ETV Bharat / bharat

Aurangabad to Sambhaji Nagar: ঔরঙ্গাবাদ কি সম্ভাজিনগর ? ধোঁয়াশা রেখে বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্রমন্ত্রকের - Bal Thackeray

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম পরিবর্তন হয়েছে ৷ ঔরঙ্গাবাদ এখন শিবাজি-পুত্রের নামে সম্ভাজিনগর ৷ কিন্তু খাতায় কলমে কি তা হয়েছে ? স্বরাষ্ট্র মন্ত্রক এ নিয়ে বিজ্ঞপ্তি দিলেও বিষয়টি পরিষ্কার নয় প্রশাসনিক স্তরে (Ministry of Home Affairs to clarify over Aurangabad renaming) ৷

Aurangabad
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ
author img

By

Published : Feb 25, 2023, 3:11 PM IST

ঔরঙ্গাবাদ, 25 ফেব্রুয়ারি: ঔরঙ্গাবাদের নাম বদলে হল ছত্রপতি সম্ভাজিনগর ৷ শিবসেনার মধ্যে বিভাজন হলেও এই বিষয়ে উদ্ধব ও শিন্ডে শিবির একমত ৷ তাই রীতিমতো উৎসব হয়েছে এই নাম বদলানো নিয়ে ৷ কিন্তু এই নতুন নাম জেলা সদর দফতরেও ব্যবহার করা হবে কি ? শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) মহারাষ্ট্র সরকারের ঔরঙ্গাবাদকে ছত্রপতি সম্ভাজিনগর এবং ওসমানাবাদকে ছত্রপতি ধারাশিভ নামকরণের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে ৷ তাও নাকি প্রশাসনিক স্তরে বিষয়টি স্পষ্ট নয় ৷

সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের এই বিষয়ক ছাড়পত্র সত্ত্বেও বিজ্ঞপ্তি ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ সরকারিভাবে ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন হয়েছে কি ? রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরেও নাম বদলানোর ব্যাপারটি পরিষ্কার নয় ৷ মন্ত্রক এ প্রসঙ্গে কোনও ব্যাখ্যা না-দেওয়া পর্যন্ত ইস্যুটি অস্বচ্ছ থেকে যাবে ৷

ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে বিজেপি, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং একনাথ শিন্ডের শিবসেনা- সবাই স্বাগত জানিয়েছে ৷ নামকরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর শিন্ডে শিবিরের নেতা তথা মন্ত্রী সন্দীপন ভুমরে এবং বিজেপি বিধায়ক ও মন্ত্রী অতুল সাভে মিডিয়া সেন্টারে উৎসব পালন করেছে বলা যায় ৷

আরও পড়ুন: ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে সাম্ভাজিনগর করাই আমাদের প্রধান লক্ষ্য: শিবসেনা

অন্যদিকে উদ্ধব শিবিরের জানিয়েছে, বালাসাহেব ঠাকরের স্বপ্ন পূরণ হয়েছে ৷ বিধানপরিষদের বিরোধী দলনেতা অম্বাদাস দানভে বলেন, "এর জন্য আমি কেন্দ্রীয় সরকারকে এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ এর কৃতিত্ব শুধুমাত্র শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের ৷" আটের দশকের শেষদিকে তিনিই প্রথম এই দুই শহরের নামকরণের প্রস্তাব দিয়েছিলেন ৷

1988 সালের 9 মে বালাসাহেব ঠাকরে (Bal Thackeray) সম্ভাজির নামে ঔরঙ্গাবাদের নাম সম্ভাজিনগর করার প্রস্তাব পেশ করেন ৷ সম্ভাজি ছত্রপতি শিবাজির পুত্র ৷ তাঁকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব হত্যা করেন ৷ উদ্ধব ঠাকরের নেতৃত্বে মহা বিকাশ আঘাড়ি সরকারও এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল ৷ কিন্তু গত বছর এমভিএ সরকারের পতন হয় ৷ বিজেপির সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গড়ে শিবসেনা নেতা একনাথ শিন্ডে ৷ সম্প্রতি শিবসেনার প্রতীকের অধিকারী হয়েছেন শিবসেনার শিন্ডে গোষ্ঠী ৷

