ETV Bharat / bharat

Odisha Train Accident: বালাসোরে রেল বিপর্যয়, মর্মান্তিক দুর্ঘটনায় শোকজ্ঞাপন পুতিন-সহ অন্যান্য রাষ্ট্রনেতাদের - Odisha Train Accident

দেশে তো বটেই বিদেশের মানুষকেও হতবাক করে দিয়েছে ওড়িশার বালাসোরে হওয়া ট্রেন দুর্ঘটনা ৷ করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস এবং আরেকটি মালগাড়ির মধ্যে হওয়া দুর্ঘটনায় মৃতের সংখ্য়া আড়াইশো ছাড়িয়েছে ৷ দেশ এমনকী বিদেশ থেকেও শোকবার্তা পৌঁছেছে প্রধানমন্ত্রীর কাছে ৷

ETV Bharat
বালাসোরে ট্রেন দুর্ঘটনা
author img

By

Published : Jun 3, 2023, 2:50 PM IST

Updated : Jun 3, 2023, 3:40 PM IST

বালাসোর, 3 মে: মৃতের সংখ্যার নিরিখে দেশের মাটিতে ঘটে যাওয়া চতুর্থ ভয়াবহ এটি ৷ শুক্রবার ওড়িশার বালাসোর স্টেশনের কাছে বাহাঙ্গায় ট্রেন দুর্ঘটনা তোলপাড় গোটা দেশ ৷ দেশ তো বটেই, দেশের বাইরেও এই ট্রেন দুর্ঘটনায় শিউরে উঠেছেন মানুষ, মর্মাহত সকলেই ৷ ওড়িশার ট্রেন বিপর্যয়ের ঘটনায় আগেই শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর একে একে শোকজ্ঞাপন করলেন অন্যান্য রাষ্ট্রনেতারাও ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে সদ্য ভারত সফরে আসা নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলও শোকবার্তা পাঠিয়েছেন ওড়িশার রেল বিপর্যয়ের ঘটনায় ৷

শুক্রবার রাত 10টা নাগাদ টুইট করে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি লেখেন, "ওড়িশার বালাসোরে এই দুর্ভাগ্যজনক ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় আমি গভীর ভাবে শোকাহত ৷ যাঁরা স্বজনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷" উদ্ধারকার্যের সফলতা চেয়ে প্রার্থনা করেন তিনি ৷ আহতদের আরোগ্য কামনা করেছেন ৷

  • Deeply anguished to know about the loss of lives in an unfortunate rail accident in Balasore, Odisha. My heart goes out to the bereaved families. I pray for the success of rescue operations and quick recovery of the injured.

    — President of India (@rashtrapatibhvn) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশায় আসছেন কিছুক্ষণের মধ্যেই ৷ তিনিও গতকাল রাতে টুইট করে ওড়িশার ট্রেন দুর্ঘটনায় বিপর্যস্ত ৷ তিনিও শোকাহত পরিবারের প্রতি তাঁর সহানুভূতি জানিয়েছে ৷ এই অবস্থায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আজ সকালে জরুরি ভিত্তিতে একটি বৈঠকও করেছেন নরেন্দ্র মোদি ৷ ক্রেমলিন শোকবার্তায় জানিয়েছেন, ওড়িশায় ট্রেন দুর্ঘটনার মর্মান্তিক পরিণতির জন্য আমরা গভীরভাবে মর্মাহত ৷ বিপর্যয়ে মৃতদের পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা ৷ যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি ৷"

  • Distressed by the train accident in Odisha. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover soon. Spoke to Railway Minister @AshwiniVaishnaw and took stock of the situation. Rescue ops are underway at the site of the mishap and all…

    — Narendra Modi (@narendramodi) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হাজারেরও বেশি যাত্রী নিয়ে বালাসোর থেকে হাওড়ায় আসছে দু'টি ট্রেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করমণ্ডল এক্সপ্রেসের এই দুর্ঘটনা নিয়ে টুইট করে লেখেন, "তিনি স্তব্ধ হয়ে গিয়েছেন ৷" শনিবার দুপুরে তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ বালাসোরে আটকে থাকা যাত্রীদের নিয়ে দু'টি ট্রেন আজই হাওড়ায় আসছে বলেও জানা গিয়েছে ৷

  • Anguished by the tragic news of the accident involving the Coromandel Express, in Balasore, Odisha.

    My heart goes out to the bereaved families. Wishing for the speedy recovery of those injured.

    I urge Congress workers & leaders to extend all support needed for rescue efforts.

    — Rahul Gandhi (@RahulGandhi) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এখন আমেরিকায় ৷ সেখান থেকে তিনি ওড়িশার বালাসোরে দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ শোকাহত পরিবারের প্রতি সহানুভূতির বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা ৷ আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন তিনি ৷ দেশের এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা-কর্মীদের উদ্ধারকার্য থেকে শুরু করে যে কোনও ভাবে এগিয়ে আসার আর্জি জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল একটি শোকবার্তায় দুঃখ প্রকাশ করেছেন ৷ প্রধানমন্ত্রীকে তাঁর বার্তা পাঠিয়েছেন ৷ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি কাসাবা কোরোসিও এই ট্রেন দুর্ঘটনায় গভীর ভাবে দুঃখ প্রকাশ করেছে ৷ তিনি মৃত ও আহতদের জন্য প্রার্থনা করছেন ৷

