত এমন কাউকেই মানুষ পছন্দ করেন । ক্যাডার এবং সহানুভূতিশীলরা কূটনীতির ভাষা বোঝেন না, তাঁরা এমন একজনকে চান যিনি তাঁদের এবং তাঁদের অনুভূতিগুলির কথা জানেন এবং খাড়গে সে ক্ষেত্রে অনেক এগিয়ে ।"

চেন্নাই, 7 অক্টোবর: কংগ্রেস সভাপতি নির্বাচনের (Cong Prez Poll) আগে তামিলনাড়ুতে পাল্লা ভারী শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge)৷ ভোটের আগে সমর্থন চেয়ে সে রাজ্যে তাঁর প্রতিদ্বন্দ্বী শশী থারুর দলীয় কর্মীদের বৈঠক ডেকেছিলেন ৷ তবে সেই বৈঠক এড়িয়ে গেলেন অধিকাংশ কর্মী ৷ তামিলনাড়ুর কংগ্রেস ইলেক্টোরাল কলেজে 710 জন ভোটার থাকলেও তার মধ্যে হাতে গোনা কয়েকজনই বৃহস্পতিবার কংগ্রেসের রাজ্য সদর দফতরে থারুরের বৈঠকে হাজির হয়েছিলেন ৷

তামিলনাড়ুতে এখনও প্রচার শুরু করেননি মল্লিকার্জুন খাড়গে ৷ তবে শশী থারুরের (Shashi Tharoor) বৈঠকের পরই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই রাজ্যে কার পালে হাওয়া লাগতে চলেছে ৷ 6 দশকেরও বেশি সময় ধরে দলের তৃণমূল স্তরে রাজনীতি করা নেতা হলেন মল্লিকার্জুন খাড়গে ৷ দলের দলিত মুখ হিসেবে তিনি কর্মীদের কাছে যথেষ্ট শ্রদ্ধার মানুষ ৷ কংগ্রেস সভাপতি নির্বাচনে কোনও প্রার্থীকেই খোলাখুলি সমর্থনের ইঙ্গিত দেয়নি গান্ধি পরিবার ৷ তবে দলীয় সূত্রে খবর, সোনিয়া গান্ধিদের হাত খাড়গের মাথার উপরই রয়েছে ৷ তারই ফল শশী থারুরের প্রচারে লক্ষ্য করা যাচ্ছে বলে অভিমত রাজনৈতিক মহলের ৷ থারুর সত্যমূর্তি ভবনে পৌঁছনোর সময়ও শীর্ষ নেতাদের প্রায় কেউই উপস্থিত ছিলেন না (Kharge marches ahead of Tharoor in Tamil Nadu)৷

দলের এক শীর্ষ নেতা তথা প্রাক্তন সাংসদ জানিয়েছেন, "সাধারণ কর্মীরা থারুরকে সমর্থন দেবেন না ৷ কারণ অনেকেরই ধারণা সাধারণ কর্মীরা থারুরের নাগাল পান না, তাঁর কাছে সহজে পৌঁছতে পারেন না ৷ তাঁর নিজের কেন্দ্র তিরুবনন্তপুরমের থেকে পাওয়া ফিডব্যাকেও জানা গিয়েছে, তিনি সাধারণ মানুষদের সঙ্গে দেখা করতেন না ৷ সবসময়ই তিনি অভিজাত হিসেবে ধরা দিয়েছেন সবার কাছে ৷" কংগ্রেসের সংগঠনে অভিজাত নয়, তৃণমূল স্তরের নেতারাই বেশি গ্রহণযোগ্য বলে মত তাঁর ৷ যদিও মধ্যবিত্ত শিক্ষিত যুব সম্প্রদায় থারুরকে সমর্থন জানিয়ে সত্যমূর্তি ভবনে উপস্থিত হয়েছিলেন ৷

আরও পড়ুন: কংগ্রেস সভাপতি নির্বাচনে মুখোমুখি খাড়গে-থারুর, গান্ধিরা থাকবেন নিরপেক্ষ !

কংগ্রেসের অপর এক শীর্ষ নেতা বলেন, "থারুরকে বহির্বিশ্বের কাছে প্রজেক্ট করাটা ভালো হতে পারে । তিনি নম্র, সদাচারী, ভালো ইংরেজি বলতে পারেন এবং বিশ্বব্যাপী তাঁর পরিচিতি রয়েছে । কিন্তু মূল বিষয় হল যে, পার্টির জন্য তিনি কী করেন ? তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে যুক্ত এমন কাউকেই মানুষ পছন্দ করেন । ক্যাডার এবং সহানুভূতিশীলরা কূটনীতির ভাষা বোঝেন না, তাঁরা এমন একজনকে চান যিনি তাঁদের এবং তাঁদের অনুভূতিগুলির কথা জানেন এবং খাড়গে সে ক্ষেত্রে অনেক এগিয়ে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.