আরও পড়ুন: শিবসেনা নিয়ে কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশের জন্য উদ্ধবের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

ঔরঙ্গাবাদ, 25 ফেব্রুয়ারি: ঔরঙ্গাবাদের নাম বদলে হল ছত্রপতি সম্ভাজিনগর ৷ শিবসেনার মধ্যে বিভাজন হলেও এই বিষয়ে উদ্ধব ও শিন্ডে শিবির একমত ৷ তাই রীতিমতো উৎসব হয়েছে এই নাম বদলানো নিয়ে ৷ কিন্তু এই নতুন নাম জেলা সদর দফতরেও ব্যবহার করা হবে কি ? শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) মহারাষ্ট্র সরকারের ঔরঙ্গাবাদকে ছত্রপতি সম্ভাজিনগর এবং ওসমানাবাদকে ছত্রপতি ধারাশিভ নামকরণের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে ৷ তাও নাকি প্রশাসনিক স্তরে বিষয়টি স্পষ্ট নয় ৷

সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের এই বিষয়ক ছাড়পত্র সত্ত্বেও বিজ্ঞপ্তি ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ সরকারিভাবে ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন হয়েছে কি ? রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরেও নাম বদলানোর ব্যাপারটি পরিষ্কার নয় ৷ মন্ত্রক এ প্রসঙ্গে কোনও ব্যাখ্যা না-দেওয়া পর্যন্ত ইস্যুটি অস্বচ্ছ থেকে যাবে ৷

ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে বিজেপি, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং একনাথ শিন্ডের শিবসেনা- সবাই স্বাগত জানিয়েছে ৷ নামকরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর শিন্ডে শিবিরের নেতা তথা মন্ত্রী সন্দীপন ভুমরে এবং বিজেপি বিধায়ক ও মন্ত্রী অতুল সাভে মিডিয়া সেন্টারে উৎসব পালন করেছে বলা যায় ৷

আরও পড়ুন: ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে সাম্ভাজিনগর করাই আমাদের প্রধান লক্ষ্য: শিবসেনা

অন্যদিকে উদ্ধব শিবিরের জানিয়েছে, বালাসাহেব ঠাকরের স্বপ্ন পূরণ হয়েছে ৷ বিধানপরিষদের বিরোধী দলনেতা অম্বাদাস দানভে বলেন, "এর জন্য আমি কেন্দ্রীয় সরকারকে এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ এর কৃতিত্ব শুধুমাত্র শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের ৷" আটের দশকের শেষদিকে তিনিই প্রথম এই দুই শহরের নামকরণের প্রস্তাব দিয়েছিলেন ৷

1988 সালের 9 মে বালাসাহেব ঠাকরে (Bal Thackeray) সম্ভাজির নামে ঔরঙ্গাবাদের নাম সম্ভাজিনগর করার প্রস্তাব পেশ করেন ৷ সম্ভাজি ছত্রপতি শিবাজির পুত্র ৷ তাঁকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব হত্যা করেন ৷ উদ্ধব ঠাকরের নেতৃত্বে মহা বিকাশ আঘাড়ি সরকারও এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল ৷ কিন্তু গত বছর এমভিএ সরকারের পতন হয় ৷ বিজেপির সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গড়ে শিবসেনা নেতা একনাথ শিন্ডে ৷ সম্প্রতি শিবসেনার প্রতীকের অধিকারী হয়েছেন শিবসেনার শিন্ডে গোষ্ঠী ৷

আরও পড়ুন: শিবসেনা নিয়ে কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশের জন্য উদ্ধবের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.