  • Shocked to know that the Shalimar- Coromondel express, carrying passengers from West Bengal, collided with a goods train near Balasore today evening and some of our outbound people have been seriously affected/ injured. We are coordinating with Odisha government and South…

    — Mamata Banerjee (@MamataOfficial) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দুর্ঘটনায় সাহায্যের আশ্বাস দিয়েও কেন্দ্রের বিরুদ্ধে রেলমন্ত্রককে অবহেলা করার অভিযোগ মমতার

বালাসোর, 3 মে: মৃতের সংখ্যার নিরিখে দেশের মাটিতে ঘটে যাওয়া চতুর্থ ভয়াবহ এটি ৷ শুক্রবার ওড়িশার বালাসোর স্টেশনের কাছে বাহাঙ্গায় ট্রেন দুর্ঘটনা তোলপাড় গোটা দেশ ৷ দেশ তো বটেই, দেশের বাইরেও এই ট্রেন দুর্ঘটনায় শিউরে উঠেছেন মানুষ, মর্মাহত সকলেই ৷ ওড়িশার ট্রেন বিপর্যয়ের ঘটনায় আগেই শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর একে একে শোকজ্ঞাপন করলেন অন্যান্য রাষ্ট্রনেতারাও ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে সদ্য ভারত সফরে আসা নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলও শোকবার্তা পাঠিয়েছেন ওড়িশার রেল বিপর্যয়ের ঘটনায় ৷

শুক্রবার রাত 10টা নাগাদ টুইট করে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি লেখেন, "ওড়িশার বালাসোরে এই দুর্ভাগ্যজনক ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় আমি গভীর ভাবে শোকাহত ৷ যাঁরা স্বজনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷" উদ্ধারকার্যের সফলতা চেয়ে প্রার্থনা করেন তিনি ৷ আহতদের আরোগ্য কামনা করেছেন ৷

  • Deeply anguished to know about the loss of lives in an unfortunate rail accident in Balasore, Odisha. My heart goes out to the bereaved families. I pray for the success of rescue operations and quick recovery of the injured.

    — President of India (@rashtrapatibhvn) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশায় আসছেন কিছুক্ষণের মধ্যেই ৷ তিনিও গতকাল রাতে টুইট করে ওড়িশার ট্রেন দুর্ঘটনায় বিপর্যস্ত ৷ তিনিও শোকাহত পরিবারের প্রতি তাঁর সহানুভূতি জানিয়েছে ৷ এই অবস্থায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আজ সকালে জরুরি ভিত্তিতে একটি বৈঠকও করেছেন নরেন্দ্র মোদি ৷ ক্রেমলিন শোকবার্তায় জানিয়েছেন, ওড়িশায় ট্রেন দুর্ঘটনার মর্মান্তিক পরিণতির জন্য আমরা গভীরভাবে মর্মাহত ৷ বিপর্যয়ে মৃতদের পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা ৷ যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি ৷"

  • Distressed by the train accident in Odisha. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover soon. Spoke to Railway Minister @AshwiniVaishnaw and took stock of the situation. Rescue ops are underway at the site of the mishap and all…

    — Narendra Modi (@narendramodi) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হাজারেরও বেশি যাত্রী নিয়ে বালাসোর থেকে হাওড়ায় আসছে দু'টি ট্রেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করমণ্ডল এক্সপ্রেসের এই দুর্ঘটনা নিয়ে টুইট করে লেখেন, "তিনি স্তব্ধ হয়ে গিয়েছেন ৷" শনিবার দুপুরে তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ বালাসোরে আটকে থাকা যাত্রীদের নিয়ে দু'টি ট্রেন আজই হাওড়ায় আসছে বলেও জানা গিয়েছে ৷

  • Anguished by the tragic news of the accident involving the Coromandel Express, in Balasore, Odisha.

    My heart goes out to the bereaved families. Wishing for the speedy recovery of those injured.

    I urge Congress workers & leaders to extend all support needed for rescue efforts.

    — Rahul Gandhi (@RahulGandhi) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এখন আমেরিকায় ৷ সেখান থেকে তিনি ওড়িশার বালাসোরে দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ শোকাহত পরিবারের প্রতি সহানুভূতির বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা ৷ আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন তিনি ৷ দেশের এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা-কর্মীদের উদ্ধারকার্য থেকে শুরু করে যে কোনও ভাবে এগিয়ে আসার আর্জি জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল একটি শোকবার্তায় দুঃখ প্রকাশ করেছেন ৷ প্রধানমন্ত্রীকে তাঁর বার্তা পাঠিয়েছেন ৷ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি কাসাবা কোরোসিও এই ট্রেন দুর্ঘটনায় গভীর ভাবে দুঃখ প্রকাশ করেছে ৷ তিনি মৃত ও আহতদের জন্য প্রার্থনা করছেন ৷

  • Shocked to know that the Shalimar- Coromondel express, carrying passengers from West Bengal, collided with a goods train near Balasore today evening and some of our outbound people have been seriously affected/ injured. We are coordinating with Odisha government and South…

    — Mamata Banerjee (@MamataOfficial) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দুর্ঘটনায় সাহায্যের আশ্বাস দিয়েও কেন্দ্রের বিরুদ্ধে রেলমন্ত্রককে অবহেলা করার অভিযোগ মমতার

Last Updated : Jun 3, 2023, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.